Advertisment

Union Budget 2024: বেকারত্ব দূরে দুরন্ত উদ্যোগ মোদী সরকারের, কোটি কোটি যুবকের কর্মসংস্থানের নয়া দিশা

বাজেটে চাকরি নিয়ে বড় ঘোষণা, কর্মসংস্থান ও দক্ষতা বাবদ ২ লক্ষ কোটি টাকা খরচ করবে বলে জানিয়েছে সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
"budget 2024 news,union budget 2024,budget updates 2024,union budget live updates,employment linked incentives,employment union budgte"

বাজেটে চাকরি নিয়ে বড় ঘোষণা, কর্মসংস্থান ও দক্ষতা বাবদ ২ লক্ষ কোটি টাকা খরচ করবে বলে জানিয়েছে সরকার।

বেকারত্ব নিয়ে বারবার দেশের বিরোধী দলের কটাক্ষের মুখে পড়তে হয়েছে সরকারকে। এবার বাজেটে কর্মসংস্থান নিয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আভাষ ছিলই। সেই লক্ষ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, দেশের এক কোটি তরুণ-তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে বিভিন্ন শীর্ষস্থানীয় সংস্থায় তারা এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন। আগামী পাঁচ বছরে দেশের অন্তত ৫০০টি শীর্ষস্থানীয় সংস্থায় ইন্টার্নশিপের জন্য ডাক পাবেন তরুণ-তরুণীরা। হাতে পাবেন ৫হাজার টাকার স্টাইপেন্ড। পাশাপাশি এককালীন মিলবে ৬ হাজার টাকা ভাতা।

Advertisment

বাজেটে চাকরি নিয়ে বড় ঘোষণা, কর্মসংস্থান ও দক্ষতা বাবদ ২ লক্ষ কোটি টাকা খরচ করবে বলে জানিয়েছে সরকার। টানা সপ্তমবারের মতো সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী বাজেট পেশের সময় বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের মনোযোগ রয়েছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার নতুন ৫ টি স্কিম আনবে যা যুবকদের উপকৃত করবে।

আজ সংসদে পূর্ণ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি তার টানা ৭ম বাজেট। তিনি বলেন, টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে মোদী সরকার। ভারতে মুদ্রাস্ফীতির হার ক্রমাগত কমছে। নির্মলা সীতারামন বলেন, এই বাজেটে দরিদ্র, নারী, যুবক ও কৃষকদের ওপর আলোকপাত করা হয়েছে। চাকরি নিয়েও বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন - < Gold Silver Cheaper: দাম কমল সোনা, রুপো, প্ল্যাটিনামের মত মূল্যবান ধাতুর, বিয়ের কেনাকাটা এখন টেনশন ফ্রি >

অর্থমন্ত্রী কর্মসংস্থান নিয়ে একটি বড় ঘোষণা করেছেন এবং বলেছেন যে ভারতের অর্থনীতি শক্তিশালী। তিনি বলেন, কর্মসংস্থান বাড়ানোর দিকে সরকারের নজর রয়েছে। বাজেটে দরিদ্র, নারী, যুবক ও কৃষকের ওপর জোর দেওয়া হয়েছে। সরকার সবকা সাথ, সবকা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের জন্য ২ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে এইবার সরকার কর্মসংস্থান সৃষ্টিতে 5টি স্কিম আনা হবে এবং কর্মসংস্থানের জন্য সরকার ২ লক্ষ কোটি টাকা খরচ করেছে। পাশাপাশি ২০ লাখ যুবককে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে ২০ লাখ যুবকদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

Nirmala Sitharaman Union Budget 2024 employment
Advertisment