Budget 2024, Interim Budget: বৃহস্পতিবার সংসদে অন্তবর্তী বাজেট পেশ করার সময়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গরিব, যুব, মহিলা এবং কৃষকদের উন্নয়নে বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন। তাঁর দাবি, এই তিন গোষ্ঠীর উন্নতিই দেশের উন্নতি। সীতারমণের কথায়, 'আমাদের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে দেশের সব মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া।' বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, 'গত ১০ বছরে ২৫ কোটি মানুষ সুবিধা পেয়েছে। সরাসরি অ্যাকাউন্টে জমা পড়েছে ৩৪ লক্ষ কোটি টাকা। এর সবটাই প্রধানমন্ত্রী জনধন যোজনায়।'
লোকসভার আগে এটাই দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট। প্রশাসনের প্রতি মানুষের আস্থার কথা তুলে ধরতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন যে, 'আমরা এমন প্রশাসন চাই যার উপরে মানুষের বিশ্বাস থাকবে। মানুষ আগের তুলনায় বেশি রোজগার করছেন। প্রকৃত আয় ৫০ শতাংশ বেড়েছে। মানুষ আগের তুলনায় ভাল রয়েছেন। গত ১০ বছরে মানুষ নিজেদের আশা আকাঙ্খা বেশি করে মেটাতে পারছেন।'
বাজেটে দেশের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিয়েছে মোদী সরকার। সীতারমণ বলেছেন যে, 'আমরা দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনতে চাই। পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়া হবে। আবাস যোজনায় তিন কোটি বাড়ি তৈরি হয়েছে। আর দু’কোটি বাড়ি তৈরি হবে আগামী পাঁচ বছরে। এক কোটি বাড়ির ছাদে সৌরশক্তি প্রকল্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযোধ্যার রামমন্দির উদ্বোধনের পবিত্র দিনে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।'
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন, আবাস যোজনায় তিন কোটি বাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে। আগামী ৫ বছরে আরও ২ কোটি বাড়ির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হল সব আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের।
যোগাযোগের উন্নতিতে সীতারমণ বাজেটে ঘোষণা করেছেন- তিনটি রেলওয়ে করিডর তৈরি হবে। শক্তি, খনিজ এবং সিমেন্ট করিডর হবে। এছাড়া বন্দরের সঙ্গে যোগাযোগের করিডর এবং ট্রাফিক ডেনসিটি করিডরও তৈরি হবে। এখন আমাদের ১৪৯টি বিমানবন্দর রয়েছে। ভারতীয় সংস্থারা এক হাজারেরও বেশি বিমানের অর্ডার দিয়েছে। আগামী দিনে আরও সস্তা হবে বিমান সফর। রেলের ৪০ হাজার সাধারণ বগি বন্দেভারত এক্সপ্রেসের মতো হবে। ট্রেনের গতি বাড়বে। মেট্রো রেলকে সব রকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। গোটা দেশের মেট্রো রেলের উন্নয়ন হবে।
দেশের ১ কোটি পরিবার প্রতি মাসে ৩০০ ইউনিট করে সৌর বিদ্যুৎ বিনামূল্যে পাবে বলেও বাজেটে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
করকাঠামো নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে, নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না, জুলাই মাসের বাজেটে বিকশিত ভারতের রোডম্যাপ সামনে আসবে।
-
Feb 01, 2024 14:03 ISTনির্মলা সীতারামনের প্রশংসা মোদীর গলায়
'বাজেট তরুণ ভারতের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে' বাজেট শেষে এমনটাই বলেছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। এবারের বাজেটে গবেষণা এবং উদ্ভাবনের জন্য, এক লক্ষ কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়েছে, স্টার্ট-আপগুলির জন্যও কর ছাড়ের ঘোষণা করা হয়েছে। এই দুই পদক্ষেপের জন্য নির্মলা সীতারামনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
-
Feb 01, 2024 12:19 ISTস্কিল ইন্ডিয়া মিশন ১.৪ কোটি যুবককে প্রশিক্ষিত করেছে: নির্মলা সীতারামন
নির্মলা সীতারামন বলেছেন, 'স্কিল ইন্ডিয়া মিশন ১.৪ কোটি যুবককে প্রশিক্ষণ দিয়েছে"।
-
Feb 01, 2024 12:17 ISTবাজেটে করের হার সম্পর্কে যা বলেছেন অর্থমন্ত্রী
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে আমদানি শুল্ক সহ প্রত্যক্ষ এবং পরোক্ষ করের জন্য করের হারে কোনও পরিবর্তন হবে না।
-
Feb 01, 2024 12:10 ISTআগামী অর্থবর্ষে জন্য ৫.১ শতাংশ রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা
অর্থমন্ত্রী আগামী আর্থিক বছরের (FY25) জন্য রাজস্ব ঘাটতি জিডিপির ৫.১ শতাংশে সীমাবদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছেন।
-
Feb 01, 2024 12:07 ISTএক ঘন্টার কম সময়ে বক্তৃতা শেষ অর্থমন্ত্রীর
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটের উপস্থাপনা সম্পন্ন করেছেন। এবার তার বাজেট বক্তৃতা এক ঘণ্টারও কম ছিল। উল্লেখ্য, তাঁর দীর্ঘতম বক্তৃতা ছিল ২০২০ সালে, যখন তিনি দুই ঘন্টা ৪০ মিনিট বক্তৃতা দেন। গত বছর তার বক্তৃতা ছিল প্রায় ৮৭ মিনিট।
-
Feb 01, 2024 12:04 ISTআয়কর কাঠামো অপরিবর্তিত
বাজেটে সরকার কাঠামো অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করেছেন। অর্থাৎ আগে যে 'ট্যাক্স স্ল্যাব' ছিল তাই প্রযোজ্য থাকবে
-
Feb 01, 2024 11:57 ISTপরিকাঠামো খাতে বাড়ল বিনিয়োগ
পরিকাঠামো খাতে বরাদ্দের অঙ্কটা বহুগুণ বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে বিনিয়োগের অঙ্কটা পরিকাঠামো খাতে ১১ লাখ ১১ হাজার কোটি টাকা করা হচ্ছে।
-
Feb 01, 2024 11:54 ISTবিদেশী বিনিয়োগের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্য হারে
অর্থমন্ত্রী বলেন, ২০১৪-২০২৩ অর্থবর্ষে সরাসরি বিদেশী বিনিয়োগের পরিমাণ ৫৯৬ বিলিয়ন মার্কিন ডলার।
-
Feb 01, 2024 11:52 ISTস্কিল ইন্ডিয়া মিশন ১.৪ কোটি যুবককে প্রশিক্ষিত করেছে: নির্মলা সীতারামন
নির্মলা সীতারামন বলেছেন, 'স্কিল ইন্ডিয়া মিশন ১.৪ কোটি যুবককে প্রশিক্ষণ দিয়েছে"।
-
Feb 01, 2024 11:51 ISTবন্দে ভারতে 40 হাজার বগি সংযুক্ত করা হবে
রেলের জন্য ঘোষণা করার সময়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে যাত্রীদের নিরাপত্তা, সুবিধা এবং আরামের জন্য ৪০ হাজার সাধারণ রেলের বগিকে 'বন্দে ভারত'-এ রূপান্তর করা হবে।
-
Feb 01, 2024 11:50 ISTলক্ষপতি দিদি' প্রকল্পে আরও ৩ কোটি মহিলা
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, যে সরকারের 'লখপতি দিদি' প্রকল্পে আরও ৩ কোটি মহিলাকে যুক্ত করা হবে।
-
Feb 01, 2024 11:49 ISTচোখ বাজেটে
বাজেট শুনতে টিভির দোকানে ভিড়।
ছবি- শশী ঘোষ
-
Feb 01, 2024 11:48 ISTআরও মেডিকেল কলেজ
দেশে আরও মেডিকেল কলেজ, PMAY-G-এর অধীনে 2 কোটি বাড়ি, সীতারামনের অন্তর্বর্তী বাজেটে 'সোলারাইজেশন' নিয়ে কথা বলেছেন।
-
Feb 01, 2024 11:45 IST২ কোটি বাড়ি ও বিনামূল্যে বিদ্যুৎ: অর্থমন্ত্রী
নির্মলা সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় বলেন,' এই বাজেট প্রতিভাকে প্রচার করবে, স্বজনপ্রীতি নয়। তরুণদের ওপর দেশের অগাধ আস্থা রয়েছে'। তিনি বলেন, আমাদের সরকার গত ১০ বছরে অনেক কাজ করেছে। আমাদের সরকার নারীদের জন্য অনেক কাজ করেছে। তিন তালাক অবৈধ প্রমাণিত হয়েছে। সীতারামন বলেন, আমাদের সরকারও জিডিপি নিয়ে অনেক কাজ করছে। আমরা সার্বিক উন্নয়নে জোর দিচ্ছি। আমাদের অর্থনীতি খুব ভালো চলছে। মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকার রাজ্যগুলিকেও উন্নয়নে সাহায্য করবে। আগামী ৫ বছরে আরও ২ কোটি বাড়ি তৈরি হবে। তিনশ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
-
Feb 01, 2024 11:42 ISTসৌরবিদ্যুৎ নিয়ে বড় ঘোষণা
সৌর বিদ্যুতের মাধ্যমে, এক কোটি পরিবার প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হবে।
-
Feb 01, 2024 11:39 ISTকর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য বেড়েছে: সীতারমণ
তার বাজেট বক্তৃতায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী গত কয়েক বছরে কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ কীভাবে বেড়েছে তা তুলে ধরেছেন। পাশাপাশি তিনি বলেন "তিন তালাককে বেআইনি করা, সংসদ এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ১/৩ আসন সংরক্ষণ, মহিলাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ৭০% এরও বেশি ঘর তাদের মর্যাদা বাড়িয়েছে'।
-
Feb 01, 2024 11:36 ISTআয়ুষ্মান ভারত প্রকল্পে কভারেজ বাড়ানো হবে
আয়ুষ্মান ভারত প্রকল্প সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে প্রসারিত করা হবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন।
-
Feb 01, 2024 11:34 ISTঅর্থমন্ত্রীর দাবি, দেশের মানুষের গড় আয় ৫০ শতাংশ বেড়েছে
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, 'মোদী সরকারের আমলে দেশের মানুষের গড় আয় ৫০ শতাংশ বেড়েছে। এবং প্রধানমন্ত্রী মোদী যেমন বলেছেন, দেশে সুযোগের অভাব নেই - "স্কাই ইজ দ্য লিমিট"।
-
Feb 01, 2024 11:32 ISTআমরা আমাদের বর্তমান নিয়ে গর্বিত: সীতারামন
দেশের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, 'আমাদের দেশের তরুণ প্রজন্ম বর্তমান নিয়ে গর্বিত এবং উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে তাকিয়ে রয়েছে"।
-
Feb 01, 2024 11:31 IST১০ বছরে ইতিবাচক পরিবর্তন দেখেছে দেশ
অর্থমন্ত্রী বলেন যে 'ভারতীয় অর্থনীতি গত ১০ বছরে গভীর ইতিবাচক পরিবর্তন দেখেছে, ভারতের মানুষ আশা ও আশাবাদ নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে'।
-
Feb 01, 2024 11:30 IST৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ: সীতারামন
নির্মলা সীতারামন বলেন, দেশের মানুষ ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। তারা আশাবাদী। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। সরকার 'সবকা সাথ সবকা বিকাশের' জন্য কাজ করছে। তিনি বলেন, 'আমাদের সরকার প্রতিটি ঘরে জল, সবার জন্য বিদ্যুৎ, গ্যাস, আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। অর্থমন্ত্রী বলেন, 'খাদ্যশস্য নিয়ে উদ্বেগ দূর হয়েছে, ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়েছে। মৌলিক চাহিদা পূরণ হয়েছে, যার কারণে গ্রামীণ জনগণের আয় বেড়েছে। ২০৪৭ সালের মধ্যে ভারত একটি উন্নত দেশে পরিণত হবে, আমরা জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছি'।
-
Feb 01, 2024 11:25 ISTপ্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা
প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিন কোটি বাড়ি তৈরি, আরও ২ কোটি বাড়ির লক্ষ্যমাত্রা।
-
Feb 01, 2024 11:24 ISTমহিলাদের স্বনির্ভর করার বিরাট লক্ষ্য
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে এখন পর্যন্ত মোদী সরকার মহিলা উদ্যোক্তাদের ৩৪ কোটি মুদ্রা যোজনা ঋণ প্রদান করেছে।
-
Feb 01, 2024 11:23 ISTলক্ষ্য কর্মসংস্থান বাড়ানো, বিনিয়োগ নিয়ে আসা
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে, ১১.৮ কোটি কৃষককে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয়। পিএম ফসল বিমা যোজনার আওতায় ৮ কোটি কৃষককে শস্য বীমা দেওয়া হয়েছে। আমাদের সমৃদ্ধি নির্ভর করে তরুণ ও যুবকদের ক্ষমতায়নের ওপর।
-
Feb 01, 2024 11:21 ISTমোদী সরকার মানেই 'ধর্মনিরপেক্ষতা'
অর্থমন্ত্রী বলেন, 'মোদী সরকার মানে 'কর্মে ধর্মনিরপেক্ষতা', কারণ আমাদের সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধাগুলি ধর্মের ভিত্তিতে বৈষম্য ছাড়াই সমস্ত সুবিধাভোগীকে দেওয়া হয়'।
-
Feb 01, 2024 11:17 ISTদরিদ্রের কল্যাণেই দেশের কল্যাণ'
অর্থমন্ত্রী দাবি করেছেন যে প্রধানমন্ত্রী মোদীর সরকার, সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্রে কাজ করে, গত ১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনতে কাজ করেছে কেন্দ্রের সরকার।
-
Feb 01, 2024 11:15 IST২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্য
২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত আমাদের লক্ষ্য, সামাজিক ন্যায়বিচার আমাদের সরকারের শুধু স্লোগান নয়।
-
Feb 01, 2024 11:12 ISTদরিদ্র, নারী, যুব ও কৃষকের কল্যাণ আমাদের লক্ষ্য- অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী বলেন, 'আমরা প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করি, দরিদ্র, নারী, যুব ও কৃষকের কল্যাণ আমাদের লক্ষ্য। আমাদের সরকার সব সময় তাদের কল্যাণে কাজ করে চলেছে'।
-
Feb 01, 2024 11:09 ISTসামাজিক ন্যায়বিচার আমাদের জন্য শুধু স্লোগান নয়: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে সামাজিক ন্যায়বিচার আমাদের সরকারের জন্য কেবল একটি স্লোগান নয়। এটাই প্রকৃত ধর্মনিরপেক্ষতা।
-
Feb 01, 2024 11:09 ISTঅর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুরু
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 'মোদী রাজ'-এর অধীনে দ্রুত অর্থনৈতিক উন্নতি তুলে ধরে বাজেট বক্তৃতা শুরু করেছেন। তিনি মোদী সরকারের বিগত ১০ বছরের বড় অর্জনগুলি নিয়ে বক্তব্য রাখছেন ।
-
Feb 01, 2024 11:04 ISTঅন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী
নির্মলা সীতারমন অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছেন। বাজেট বক্তৃতা শুরু।
-
Feb 01, 2024 11:03 ISTঅন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী
নির্মলা সীতারমন অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছেন। বাজেট বক্তৃতা শুরু।
-
Feb 01, 2024 11:01 ISTবাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা
বাজেট অনুমোদন করেছে। কিছুক্ষণ পর সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
-
Feb 01, 2024 11:01 ISTবাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা
বাজেট অনুমোদন করেছে। কিছুক্ষণ পর সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
-
Feb 01, 2024 11:00 ISTবাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা
মন্ত্রিসভা বাজেট অনুমোদন করেছে। কিছুক্ষণ পর সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
-
Feb 01, 2024 10:53 ISTবাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা
বাজেট অনুমোদন করেছে। কিছুক্ষণ পর সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
-
Feb 01, 2024 10:50 ISTঅন্তর্বর্তীকালীন বাজেট হবে দেশের উন্নয়নের জন্য
অন্তর্বর্তীকালীন বাজেট প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং বলেছেন, 'বাজেট হবে প্রগতিশীল এবং দেশের উন্নয়নের জন্য'। সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশের আগে মন্ত্রিসভার বৈঠক চলছে। এরপর সকাল ১১টায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার ষষ্ঠ বাজেট পেশ করবেন।
#WATCH | "Budget will be progressive and for the development of the country," says Union Minister Rao Inderjit Singh on interim Budget.#Budget2024 pic.twitter.com/Rr2DtKRx0n
— ANI (@ANI) February 1, 2024 -
Feb 01, 2024 10:48 ISTঅন্তর্বর্তীকালীন বাজেট হবে দেশের উন্নয়নের জন্য
#WATCH | "Budget will be progressive and for the development of the country," says Union Minister Rao Inderjit Singh on interim Budget.#Budget2024 pic.twitter.com/Rr2DtKRx0n
— ANI (@ANI) February 1, 2024অন্তর্বর্তীকালীন বাজেট প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং বলেছেন, 'বাজেট হবে প্রগতিশীল এবং দেশের উন্নয়নের জন্য। সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশের আগে মন্ত্রিসভার বৈঠক চলছে। এরপর সকাল ১১টায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার ষষ্ঠ বাজেট পেশ করবেন।
-
Feb 01, 2024 10:47 ISTকেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল মন্ত্রিসভার বৈঠকের জন্য সংসদে পৌঁছেছেন
আর কিছু সময়ের মধ্যেই সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, 'আজ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিন। এই বাজেটে যা আছে তা অল্প সময়ের মধ্যে সবার সামনে উন্মোচিত হবে'।
#WATCH | "It is an important day," says Union Minister Arjun Ram Meghwal as the government is set to present interim Budget. pic.twitter.com/MAu2LW51T9
— ANI (@ANI) February 1, 2024 -
Feb 01, 2024 10:35 ISTরাষ্ট্রপতি ভবনে খোশ মেজাজে নির্মলা সীতারমণ
বাজেট পেশের রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেখা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। দু'জনকেই বেশ খোশ মেজাজেই দেখা যায়।
Union Minister of Finance and Corporate Affairs Nirmala Sitharaman along with Ministers of State Dr Bhagwat Kishanrao Karad and Pankaj Chaudhary and senior officials of the Ministry of Finance called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan before presenting the Union… pic.twitter.com/o2UrUCRuaH
— ANI (@ANI) February 1, 2024 -
Feb 01, 2024 10:25 ISTবাজেট নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?
বিশেষজ্ঞরা বাজেটে করদাতা, রিয়েল এস্টেট, বৈদ্যুতিক যানবাহন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণার আশা করছেন।
-
Feb 01, 2024 10:21 ISTবাজেট পেশের আগে ক্যাবিনেট বৈঠক
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আপাতত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক চলছে। সেই বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হবে।
-
Feb 01, 2024 10:12 ISTএবারের বাজেটে ৩টি বড় ঘোষণার সম্ভবনা
- কিষাণ সম্মান নিধির পরিমাণ ৬ হাজার থেকে ৮ হাজার করা হতে পারে। মহিলা কৃষকদের জন্য এই পরিমাণ বার্ষিক ৬,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
- ৮০ সি এই অধীনে কড় ছাড়ের সীমা ২.৫ লক্ষ টাকা হতে পারে৷
- আয়ুষ্মান যোজনার অধীনে বীমা কভারেজের পরিমাণ ১০ লক্ষ টাকা করা হতে পারে। বর্তমানে, এই প্রকল্পের অধীনে, ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়।
-
Feb 01, 2024 09:58 ISTবাজেটের কাউন্টডাউন শুরু, সকাল ১১টায় অর্থমন্ত্রীর ভাষণ
এখন থেকে ঠিক ২ মাস পর লোকসভা নির্বাচন। এমনঅবস্থায় মোদী সরকারের শেষ মেয়াদের শেষ বাজেট থেকে মানুষের প্রত্যাশা তুঙ্গে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এটি টানা ষষ্ঠ বাজেট। ফটো সেশনের পর বাজেটের অনুমোদন নিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী। এরপর তিনি সংসদে পৌঁছাবেন এবং মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন করা হবে।
-
Feb 01, 2024 09:55 ISTঅন্তর্বর্তী বাজেট এবং সাধারণ বাজেট ফারাকটা কোথায়?
অন্তর্বর্তী বাজেট কয়েক মাসের জন্য, সাধারণ বাজেট পুরো বছরের জন্য। সরকার অন্তর্বর্তীকালীন বাজেটে নতুন পরিকল্পনা বা নীতি ঘোষণা করে না। সাধারণ বাজেটে, সরকার করের হারে পরিবর্তন, নতুন ট্যাক্স স্ল্যাব, নতুন নীতি এবং নতুন ঘোষণা প্রকাশ করে।
-
Feb 01, 2024 09:54 ISTএআই সংক্রান্ত একটি বড় ঘোষণা হতে পারে
অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা নিয়ে নানা ধরনের জল্পনা চলছে। অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, সরকার অন্তর্বর্তীকালীন বাজেটে এআই প্রযুক্তি নিয়ে বেশ কিছু ঘোষণা করতে পারে।
-
Feb 01, 2024 09:49 ISTবাজেটে মহিলাদের জন্য বড় ঘোষণা হতে পারে
ভারতের প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কেভি সুব্রামানিয়ান বলেছেন, 'নির্বাচনের পর জুন বা জুলাই মাসে সম্পূর্ণ বাজেট পেশ করা হবে। বাজেটে মহিলাদের জন্য থাকতে পারে বড় চমক'।
-
Feb 01, 2024 09:45 ISTমোরারজি দেশাইয়ের পর নির্মলা সীতারমণ
আজ সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেট মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট। আজ সংসদে ষষ্ঠ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। মোরারজি দেশাইয়ের পর সীতারামণ হলেন দ্বিতীয় অর্থমন্ত্রী, যিনি ছয়বার বাজেট পেশ করার সুযোগ পেতে চলেছেন।
-
Feb 01, 2024 09:42 ISTবাজেটে কৃষকদের উপহার দিতে পারেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ তার প্রথম অন্তর্বর্তী বাজেটে দেশের কৃষকদের জন্য বিশেষ কিছু ঘোষণা করতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে বাজেট বরাদ্দ আগের থেকে বেশ কিছুটা বাড়ানোঠতে পারে। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে মহিলাদের জন্য পৃথক তহবিল প্রত্যাহারের ঘোষণাও করবেন বলে আশা করা হচ্ছে।
-
Feb 01, 2024 09:41 ISTনির্বাচনের পর জুলাইয়ে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হতে পারে
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবার তার ষষ্ঠ বাজেট পেশ করতে চলেছেন এবং এটি মোদী সরকারের ১২ তম বাজেট (দ্বিতীয় অন্তর্বর্তী বাজেট)। এই অন্তর্বর্তীকালীন বাজেটে বাজেটে ৪ মাসের ব্যয় ঘোষণা করা হবে এবং নির্বাচনের পর জুলাইয়ে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। মোদী সরকারের এই বাজেটে দরিদ্র, যুবক, কৃষক, নারী কল্যাণ সংক্রান্ত একাধিক জনমোহিনী ঘোষণা করতে পারেন।