Budget 2024, FM Nirmala Sitharaman Live Updates: মঙ্গলবার, ২৩ জুলাই সংসদে সপ্তম বারের জন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেট থেকে করদাতাদের প্রত্যাশা ছিল অনেক। বাজেটে করদাতাদের অনেক ধরনের ত্রাণ দেওয়া হতে পারে বলে ধারণা ছিল বিশেষজ্ঞদের। তবে কেন্দ্রীয় বাজেটে আংশিক সুরাহা পেলেন করদাতারা। বেতনভূক কর্মচারীদের আংশিক সুরাহা। বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে দিতে হচ্ছে না কোনও কর। নয়া করকাঠামোয় ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হচ্ছে না।
বার্ষিক ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। ৭ থেকে ১০ লক্ষ টাকা আয়ে দিতে হবে ১০ শতাংশ কর। ১০ থেকে ১২ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ। ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ। শেষে ১৫ লক্ষ টাকা বার্ষিক আয় থেকে শুরু করে বর্ধিত আয়ে দিতে হবে ৩০ শতাংশ কর। স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা করা হল। কর্পোরেট ট্যাক্সের হার ৪০ থেকে ৩৫ শতাংশে নামিয়ে আনা হবে, বলেছেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন বাজেটে সামাজিক উন্নয়ন প্রকল্প, নতুন কী সুবিধা মিলবে, তাকিয়ে দেশবাসী
-
Jul 23, 2024 15:41 ISTগদি বাঁচানোর' বাজেট, তীব্র কটাক্ষ রাহুলের
বাজেট নিয়ে লোকসভার বিরোধীদলী নেতা তথা কংগ্রেসের সিনিয়র সাংসদ রাহুল গান্ধী মোদী সরকারকে নিশানা করেছেন। রাহুল এই বাজেটকে 'গদি বাঁচানোর' বাজেট বলে অভিহিত করেছেন। রাহুল বলেন, 'বন্ধুদের খুশি করতেই এই বাজেট আনা হয়েছে'। সাধারণ মানুষ বাজেট থেকে কোন সুরাহা পাবেন না বলে উল্লেখ করে রাহুল, এই বাজেটকে কপি পেস্ট বলে অভিহিত করেছেন। একে আগের বাজেটের বাজেট নকল বলে দাবি করেন রাহুল।
-
Jul 23, 2024 15:35 IST‘অন্তসারঃশূন্য’ বলে কটাক্ষ অভিষেকের
সদ্য পেশ করা কেন্দ্রীয় বাজেটকে কার্যত ‘অন্তসারঃশূন্য’ বলে কটাক্ষ সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। “এই বাজেটটি (Union Budget 2024) একটি ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রী দ্বারা পেশ করা ‘জিরো ওয়ারেন্টি’ সহ সম্পূর্ণ ব্যর্থতার বাজেট।” মঙ্গলবার বাজেট পেশের পর এভাবেই কেন্দ্রকে কটাক্ষ ছুঁড়ে দিলেন অভিষেক।
-
Jul 23, 2024 15:33 ISTনীতীশ নাইডুকে ঢালাও উপহার, চটলেন মমতা
সরকার বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকারও প্রস্তাব করেছে। এনডিএ জোট সরকারের শরিক যথাক্রমে বিহারের শাসকদল জেডি(ইউ) এবং অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি। জোট শরিকদের মুখে হাসি ফুটিয়ে ঢালাও বরাদ্দ ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস।
-
Jul 23, 2024 15:31 ISTকোন কোন জিনিসের দাম কমল? কোন জিনিস দামি?
এবারের বাজেটে সস্তা হয়ে যাওয়া পণ্যগুলির তালিকা দেখে নিন
মোবাইল, চার্জার, ক্যানসারের ৩ ওষুধ, এক্স রে মেশিন, সোনা, রূপা, প্ল্যাটিনাম, চর্মজাত পণ্য, ২৫টি খনিজ পদার্থ
বৈদ্যুতিন সামগ্রী, দাম কমল ক্যামেরার লেন্সের, সস্তা হচ্ছে লিথিয়াম-আয়ন ব্যাটারি , বৈদ্যুতিক গাড়ি, সামুদ্রিক খাবার, জুতো,এবারের বাজেটে দাম বাড়ল
প্লাস্টিক, পিভিসি ফ্লেক্স, নির্দিষ্ট কিছু টেলিকম সামগ্রীর। -
Jul 23, 2024 12:51 ISTকোন কোন সেক্টরে কমানো হচ্ছে আমদানি শুল্ক
ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, এক্স রে মেশিন, মোবাইল ফোন, মোবাইল চার্জারে কমানো হচ্ছে শুল্ক। লিথিয়াম, কপার, কোবাল্টের মতো খনিজ পদার্থে তুলে নেওয়া হচ্ছে শুল্ক।
-
Jul 23, 2024 12:40 ISTনতুন আয়কর ব্যবস্থায় স্বস্তি!
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আয়কর স্ল্যাবে বড় পরিবর্তন ঘোষণা করেছেন। এখন স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা 50 হাজার টাকা থেকে বাড়িয়ে 75 হাজার টাকা করা হয়েছে। এই ব্যবস্থায় ৩ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো ট্যাক্স লাগবে না। 3 থেকে 7 লক্ষ টাকার মধ্যে আয়ের উপর 5 শতাংশ আয়কর দিতে হবে। আয় 7 থেকে 10 লক্ষ টাকা হলে 10 শতাংশ হারে আয়কর নেওয়া হবে। 10 থেকে 12 লক্ষ টাকার করযোগ্য আয়ের উপর 15 শতাংশ হারে আয়কর ধার্য করা হবে। 12 থেকে 15 লক্ষ টাকার করযোগ্য আয়ের উপর 20 শতাংশ আয়কর আরোপ করা হবে। 15 লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ের উপর 30 শতাংশ হারে আয়কর ধার্য করা হবে।
-
Jul 23, 2024 12:38 ISTনতুন আয়কর ব্যবস্থায় স্বস্তি!
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আয়কর স্ল্যাবে বড় পরিবর্তন ঘোষণা করেছেন। এখন স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা 50 হাজার টাকা থেকে বাড়িয়ে 75 হাজার টাকা করা হয়েছে। এই ব্যবস্থায় ৩ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো ট্যাক্স লাগবে না। 3 থেকে 7 লক্ষ টাকার মধ্যে আয়ের উপর 5 শতাংশ আয়কর দিতে হবে। আয় 7 থেকে 10 লক্ষ টাকা হলে 10 শতাংশ হারে আয়কর নেওয়া হবে। 10 থেকে 12 লক্ষ টাকার করযোগ্য আয়ের উপর 15 শতাংশ হারে আয়কর ধার্য করা হবে। 12 থেকে 15 লক্ষ টাকার করযোগ্য আয়ের উপর 20 শতাংশ আয়কর আরোপ করা হবে। 15 লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ের উপর 30 শতাংশ হারে আয়কর ধার্য করা হবে।
-
Jul 23, 2024 12:33 ISTআয়কর নিয়ে বড় ঘোষণা
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়কর নিয়ে বড় ঘোষণা করেছেন। বাজেটে মধ্যবিত্তদের উপহার দিয়েছে সরকার। নতুন কর ব্যবস্থায়, স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা ৫০হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫হাজার টাকা করা হয়েছে।
-
Jul 23, 2024 12:30 ISTআয়কর নিয়ে বড় ঘোষণা
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়কর নিয়ে বড় ঘোষণা করেছেন। বাজেটে মধ্যবিত্তদের উপহার দিয়েছে সরকার। নতুন কর ব্যবস্থায়, স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা ৫০হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫হাজার টাকা করা হয়েছে।
-
Jul 23, 2024 12:20 ISTমূল্যবান ধাতু সস্তা হতে চলেছে
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সর্বশেষ বাজেট ঘোষণায় সোনা ও রৌপ্যের উপর শুল্ক কমিয়ে ৬% এবং প্ল্যাটিনামের উপর ৬.৫% করার প্রস্তাব করেন। এর ফলে মূল্যবান ধাতুর দাম বেশ কিছুটা কমতে চলেছে।
-
Jul 23, 2024 12:19 ISTসস্তা হতে চলেছে মোবাইল ফোন
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় পদক্ষেপে, কেন্দ্রীয় বাজেট ২০২৪-এ মোবাইল ফোন এবং চার্জারগুলিতে মৌলিক শুল্ক ১৫ শতাংশে কমিয়ে দিয়েছে। এই পদক্ষেপের ফলে আগামী মাসে এই ডিভাইসগুলির দাম কমবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া বৈদ্যুতিক তার ও এক্স-রে মেশিনের দাম কম হবে। ক্যান্সারের তিনটি ওষুধের ওপর শুল্ক কমানো হয়েছে। সোনা ও রুপো ওপর শুল্ক কমানো হয়েছে। এমন পরিস্থিতিতে এগুলোও সস্তা হবে।
-
Jul 23, 2024 12:17 ISTসস্তা হতে চলেছে মোবাইল ফোন
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় পদক্ষেপে, কেন্দ্রীয় বাজেট ২০২৪-এ মোবাইল ফোন এবং চার্জারগুলিতে মৌলিক শুল্ক ১৫ শতাংশে কমিয়ে দিয়েছে। এই পদক্ষেপের ফলে আগামী মাসে এই ডিভাইসগুলির দাম কমবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া বৈদ্যুতিক তার ও এক্স-রে মেশিনের দাম কম হবে। ক্যান্সারের তিনটি ওষুধের ওপর শুল্ক কমানো হয়েছে। সোনা ও রুপো ওপর শুল্ক কমানো হয়েছে। এমন পরিস্থিতিতে এগুলোও সস্তা হবে।
-
Jul 23, 2024 12:13 ISTবন্যা কবলিত রাজ্যে আর্থিক সহায়তা
লোকসভায় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ সময় তিনি বন্যা কবলিত রাজ্যগুলোর জন্য বড় ধরনের ত্রাণ ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী জানান, বন্যা ব্যবস্থাপনায় আসাম ও হিমাচল প্রদেশকে সহায়তা দেওয়া হবে। এর পাশাপাশি সিকিম ও উত্তরাখণ্ডকেও আর্থিক সাহায্য দেওয়া হবে।
-
Jul 23, 2024 12:12 ISTসূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প
প্রতি মাসে ১ কোটি বাড়িতে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ।
-
Jul 23, 2024 12:10 ISTবাজেটে অর্থমন্ত্রীর বড় ঘোষণা
- কাশীর আদলে বোধগয়ায় একটি করিডোর তৈরি করা হবে।
- বাজেটে বিহারে পর্যটনের ওপর জোর দেওয়া হয়েছে।
- নালন্দায় পর্যটনের বিকাশ
- বিহারে রাজগীর পর্যটন কেন্দ্র নির্মাণ
- বন্যা বিপর্যয়ের জন্য বিহারের জন্য ১১,০০০ কোটি টাকার ব্যবস্থা
-
Jul 23, 2024 12:01 ISTপূর্বোদয় প্রকল্প
অর্থমন্ত্রী দেশের পূর্ব রাজ্যগুলির উন্নয়নের জন্য পূর্বোদয় প্রকল্প ঘোষণা করেছেন। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উন্নয়নের জন্য কেন্দ্র পূর্বোদয় প্রকল্প ঘোষণা করেছেন। এর আওতায় মানবসম্পদ উন্নয়ন ও মৌলিক উন্নয়নে মনোযোগ দেওয়া হয়েছে। এই প্রকল্পে বিহারের জন্য অনেক উপহার রয়েছে। অমৃতসর-কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডরের অধীনে গয়াতে একটি শিল্প কেন্দ্র তৈরি করা হবে। সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে আধুনিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
এ ছাড়া সড়ক যোগাযোগও বাড়ানো হবে। এর অধীনে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার ভাগলপুর এক্সপ্রেসওয়ে, বোধগয়া-রাজগীর বৈশালী দরভাঙ্গা এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে। এছাড়াও বক্সারের গঙ্গা নদীর উপর একটি দুই লেনের সেতুও তৈরি করা হবে। এর জন্য ২৬০০০ কোটি টাকা খরচ হবে।
বিহারে ২১৪০০ কোটি টাকা ব্যয়ে ২৪০০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। বিহারে নতুন বিমানবন্দর ও মেডিকেল কলেজও তৈরি হবে। কাশী বিশ্বনাথ করিডরের আদলে বিষ্ণুপদ মন্দির ও মহাবোধি করিডোর তৈরি করা হবে।
-
Jul 23, 2024 11:57 ISTমুদ্রা লোনের সীমা বৃদ্ধি
বাজেটে এমএসএমই এবং উৎপাদনের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। মুদ্রা ঋণের সীমা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী সূর্য ঘর নামে সৌরপ্রকল্প চালু করা হয়েছে। মহিলারা সম্পত্তি কিনতে স্ট্যাম্প ডিউতে ছাড়।
-
Jul 23, 2024 11:53 IST১ কোটি যুবককে ১২ মাসের ইন্টার্নশিপ
বাজেটে ঘোষণা করা হয়েছে, বড় কোম্পানিতে ১ কোটি তরুণ-তরুণীকে ১২ মাসের ইন্টার্নশিপ দেবে সরকার। ইন্টার্নরা প্রতি মাসে ৫০০০ টাকা বেতন পাবেন।
-
Jul 23, 2024 11:51 ISTশিল্প শ্রমিকদের জন্য আবাসন সুবিধা
সরকার পিপিপি মোডে শিল্প শ্রমিকদের জন্য হোস্টেলের মতো ভাড়া আবাসন সুবিধা প্রদান করবে।
-
Jul 23, 2024 11:49 ISTবিহার-অন্ধ্রের জন্য ঢালাও বরাদ্দ
বিহারে বিমান বন্দর, মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণা। বিহারে হাইওয়ের জন্য বরাদ্দ ২৬ হাজার কোটি টাকা। বিহারে ২১ হাজার কোটির পাওয়ার প্ল্যান্ট। অন্ধ্রের জন্য বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা।
-
Jul 23, 2024 11:44 ISTমহিলাদের দক্ষতা বাড়াতে তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ
গ্রামোন্নয়নে ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ। মহিলাদের দক্ষতা বাড়াতে তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ। কলকাতা-অমৃতসর ইন্ড্রাস্টিয়াল করিডরের জন্য অর্থ বরাদ্দ। MSME উন্নয়নে বিশেষ ঋনের ব্যবস্থা। জনজাতি উন্নয়নে ৬৩ হাজার গ্রামে বাড়তি নজর। ১০০টি স্ট্রিট ফুড হাব কিছু কিছু শহরে তৈরি করা হবে বলে জানিয়েছে নির্মলা।
-
Jul 23, 2024 11:38 ISTবাংলার জন্য বিশেষ স্কিম
পূর্বের রাজ্যগুলির উন্নতির জন্য বিশেষ স্কিমের কথা বললেন অর্থমন্ত্রী। রাজ্যগুলির মধ্যে থাকছে বিহার, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ। কলকাতা বিজনেস করিডরের কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।
-
Jul 23, 2024 11:37 ISTউচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ
উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ।
অর্থমন্ত্রী বলেছেন যে সরকার দেশীয় প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। সরকার ঋণের পরিমাণের ৩ শতাংশ সুদ সহ প্রতি বছর ১ লাখ শিক্ষার্থীকে সরাসরি ই-ভাউচার দেবে।
-
Jul 23, 2024 11:35 ISTবিহারের জন্য ২৬ হাজার কোটি টাকার ঘোষণা
বিহারের জন্য ২৬ হাজার কোটি টাকার ঘোষণা।
বাজেটে ঘোষণা করা হয়েছে বিহারে দুটি নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। গঙ্গা নদীর ওপর তৈরি হবে দুটি নতুন সেতু। এর জন্য বিহারে ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।
-
Jul 23, 2024 11:34 ISTঅন্ধ্রপ্রদেশের ৩টি জেলায় অনগ্রসর এলাকা অনুদান
অন্ধ্রপ্রদেশের ৩টি জেলাকে অনগ্রসর অঞ্চল অনুদান প্রদান করা হবে। বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন যে আমাদের সরকার পোলাভারম সেচ প্রকল্পটি সম্পূর্ণ করতে এবং অর্থায়নে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
-
Jul 23, 2024 11:33 IST৫ কোটি আদিবাসীদের জন্যও বড় ঘোষণা
বাজেটে ঘোষণা করা হয়েছে যে সরকার উপজাতী উন্নত গ্রাম অভিযান শুরু করবে। এই অভিযানের ফলে ৫ কোটি আদিবাসী সরাসরি উপকৃত হবে।
-
Jul 23, 2024 11:32 ISTবিহার, উড়িষ্যা, অন্ধপ্রদেশ, বাংলার উন্নতিতে বিশেষ নজর
মহিলাদের দক্ষতা বাড়াতে ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ। আমাদের সরকার মহিলাদের উন্নতিতে দায়বদ্ধ। জনজাতি উন্নয়নে বিশেষ পদক্ষেপ। প্রধান মন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি। ১ হাজার বায়ো রিসার্চ সেক্টর তৈরি হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রী। বিহার, উড়িষ্যা, অন্ধপ্রদেশ, বাংলার উন্নতিতে বিশেষ নজর। অন্ধপ্রদেশে উন্নয়নে বরাদ্দ ৫০ হাজার কোটি টাকা।
-
Jul 23, 2024 11:29 IST২০ লাখ যুবককে দক্ষ করে তোলা হবে
রাজ্য, শিল্পের সহযোগিতায় দক্ষতা উন্নয়নের জন্য নতুন কেন্দ্রীয়ভাবে স্পনসর করা প্রকল্প চালু করা হবে। এর মাধ্যমে ৫ বছরে ২০ লাখ তরুণ-তরুণীকে দক্ষ করা হবে।
-
Jul 23, 2024 11:27 IST৩০ লাখ যুবক চাকরি পাবে
দেশে উৎপাদন খাতে কর্মসংস্থান বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। যার ফলে দেশের ৩০ লাখ যুবক চাকরি পাবে।
-
Jul 23, 2024 11:26 ISTচাকুরিজীবীদের জন্য বড় ঘোষণা
চাকুরিজীবীদের জন্য বড় ঘোষণা। ছোট সংস্থাগুলির কর্মীদের EPF-এ ভর্তুকির পাশপাশি যারা নতুন চাকরিতে ঢুকেছেন তাদের পিএফ অ্যাকাউন্টে কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইন্সটলমেন্টে দেওয়া হবে ওই বেতন।
-
Jul 23, 2024 11:22 ISTকর্ম সংস্থান, মধ্য বিত্তের উন্নয়নে বিশেষ নজর
কর্ম সংস্থান, মধ্য বিত্তের উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। ১.৫২ লক্ষ কোটি টাকা কৃষিখাতে বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় সীতারমণ বলেন, প্রথম যারা কাজে ঢুকেছেন তাদের পিএফ অ্যাকাউন্টে এক মাসের বেতন দেওয়া হবে'।
-
Jul 23, 2024 11:18 ISTগরীব, কৃষক, যুবসমাজ, মহিলাদের প্রতি বিশেষ নজর
এক কোটি কৃষককে আনা হবে জৈব কৃষির আওতায় জানালেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে ৯টি বিষয়ে জোর সীতারমণের। গরীব, কৃষক, যুবসমাজ, মহিলাদের প্রতি বিশেষ নজর। প্রধানমন্ত্রী গরীব অন্ন কল্যাণ যোজন আরও ৫ জনের বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। আরও ৫ রাজ্যে চালু হবে কিষান ক্রেডিট কার্ড।
-
Jul 23, 2024 11:14 ISTশিক্ষা ও প্রশিক্ষণে জোর, বরাদ্দ ১.৪৮ কোটি টাকা
তৃতীয়বার প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বে সরকার গঠনের জন্য দেশবাসীকেঅভিনন্দন জানালেন নির্মলা সীতারামন। তিনি উল্লেখ করেন, ভারতের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি তিনি বলেন, অন্তর্বর্তী বাজেটে গরিব, মহিলা, যুব ও অন্নদাতাদের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল। আর এবার নজর দেওয়া হয়েছে কর্মসংস্থান, এমএসএমই ও মধ্যবিত্তদের দিকে রাজনৈতিক অস্থিরতার জেরে মূল্যবৃদ্ধি হচ্ছে বিশ্বজুড়ে। সেখানেই ভারতের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে। প্রধানমন্ত্রী গরীব অন্ন কল্যাণ যোজনায় ৮০ কোটি মানুষ উপকৃত। শিক্ষা ও প্রশিক্ষণে জোর। ১.৪৮ কোটি টাকা বরাদ্দ। জানালেন অর্থমন্ত্রী।
-
Jul 23, 2024 11:08 ISTশুরু সংসদের কার্যক্রম, বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী
শুরু হয়েছে সংসদের কার্যক্রম। শীঘ্রই, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪ সালের সাধারণ বাজেট পেশ করবেন।
-
Jul 23, 2024 11:03 ISTশুরু সংসদের বাজেট অধিবেশন
শুরু হল সংসদের বাজেট অধিবেশন। আর মাত্র কয়েক মিনিটেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
-
Jul 23, 2024 10:59 ISTকাউন্ট ডাউন স্টার্ট
অপেক্ষা আর মাত্র ৫ মিনিট। সংসদে বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমণ
-
Jul 23, 2024 10:46 ISTবাজেট অধিবেশনে অংশ নিতে সংসদ ভবনে পৌঁছেছেন রাহুল গান্ধী
বাজেট অধিবেশনে অংশ নিতে সংসদ ভবনে পৌঁছেছেন রাহুল গান্ধী।
আজ সকাল ১১টায় লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট অধিবেশনে অংশ নিতে সংসদ ভবনে পৌঁছেছেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী।
-
Jul 23, 2024 10:45 ISTকী বললেন অখিলেশ?
বাজেট অধিবেশনে অংশ নিতে সংসদ ভবনে পৌঁছেছেন অখিলেশ যাদব। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, দেশে এত বড় পরিসরে বেকারত্ব থাকলে পঞ্চম অর্থনীতির কী লাভ। কৃষকদের ত্রাণের প্রশ্নে, অখিলেশ যাদব বলেছিলেন যে ১০ বছরেও কোনও আশা ছিল না এবং এ বছরও কোনও আশা নেই।
-
Jul 23, 2024 10:43 ISTরাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টুইট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
Union Minister of Finance and Corporate Affairs Smt Nirmala Sitharaman along with Minister of State for Finance Shri Pankaj Chaudhary and senior officials of the Ministry of Finance called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan before presenting the Union Budget. The… pic.twitter.com/y386kgOyUG
— President of India (@rashtrapatibhvn) July 23, 2024 -
Jul 23, 2024 10:28 ISTশুরু কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক।
বাজেট পেশের আগে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। প্রথামাফিক ক্যাবিনেট অনুমোদন পাওয়ার পরই পেশ হবে কেন্দ্রীয় বাজেট।
-
Jul 23, 2024 10:25 ISTসংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেট অধিবেশনে অংশ নিতে সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী।
-
Jul 23, 2024 10:24 ISTসংসদ ভবনে পৌঁছেছেন অমিত শাহ
বাজেট অধিবেশনে অংশ নিতে সংসদ ভবনে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শীঘ্রই লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট অধিবেশনে অংশ নিতে সংসদ ভবনে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
-
Jul 23, 2024 10:23 ISTঅর্থনৈতিক বৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবারের বাজেট: প্রহ্লাদ জোশী
এই বাজেট দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যাবে। বাজেট পেশের আগে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী
-
Jul 23, 2024 10:21 ISTমোদীর উন্নত ভারতের লক্ষ্য অর্জনের দিকে দ্রুত অগ্রসর হব': জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
কেন্দ্রীয় বাজেট পেশের আগেই সংসদে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, এবারের বাজেট হবে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক সংকল্পের যাত্রা। সিন্ধিয়া বলেছিলেন যে আশা করা হচ্ছে যে এই বাজেটের ভিত্তিতে আমরা প্রধানমন্ত্রী মোদীর উন্নত ভারতের লক্ষ্য অর্জনের দিকে দ্রুত অগ্রসর হব।
-
Jul 23, 2024 10:19 ISTজম্মু ও কাশ্মীরের বাজেটের প্রতিলিপি সংসদ ভবনে পৌঁছেছে
জম্মু ও কাশ্মীরের বাজেটের প্রতিলিপি সংসদ ভবনে পৌঁছেছে। জম্মু ও কাশ্মীরের বাজেটের প্রতিলিপি সংসদে পৌঁছেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের (বিধানসভা সহ) আনুমানিক প্রাপ্তি এবং ব্যয়ের (2024-25) বিবরণ (ইংরেজি এবং হিন্দিতে) উপস্থাপন করবেন।
-
Jul 23, 2024 10:17 ISTবাজেট অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে পৌঁছেছেন রাজনাথ সিং
আর কিছু সময়ের মধ্যেই বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী সীতারমণ। লোকসভায় পেশ করা বাজেট সেশনে অংশ নিতে সংসদ ভবনে পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
#WATCH | Defence Minister Rajnath Singh arrives at the Parliament.
— ANI (@ANI) July 23, 2024
Finance Minister Nirmala Sitharaman to present the Union Budget today in Lok Sabha. pic.twitter.com/SunFHskX6R -
Jul 23, 2024 10:08 ISTসংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 'বাজেট ট্যাবলেট' নিয়ে সংসদ ভবনে পৌঁছেছেন। সকাল ১১টায় তিনি বাজেট পেশ করবেন।
-
Jul 23, 2024 09:58 ISTবাজেটের আগে চাঙ্গা শেয়ার বাজার
মঙ্গলবার বাজেট পেশের আগেই চাঙ্গা শেয়ার বাজার। সোমবারের তুলনায় সেনসেক্সের সূচক ২৬৩ পয়েন্ট বেড়ে ৮১ হাজারের বেশ কাছে পৌঁছে গিয়েছে। সকাল সাড়ে নটা পর্যন্ত সেনসেক্সের সূচক ছিল ৮০৭৩৮.৫৪। নিফটির সূচক বেড়ে ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৬০.৩০।
-
Jul 23, 2024 09:53 ISTক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব থেকে কিছুটা স্বস্তি আশা করছি - প্রিয়াঙ্কা চতুর্বেদী
মোদী সরকারের কেন্দ্রীয় বাজেটের আগে, শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছিলেন, যে আমি আশা করি যে নির্মলা সীতারমন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব থেকে কিছুটা দেশবাসীকে মুক্তি দেবেন এবং সরকার 'জন কি বাত' নিয়ে কথা বলবে।
-
Jul 23, 2024 09:39 ISTসকাল ১১ টায় বাজেট পেশ
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করার আগে রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে দেখা করতে ইতিমধ্যেই দেখা রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন। সকাল ১১ টায় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এবারের বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক।
#WATCH | Finance Minister Nirmala Sitharaman heads to Rashtrapati Bhavan to call on President Murmu, ahead of Budget presentation at 11am in Parliament pic.twitter.com/V4premP8lL
— ANI (@ANI) July 23, 2024