Advertisment

Budget 2019 Tax Slab: আয়করে বিপুল ছাড়! কী বলছে বাজেট?

Union Budget 2019 Income Tax Slab: একলাফে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। এর ফলে বছরে ১২৫০০ টাকা সঞ্চয় হবে। সেই সঙ্গে ৮০ সি জমা দিলে অতিরিক্ত দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Tax Slab 2019, Income Tax Slab 2019

আয়কর সংক্রান্ত খুঁটিনাটি

Budget 2019 Income Tax Slab: লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেট এনডিএ সরকারের, অতএব জনমোহিনী হবে, এমন আঁচ করা গিয়েছিল আগেই। সেরকমই ঘটেছে খানিকটা। আয়করের ক্ষেত্রে বিপুল ছাড় ঘোষণা করেছে মোদী সরকার। এক নজরে দেখে নেওয়া যাক আয়কর স্ল্যাবের ক্ষেত্রে ঘোষিত উল্লেখযোগ্য পরিবর্তনগুলো।

Advertisment

এতদিন ৩ লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে কোনো আয়কর দিতে হতো না। এবার একলাফে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। এর ফলে বছরে ১২৫০০ টাকা সঞ্চয় হবে। সেই সঙ্গে ৮০ সি জমা দিলে অতিরিক্ত দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অর্থাৎ সব মিলিয়ে বার্ষিক সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর ছাড় পাবেন।

আরও পড়ুন, দিনে ১৫ টাকা? ওতে এক কাপ চা হয়, বলল কিসান সভা

৮০ সি-র ক্ষেত্রে করদাতা তাঁর ব্যক্তিগত বিনিয়োগ (ইনভেস্টমেন্ট) দেখিয়ে অতিরিক্ত দেড় লক্ষ টাকার ছাড় পেতে পারেন, উচ্চ আয়ের করদাতাদের এতে খুব সুবিধা না হলেও ১০ লক্ষের মধ্যে যাদের বার্ষিক আয়, তাঁরা গৃহঋণ এবং টিউশন ফি বাবদ বাড়তি ছাড় পাবেন।

আরও পড়ুন, Railway Budget 2019: রেলের জন্য কী ঘোষণা করলেন পীযূষ গোয়েল?

পীযূষ গোয়েল বাজেটে ঘোষণা করলেন ব্যাঙ্ক-পোস্ট অফিসে ৪০ হাজার পর্যন্ত বার্ষিক সুদে কোনও আয়কর দিতে হবে না। কিন্তু এই নতুন নিয়ম চালু হবে লোকসভার পর, পরবর্তী সরকার যখন সাধারণ বাজেট পেশ করবে, তখন।

স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বার্ষিক ৪০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করে দেওয়া হল পয়লা ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে।

আয়করের ওপর সেস-এর শতকরা হার অপরিবর্তিত (৪%) রইল।

চলতি আর্থিক বছরে আয়কর থেকে আয় হয়েছে ১২ লক্ষ কোটি টাকা। এই সাফল্য ধরে রাখার প্রয়াস জারি রাখার কথা ঘোষণা করা হল।

Union Budget 2024
Advertisment