Advertisment

Gold Silver Cheaper: দাম কমল সোনা, রুপো, প্ল্যাটিনামের মত মূল্যবান ধাতুর, বিয়ের কেনাকাটা এখন টেনশন ফ্রি

বহুদিন ধরেই দামি ধাতুর ওপর শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। এখন পর্যন্ত সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর ওপর শুল্কের কার্যকর হার ছিল ১৫ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Budget,Union Budget 2024,Budget 2024,India Budget 2024,Gold,Silver, Budget 2024 News, Budget 2024 Live, Nirmala Sitharaman, PM Modi, union budget, budget 2024 income tax, Budget 2024 expectations, budget 2024 hopes, Indian economy, Budget news,,

বহুদিন ধরেই দামি ধাতুর ওপর শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। এখন পর্যন্ত সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর ওপর শুল্কের কার্যকর হার ছিল ১৫ শতাংশ।

Gold Silver Cheaper: এবারের বাজেটে বড় চমক। দাম কমতে চলেছে সোনা, রুপার। যারা মাঝে মধ্যেই সোনা কেনেন, তাদের জন্য এবার দারুণ স্বস্তি দিল কেন্দ্র। এক ধাক্কায় অনেকটা কমতে চলেছে সোনা, রুপার দাম। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, মঙ্গলবার লোকসভায় ২০২৪-২০২৫ অর্থবর্ষের জন্য সম্পূর্ণ বাজেট পেশ করার সময়, মূল্যবান ধাতুগুলির উপর শুল্ক কমানোর কথা ঘোষণা করেন। সরকারের এই ঘোষণার পর দেশে সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর দাম কমবে । ২৩ জুলাই, ২০২৪ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৭০৫০ টাকা

Advertisment

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতার সময় বলেছিলেন যে সোনা ও রূপার উপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ করার প্রস্তাব করা হচ্ছে। এছাড়া প্লাটিনামের উপর শুল্ক ৬ দশমিক ৪ শতাংশে নামিয়ে আনার কথাও জানান তিনি। সরকারের এই সিদ্ধান্তের ফলে পর সোনা, রূপা, প্লাটিনামের মতো মূল্যবান ধাতুর দামও কমবে বলে আশা সাধারণ মানুষের ।

বহুদিন ধরেই দামি ধাতুর ওপর শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। এখন পর্যন্ত সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর ওপর শুল্কের কার্যকর হার ছিল ১৫ শতাংশ। ব্যবসায়ীরা জানান, এর হার অনেক বেশি এবং এ কারণে তাদের হাজার হাজার কোটি টাকার বোঝা বহন করতে হচ্ছে। তবে এই বাজেটে শুল্ক কমানোর দাবি পূরণ করেছে মোদী সরকার। এখন সোনা ও রূপার উপর শুল্প ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হবে জানিয়েছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন - < Budget 2024: একধাক্কায় প্রায় অর্ধেক! এখন থেকে পছন্দের স্মার্টফোন আরও সস্তা, বড় উপহার নির্মলার >

সরকার এমন এক সময়ে এই স্বস্তি দিয়েছে যখন দেশে সোনা ও রূপার দাম আকাশছোঁয়া । চলতি বছরেই সোনার দাম বেড়েছে ১৫ শতাংশ। এখন শুল্ক হ্রাসের কারণে দাম কমবে হবে বলে আশা সকলের। পাশাপাশি দাম কমতে চলেছে সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারির।

এবারের বাজেটে সস্তা হয়ে যাওয়া পণ্যগুলির তালিকা দেখে নিন

মোবাইল, চার্জার, ক্যানসারের ৩ ওষুধ, এক্স রে মেশিন, সোনা, রূপা, প্ল্যাটিনাম, চর্মজাত পণ্য, ২৫টি খনিজ পদার্থ

বৈদ্যুতিন সামগ্রী, দাম কমল ক্যামেরার লেন্সের, সস্তা হচ্ছে লিথিয়াম-আয়ন ব্যাটারি , বৈদ্যুতিক গাড়ি

এবারের বাজেটে দাম বাড়ল

প্লাস্টিক, পিভিসি ফ্লেক্স, নির্দিষ্ট কিছু টেলিকম সামগ্রীর।

Gold Silver Union Budget 2024
Advertisment