Rajdhani Express: কেন্দ্রীয় সরকারি কর্মীদের এক বিরাট অংশ ভারতীয় রেলে কর্মরত। (ফাইল ছবি)
Budget 2024 can influence Consumer: ২০২৪ সালের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে জাতীয় গণতান্ত্রিক জোট (NDA) কেন্দ্রে টানা তৃতীয় মেয়াদে জয়ী হয়েছে। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০২৪ সালের ২৩ জুলাই চলতি বছরের বাজেট পেশ করার সিদ্ধান্তকে অনুমোদন করেছেন। এই বাজেট মুদ্রাস্ফীতির গ্রাফ না বাড়িয়ে অর্থনৈতিক বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া, পরিকাঠামো, প্রতিরক্ষা, রেলপথ, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি-সহ অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন আনার পক্ষে সওয়াল করেছে।
Advertisment
বাজেট প্রত্যাশা:
ক) উৎপাদন খাতে প্রযুক্তিগত অগ্রগতি ঘটানো। খ) সাইবার অপরাধ বৃদ্ধি রুখতে সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা। গ) ডিজিটাল সাক্ষরতা, গবেষণা কর্মসূচি, মানসম্পন্ন শিক্ষার ওপর জোর দেওয়া। ঘ) সহজে হোম লোন পাওয়ার ব্যবস্থা। ঙ) কর ছাড়।
২০২৪ সালে বাজেটের প্রত্যাশিত তারিখ ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ২৩ জুলাই পেশ হবে। সংসদের বাজেট অধিবেশন২০২৪ সালের ২২ জুলাই শুরু হবে। ২০২৪ সালের ১২ আগস্ট পর্যন্ত এই অধিবেশন চলবে। ২০২৪ সালের ২০ জুলাই, বিভিন্ন রাজ্যের শিল্পনেতা এবং অর্থমন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকটি প্রাক-বাজেট আলোচনা হবে। ইতিমধ্যে, ৫৩তম জিএসটি কাউন্সিল ২০২৪ সালের ২২ জুন, বেশ কিছু সংশোধনীর সুপারিশ করেছে।
Advertisment
৮০সি ছাড়ের সীমা জীবন বিমার প্রিমিয়াম, পিপিএফ (PPF), এফডি (FD), ইএলএসএস (ELSS) ইত্যাদিতে বিনিয়োগ করলে সেকশন ৮০সি-এর অধীনে ছাড় পাওয়ার সুবিধা মেলে। এই লক্ষ্যে ধারা ৮০সি-এর সীমা ১.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হবে বলে মনে করা হচ্ছে। ২০১৪ সাল থেকে এই ছাড় পাওয়ার সীমা পরিবর্তন করা হয়নি। এবার সীমা সংশোধন করা হলে, তা করদাতাদের জন্য স্বস্তিদায়ক হবে।
কর ছাড়ের সীমা বৃদ্ধি আশা করা হচ্ছে, নতুন কর ব্যবস্থায় কর ছাড়ের সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে। তবে সরকারের অগ্রাধিকার, অর্থনৈতিক বৃদ্ধি এবং অন্যান্য বিষয়কে এই সীমা বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করা হবে।
হোম লোনের সুদ বৃদ্ধি ২ লক্ষ টাকার গৃহঋণের সুদের ওপর মোট ইএমআইয়ের পরিমাণ ২৪(বি) ধারার অধীনে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করা হবে। এতে আবাসিক সম্পত্তি কেনার সম্ভাবনা বাড়তে পারে। রিয়েল এস্টেট সেক্টরের বৃদ্ধি ঘটতে পারে।
বাজেট থেকে প্রত্যাশা রয়েছে সমাজের সর্বস্তরের মানুষের।
সামাজিক নিরাপত্তা তহবিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো অসংগঠিত এবং কৃষি শ্রমিকদের ন্যূনতম ৯,০০০ টাকা পেনশন প্রদান করে, এমন একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প তৈরির জন্য একটি তহবিল গঠনের লক্ষ্যে স্মারকলিপি পেশ করেছে। স্মারকলিপিতে পুরাতন পেনশন স্কিম (OPS) পুনঃপ্রতিষ্ঠার আবেদনও জানানো হয়েছে।
জিএসটি আইনে বদল বাজেটে সিজিএসটি এবং আইজিএসটি আইনেও বেশ কিছু সংশোধনী আনার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জিএসটি (GST) কাউন্সিল সুদ এবং জরিমানা মকুব করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই জিএসটি (GST) ১৮% থেকে কমিয়ে ১২% করা হয়েছে। জিএসটিআর ৪ (GSTR 4) ফাইল করার জন্য নির্ধারিত তারিখ এবছর ৩০ এপ্রিল থেকে বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।