Advertisment

সিএএ করে গান্ধীজির স্বপ্নপূরণ করা হয়েছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘‘আন্দোলনের নামে হিংসা দেশের মনোবল নষ্ট করে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
economic survey, আর্থিক সমীক্ষা, আর্থিক সমীক্ষা ২০২০, বাজেট, বাজেট ২০২০, বাজেট অধিবেশন, economic survey 2020, economic survey 2020 20, economic survey 2020 live, economic survey 2020 india, economic survey of india, economic survey 2020 20 pdf download, budget,বাজেট, নির্মলা সীতারমণ, budget 2020, budgets session, parliament, parliament live, রাষ্ট্রপতির ভাষণ, মোদী, মোদি, parliament live today, parliament budget session 2020, parliament live, lok sabha tv live, live lok sabha tv, economic survey live, economic survey pdf download, economic survey highlights, india economic survey

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি: টুইটার।

সংসদের বাজেট অধিবেশনের ভাষণে সিএএ প্রসঙ্গ টানলেন রাষ্ট্রপতি। শুক্রবার সিএএ ইস্যুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘‘আমি খুশি যে সিএএ করে মহাত্মা গান্ধীর ইচ্ছের মর্যাদা দেওয়া হয়েছে’’। রাষ্ট্রপতির সিএএ ইস্যু উত্থাপনের সময়ই হইচই শুরু হয় সংসদে। কোবিন্দ বলেন, ‘‘আন্দোলনের নামে হিংসা দেশের মনোবল নষ্ট করে’’। এর পাশাপাশি এদিন রাষ্ট্রপতি বলেন, ‘‘আমাদের সংবিধান দেশের নাগরিকদের কর্তব্য বোধ নির্দিষ্ট করেছে। আলোচনা, বিতর্কই গণতন্ত্রকে মজবুত করে বলে সরকার বিশ্বাস করে’’।

Advertisment

আরও পড়ুন: ‘ভাইসাব, চিন্তা তো শুধু অর্থনীতি নিয়ে, বাকিটা সামলে নেব’, আওয়াজ উঠছে মোদীর মন্ত্রিসভার অন্দরে

সেন্ট্রাল হলে ভাষণ দিতে গিয়ে এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘‘আমাদের সংবিধান এই সংসদ ও তার সদস্যের থেকে এটাই প্রত্যাশা করে যে, তাঁরা দেশবাসীর আশা-আকাঙ্খা পূরণ করবেন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় আইন প্রণয়ন করবেন’’। রাষ্ট্রপতি আরও বলেন, ‘‘এই দশক খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য। নয়া ভারতের উন্নয়নে জোর দেওয়া উচিত আমাদের’’। অযোধ্যা রায়ের উল্লেখ করে কোবিন্দ বলেন, ‘‘অযোধ্যা রায়ের পর দেশবাসীর ভূমিকা প্রশংসনীয়’’।

শনিবার বাজেট পেশের আগে আজ আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের বাজেট অধিবেশন চলবে ৩ এপ্রিল পর্যন্ত। এদিন বাজেট অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘গরিব, মহিলা, শিশুদের ক্ষমতায়ন করতে চাই আমরা। গরিবদের আর্থিক ক্ষমতায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। আশা করছি, এবারের অধিবেশনে কার্যকরী আলোচনা হবে’’।

Read the full story in English

national news
Advertisment