Advertisment

দেশ ছাড়ার হিড়িকে কাবুল বিমানবন্দরে ভিড়! পাঁচজনের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

হাজার-হাজার মানুষ কাবুল বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন৷ ভিড় ছত্রভঙ্গ করতে মার্কিন সেনা গুলি চালায়৷

author-image
IE Bangla Web Desk
New Update
It was a tragic mistake, says United States on Kabul drone strike

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

গোটা আফগানিস্তান তালিবানের দখলে৷ আফগান মুলুক ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে৷ কাবুল বিমানবন্দরে উপচে পড়া ভিড়৷ প্রত্যেকেই বিমানে চেপে কাবুল ছাড়তে চাইছেন৷ হাজার-হাজার মানুষ কাবুল বিমানবন্দরে ভিড় জমিয়েছেন৷ এই পরিস্থিতির মধ্যেই বিমানবন্দরে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে৷ বিমানবন্দরে গুলি চালিয়েছে মার্কিন সেনা৷ তাঁদের গুলিতেই মৃত্যু পাঁচজনের? নাকি পদপিষ্ট হয়ে মৃত্যু? তা এখনও স্পষ্ট হয়নি৷

Advertisment

প্রত্যক্ষদর্শীরা সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিমান ধরার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছিল৷ এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি গাড়িতে পাঁচজনের দেহ নিয়ে যেতে তিনি দেখেছেন৷ জানা গিয়েছে, কাবুল বিমানবন্দরের দায়িত্বে থাকা আমেরিকান সেনা এদিন বিপুল এই ভিড় সামাল দিতে নাজেহাল হয়৷ ভিড় ছত্রভঙ্গ করতে প্রথমে শূন্যে গুলি ছোঁড়ে মার্কিন সেনা৷ এপ্রসঙ্গে এক মার্কিন কর্তা জানিয়েছেন, এদিন মার্কিন সেনাবাহিনী একটি সামরিক বিমানে কূটনীতিক ও দূতাবাসের কর্মীদের শহর থেকে বের করে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল৷ ঠিক সেই সময় তাঁদের বাধা দেওয়ার চেষ্টা হয়৷ তারপর শূন্যে গুলি ছোঁড়ে সেনা৷

আরও পড়ুন- পেগাসাস তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠন! সুপ্রিম কোর্টকে জানাল মোদী সরকার

আমেরিকান সেনা আফগান মুলুক ছেড়ে চলে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে দেশের দখল নিয়েছে তালিবান৷ গত কয়েক সপ্তাহ ধরে গোটা দেশে একপ্রকার তাণ্ডব চালিয়েছে তালিবানিরা৷ কট্টরপন্থীদের বাগে আনতে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়েছে আফগান সেনা৷ তবে ফল মেলেনি৷ তালিবানিদের মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ আফগান সেনা৷ বহু সেনা প্রাণ বাঁচাতে ইতিমধ্যেই আফগানিস্তান ছেড়ে পড়শি দেশে আশ্রয়ের খোঁজে গিয়েছেন৷

এদিকে, একটানা কয়েক সপ্তাহ ধরে চলা ‘যুদ্ধ’ শেষের ঘোষণা তালিবানের৷ রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়েছিল তালিবানরা। সেনাকে নিয়ে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়েও তালিবানিদের মোকাবিলা না করতে পেরে পদত্যাগ করেন আফগান প্রেসিডেন্ট আসরফ ঘানি। এমনকী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছে।

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment