Advertisment

Union Budget 2024: মুদ্রাস্ফীতি-জিডিপি নিয়ে বড় ঘোষণা, বাজেটে কৃষিখাতে থাকতে চলছে বিরাট চমক?

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সোমবার, 22 জুলাই লোকসভায় দেশের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন। কিছু সময় আগে অর্থমন্ত্রী সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন। আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন।

author-image
IE Bangla Web Desk
New Update
budget 2024, budget allocation, Rashtriya Krishi Vikas Yojana, budget outlay, nda, farmers, farmer incomes, assembly elections, rkvy, rkvy-raftaar, agriculture ministry, department of agriculture and cooperation, farmer welfare, ministry of finance, indian council of agricultural research

আগামীকাল তৃতীয়বার ক্ষমতায় আসার পর পূর্ণাঙ্গ বাজেট প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Union Budget 2024: ২০২৪-২০২৫ অর্থবর্ষে (FY25) দেশের জিডিপি বৃদ্ধির হার প্রায় ৬.৫-৭% হবে বলে আশা করা হচ্ছে। সোমবার লোকসভায় পেশ করা অর্থনৈতিক সমীক্ষায় এই অনুমানের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সোমবার, ২২ জুলাই লোকসভায় দেশের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন। কিছু সময় আগে অর্থমন্ত্রী সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন। আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। একই সঙ্গে মুদ্রাস্ফীতির হার অনুমান করা হয়েছে ৪.৫ শতাংশ। যেখানে ২০২৫-২৬ অর্থবর্ষে মূদ্রাস্ফীতির হার অনুমান করা হয়েছে ৪.১ শতাংশ।

Advertisment

অর্থনৈতিক সমীক্ষা সাধারণত প্রতি বছর ৩১ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেটের এক দিন আগে পেশ করা হয়। কিন্তু এই বছর, লোকসভা নির্বাচনের কারণে, ১লা ফেব্রুয়ারি পূর্ণ বাজেটের পরিবর্তে একটি অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল। তাই তখন অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়নি। অর্থাৎ ২০২৪ সালের দেশের অর্থনৈতিক সমীক্ষা আজ প্রথমবারের মতো উপস্থাপন করা হচ্ছে। অর্থনৈতিক সমীক্ষাকে বাজেটের ঠিক আগে দেশের অর্থনীতির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ এবং বড় রিপোর্ট হিসেবে মনে করা হয়। কিছুটা হলেও, এটি আসন্ন বাজেটের প্রবণতার ইঙ্গিতও বলে মনে করা হচ্ছে।

তৃতীয়বার ক্ষমতায় আসার পর পূর্ণাঙ্গ বাজেট প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বাজেটে চোখ সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে প্রান্তিক মানুষের। এবারের বাজেটে নারী, যুবক ও কৃষক পরিবারগুলির উপর বিশেষ নজর দেওয়া হতে পারে বলেই বিশেষজ্ঞদের প্রত্যাশা। আগামীকালের বাজেটে কৃষকদের জন্য রাখা হতে পারে বড় উপহার।

আরও পড়ুন - < Budget 2024: করদাতাদের বিরাট স্বস্তি! আয়কর স্ল্যাবে পরিবর্তনের বড় সম্ভাবনা >

সূত্রের খবর, কৃষক সম্মান নিধি প্রকল্পে বরাদ্দ বেশ কিছুটা বাড়ানো হতে পারে। পরিমাণ প্রায় ৩০ শতাংশ। অন্তর্বর্তী বাজেটে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছিল। সে ক্ষেত্রে প্রত্যেক কৃষককে ৬০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে করা হতে পারে ৮ হাজার টাকা।

এবারের বাজেটে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের বিশেষকরে মহিলাদের ও বৃদ্ধদের একাধিক ঘোষণা করা হতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইঙ্গিত দিয়েছেন যে বাজেটে মহিলা, কৃষক এবং গ্রামীণ অঞ্চলের উন্নয়নের উপর জোর দেওয়া হতে পারে। কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ প্রতিটি শ্রেণির মানুষ বাজেট থেকে স্বস্তির আশা করছেন। বিশেষজ্ঞরা মনে করেন, তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সরকার নারী, কৃষক ও তরুণদের জন্য আনতে পারে বড় চমক। যুবকদের জন্য কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ আনতে পারে।

Budget Session Union Budget 2024 Nirmala Sitharaman
Advertisment