Advertisment

Parliament Budget Session: ৩৭০ ধারা বাতিল থেকে তিন তালাক, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মোদীর সরকারের প্রশংসা মুর্মুর

রাষ্ট্রপতি বলেন, বিশ্বে গুরুতর আর্থিক সংকট সত্ত্বেও ভারত দ্রুত উন্নতি করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Parliament Budget Session"," Budget Session"," Parliament Budget Session 2024"," Budget Session of Parliament"," Budget"," budget 2024"," union budget"," interim Budget"," interim Budget 2024"," Budget live updates"," parliament budget session"," parliament live"," budget live session"," FM Sitharaman"," Nirmala Sitharaman"," Budget 2024

রাষ্ট্রপতি বলেন, বিশ্বে গুরুতর আর্থিক সংকট সত্ত্বেও ভারত দ্রুত উন্নতি করছে।

আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। মোদী সরকারের দ্বিতীয় মেয়াদে এটাই শেষ বাজেট অধিবেশন। অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরে এখন উভয় কক্ষে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদে অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদন পেশ করবে সরকার।

Advertisment

বাজেট অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয় কক্ষে ভাষণ দেন এবং সংসদকে সরকারের কাজ সম্পর্কে অবহিত করেন। তার পরেই সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবে বিজেপি সরকার। ১ ফেব্রুয়ারি দেশের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাষ্ট্রপতি মুর্মু যোগ করেছেন যে সরকার, বিশ্বে দুটি যুদ্ধ এবং কোভিড -১৯ মহামারী সত্ত্বেও, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেখেছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর ভাষণে বলেন, "এশিয়ান গেমসে ভারত ১০০ টিরও বেশি পদক জিতেছে। দেশ জুড়ে 5G পরিষেবা চালু করা হয়েছে। আরটিআই ফাইল করা লোকের সংখ্যা ৩.২৫ কোটি থেকে বেড়ে ৮ কোটিরও বেশি হয়েছে। এই অর্জনগুলি দেশের ১০ বছরের কঠোর পরিশ্রমের ফল। তিনি বলেন, ৩৭০ ধারা নিয়ে শঙ্কা এখন ইতিহাস হয়ে গেছে। বর্তমানে এক লাখের বেশি স্টার্টআপ দেশে রয়েছে। এক কোটি ৪০ লাখ মানুষ এখন জিএসটি দিচ্ছেন'।

তিনি বলেন, "আজ আমরা যে অর্জনগুলি দেখতে পাচ্ছি তা হল গত ১০ বছরের অনুশীলনের সম্প্রসারণ। আমরা ছোটবেলা থেকেই 'গরীবি হটাও' স্লোগান শুনেছি। আজ, আমাদের জীবনে প্রথমবারের মতো, আমরা দারিদ্র্য দূরীকরণ দেখেছি'।

আরও পড়ুন : < Parliament Budget 2024 Session: সংসদে অসংলগ্ন আচরণের নিন্দা, সাংসদদের ‘আত্মদর্শনের’ পরামর্শ মোদীর >

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, "এই নতুন সংসদ ভবনে এটাই আমার প্রথম ভাষণ। এটাও আমাদের সংবিধান বাস্তবায়নের ৭৫তম বছর। গত বছর ছিল ভারতের জন্য ঐতিহাসিক অর্জনে ভরপুর। চাঁদের দক্ষিণ মেরুতে ভারত সফল ভাবে অবরতণ করেছে। G20-এর সাফল্য সমগ্র বিশ্বে ভারতের ভূমিকাকে শক্তিশালী করেছে। সরকার লাখ লাখ যুবককে সরকারি চাকরি দিয়েছে। নারী শক্তি আইন লোকসভা, রাজ্যসভায় মহিলাদের অংশগ্রহণ বাড়াবে। বহু বছর ধরে রাম মন্দির নির্মাণের প্রতীক্ষা ছিল। কিন্তু এখন তা সম্পূর্ণ হয়েছে। তিনি বলেন, ২৫ কোটি ভারতীয় দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছে। সরকার তিন তালাকের বিরুদ্ধে কঠোর আইন প্রনোয়ন করেছে।

'ভারত দ্রুত উন্নতি করছে'

রাষ্ট্রপতি বলেন, বিশ্বে গুরুতর আর্থিক সংকট সত্ত্বেও ভারত দ্রুত উন্নতি করছে। আমার সরকার অনেক গুরুত্বপূর্ণ বিলও এনেছে। এগুলি এমন আইন, যা একটি উন্নত ভারতের অর্জনের জন্য শক্তিশালী উদ্যোগ। ফৌজদারি বিচার ব্যবস্থা এখন ইতিহাস হয়ে গেছে।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, 'সরকার উজ্জ্বলা প্রকল্পে ২.৫ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। দরিদ্রদের সস্তায় রেশন দিতে ২০ লক্ষ কোটি টাকা খরচ করা হয়েছে। আয়ুষ্মান যোজনায় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রথমবারের মতো ১১ কোটি বাড়ি কল জল প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে। কিডনি রোগীদের ডায়ালাইসিস সুবিধা দেওয়া হয়েছে। এলইডি বাল্ব দিয়ে বিদ্যুৎ বিল বাঁচানোর চেষ্টা করা হয়েছে। পরিকল্পনাগুলো দ্রুত সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর বিশ্ব দুটি বড় যুদ্ধ দেখেছে বিশ্ব। বৈশ্বিক সংকট সত্ত্বেও দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। দরিদ্র ও মধ্যবিত্তরা সস্তায় বিমানের টিকিট পাচ্ছেন।গ্রামের উন্নয়নে ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচি শুরু হয়েছে। প্রথমবারের মতো এমন এলাকাগুলোকেও উন্নয়নের সঙ্গে যুক্ত করা হয়েছে, যেগুলো যুগ যুগ ধরে অবহেলিত ছিল। দ্রৌপদী মুর্মু এদিন বলেন, উন্নত ভারতের বিশাল ভিত্তি চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে। এগুলো হলো- যুবশক্তি, নারী শক্তি, কৃষি শক্তি এবং দরিদ্র শ্রেণির মানুষের শক্তি।

Droupadi Murmu Budget Session
Advertisment