Advertisment

Budget 2024: প্রত্যক্ষ বা পরোক্ষ কর কাঠামোর ঊর্ধবসীমায় বদল? বাজেটে ঘোষণা সীতারমণের

Income Tax New Slab: কেন এই পদক্ষেপ? বাজেট বক্তৃতায় তা স্পষ্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

author-image
IE Bangla Web Desk
New Update
New Income Tax Slab 2024-25remain same says Nirmala Sitharaman in interim Budget , প্রত্যক্ষ বা পরোক্ষ কর কাঠামোর ঊর্ধবসীমা ২০২৪-২৫

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Income Tax Slab 2024-25: ২০১৯ সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে আয়কর ছাড়ের উর্ধ্বসীমা বেড়েছিল। কিন্তু, ২০২৪ সালে সেই পথে হাঁটলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় নির্মলা সীতামণ জানিয়েছেন, প্রত্যক্ষ বা পরোক্ষ কর ক্ষেত্রে কোনও নতুন পদক্ষেপ করা হচ্ছে না। গত মার্চের ঘোষণা মোতাবেকই প্রত্যক্ষ ও পরোক্ষ কর যা ছিল সেটাই অব্যাহত থাকছে। ভোটের বছর বলেই এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হল না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Advertisment

নির্মলা সীতারমণ বাজেট বক্তৃতায় বলেছেন, 'এই অন্তর্বতী বাজেটে তাই নতুন করে প্রত্যক্ষ করে কোনও ছাড় ঘোষণা করা হল না। তবে আগামী দিনে সরকার কর ব্যবস্থার আরও সংস্কার করতে ব্রতী থাকবে।' সরকার কর ব্যবস্থা, তার আদায় ও রিফান্ডের ব্যবস্থা আরও সহজ ও সুগম করবে বলেও ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সীতারমণের কথায়, 'প্রত্যক্ষ করের আদায় তিন গুণ বেড়েছে। তার কারণ আরও বেশি সংখ্যক মানুষ কর দিচ্ছেন। তাদের করের আওতায় আনা গিয়েছে। সরকার ইতিমধ্যে ব্যক্তিগত আয়করে যে ছাড়ের ব্যবস্থা করেছে তাতে ৭ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ের উপর কোনও কর দিতে হবে না। তা ছাড়া পেশাদারদের ক্ষেত্রেও সুবিধা দেওয়া হয়েছে। সেই সঙ্গে কর্পোরেট ট্যাক্স ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে।'

প্রত্যক্ষ বা পরোক্ষ করকাঠামো নিয়ে নির্মলা সীতারমণের ঘোষণা-

  • বর্তমানে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও কর দিতে হয় না। ২০১৩-১৪ অর্থবর্ষে এই অঙ্কটা ছিল ২.২ লক্ষ টাকা।
  • আয়কর রিটার্ন ফাইল করার পদ্ধতি অপেক্ষাকৃত সহজ করা হয়েছে। ২০১৩-১৪ অর্থবর্ষে রিটার্ন ফাইল প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগত ৯৩ দিন, সেটা কমিয়ে বর্তমানে ১০ দিন করা হয়েছে।
  • করদাতাদের যাতে ঠিক মতো পরিষেবা দেওয়া যায়, সে দিকেই নজর দেওয়া হয়েছে গত ৫ বছরে।
Budget Nirmala Sitharaman Union Budget 2024 Modi Government
Advertisment