
শুক্রবার রাত থেকেই বাড়ছে রাতের তাপমাত্রা। আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতির বিশেষ বদল হবে না।
মেঘমুক্ত আকাশে হু হু করে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। তারই হাত ধরে নামছে পারদ।
আগামী কয়েকদিন আকাশ পরিস্কার থাকবে, তারই জেরে তাপমাত্রার পারদ আরও নামবে।
আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্ভাবস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বসন্তের আকাশে গরমের দাপটে হিমশিম বঙ্গবাসী।তবে চিন্তা নেই! সপ্তাহান্তেই হাঁসফাঁস গরমে শান্তির জল ছেটাতে আসছে বৃষ্টি। পূর্বাভাস জারি করেছে আবহাওয়া…
বিদায়বেলায় যেন ক্রমশই জাঁকিয়ে বসছে শীত। যাব যাব করে যাচ্ছেই না ঠান্ডা। ফেব্রুয়ারির মাঝ সপ্তাহেও শীতের আমেজ বাংলায়।
সপ্তাহ ঘুরতেই আবারও বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ-কাল ও পরশু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।