Advertisment

Income Tax Budget 2024: বাজেটে কর ব্যবস্থায় পরিবর্তন! বছরে ১৭,৫০০ টাকা পর্যন্ত আয়কর বাঁচানোর সুযোগ

Income Tax Budget 2024: ফ্যামিলি পেনশনারদের স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ আগে ছিল ১৫ হাজার টাকা। সেটা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Income Tax, Budget 2024, আয়কর, বাজেট ২০২৪,

Income Tax-Budget 2024: মঙ্গলবার মহারাষ্ট্রের দাদারে একটি দোকানে স্থানীয় লোকজন টিভিতে অর্থমন্ত্রীর বাজেট শুনছেন। (এক্সপ্রেস ছবি- গণেশ শিরশেকর)

Budget Income Tax: বাজেটে আয়করে স্বস্তি মিলল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে বেতনভুক কর্মীদের আয়করে স্বস্তি দিলেন। নতুন কর কাঠামোয় (এনটিআর) স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন তিনি। কর ব্যবস্থার ধাপগুলোকে সামান্য পরিবর্তন করেছেন। এর ফলে, করদাতারা প্রতিবছর ১৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত আয়কর বাঁচাতে পারবেন।

Advertisment

লক্ষ্য বেতনভোগী করদাতারা

২০২৪-২৫ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে পুরোনো কর ব্যবস্থায় বদল আনা হয়েছে। নতুন কর ব্যবস্থা বা এনটিআর (NTR)-এর অধীনে বেতনভোগী করদাতাদের অতিরিক্ত সঞ্চয়ের সুযোগ দেওয়া হয়েছে। এর আগেও বেতনভোগী করদাতাদের আকৃষ্ট করতে বেশ কিছু পদক্ষেপ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিয়েছিলেন। সেই হিসেবে বলা যেতে পারে, গত কয়েক বছর ধরেই সরকার বেতনভোগী করদাতাদের কাছে সহজ এবং ছাড়ের সুবিধাযুক্ত নতুন কর ব্যবস্থাকে জনপ্রিয় করার চেষ্টা চালাচ্ছে।

সর্বোচ্চ করদাতারা
সর্বোচ্চ করদাতারা, যাঁদের করযোগ্য আয় ১৫ লক্ষ টাকা বা তার বেশি, তাঁরা নতুন কর কাঠামোর অধীনে ৩০ শতাংশ হারে কর দিতে হবে। আর, স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা বৃদ্ধির কারণে তাঁরা ৭,৫০০ টাকা সাশ্রয় করবেন। এই সুবিধার পাশাপাশি, হার যৌক্তিককরণের ফলে এই করদাতারা আরও ১০,০০০ টাকা সঞ্চয়ের সুযোগ পাবেন। তার ফলে, তাঁদের করছাড় থেকে পাওয়া মোট সঞ্চয় বেড়ে হবে ১৭,৫০০ টাকা।

Income Tax Budget 2024 Live Updates: এবারের বাজেট থেকে করদাতাদের প্রত্যাশা অনেক।
Income Tax Budget 2024 Live Updates: বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

১২ লক্ষ টাকার বেশি করযোগ্যরা
আর, ১২ লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ের সমস্ত করদাতারা হার যৌক্তিকতার কারণে ১০,০০০ টাকা সাশ্রয় করবেন। তবে, স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধির কারণে তাঁদের সঞ্চয় সর্বোচ্চ করদাতাদের তুলনায় কম হবে। এর কারণ হল, হাই স্ট্যান্ডার্ড ডিডাকশনের ফলে হওয়া সঞ্চয়গুলো বা করছাড়গুলো প্রযোজ্য আয়কর হারের ওপর ভিত্তি করে গণনা করা হয়ে থাকে। যা বিভিন্ন আয়ের গোষ্ঠীভুক্তদের জন্য আলাদা হয়। বাজেটে ঘোষণা অনুযায়ী, ১২-১৫ লক্ষ টাকা আয় হলে কর দিতে হবে ২০ শতাংশ। এই হার আগেও তাই ছিল।

* ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় হলে কর দিতে হবে না।

  • ৩-৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ।
  • ৭-১০ লক্ষ টাকা আয় হলে কর দিতে হবে ১০ শতাংশ।
  • ১০-১২ লক্ষ টাকা আয় হলে কর দিতে হবে ১৫ শতাংশ।
  • ১২-১৫ লক্ষ টাকা আয় হলে কর দিতে হবে ২০ শতাংশ।
  • ১৫ লক্ষ টাকার বেশি আয় হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর।

৩ লক্ষ টাকা পর্যন্ত আয়করমুক্ত
বাজেটে ঘোষণা করা হয়েছে, ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় হলে আর কর দিতে হবে না। আগে, বছরে ৩-৬ লক্ষ টাকা করযোগ্য আয় হলে ৫ শতাংশ হারে আয়কর দিতে হত। নতুন ঘোষণা অনুযায়ী, ৩-৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ। আবার, আগে বছরে আয় ৬-৯ লক্ষ টাকা হলে কর দিতে হত ১০ শতাংশ। সেটাই বদলে করা হয়েছে, ৭-১০ লক্ষ টাকা আয় হলে কর দিতে হবে ১০ শতাংশ। সেভাবেই, আগে ছিল ৯-১২ লক্ষ টাকা আয় হলে কর দিতে হবে ১৫ শতাংশ। সেটাই বদলে করা হয়েছে, ১০-১২ লক্ষ টাকা আয় হলে কর দিতে হবে ১৫ শতাংশ হারে।

আরও পড়ুন- আংশিক সুরাহা বেতনভুক কর্মচারীদের, আয়করে কী কী পরিবর্তন হল?

ফ্যামিলি পেনশনার
ফ্যামিলি পেনশনারদের স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ আগে ছিল ১৫ হাজার টাকা। সেটা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। NPS-এ বিনিয়োগের ঊর্ধ্বসীমা আবার ১০% থেকে বাড়িয়ে ১৪% করা হয়েছে।

Nirmala Sitharaman Union Budget 2024 Modi Government Budget Session
Advertisment