/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/coins-new-1.jpg)
শীঘ্রই বাজারে আসছে নয়া সিরিজের কয়েন। প্রতীকী ছবি।
বাজারে আসছে আরও একটি নতুন কয়েন। এবার ২০ টাকার কয়েন আনছে মোদী সরকার। সাধারণ বাজেট পেশ করতে গিয়ে একথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শীঘ্রই বাজারে নতুন ২০ টাকার কয়েন আনা হবে। তবে শুধু ২০ টাকা নয়, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, এবং ১০ টাকারও নতুন সিরিজের কয়েন আনা হবে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। উল্লেখ্য, চলতি বছরের মার্চে ৭, লোককল্যাণ মার্গে একটি অনুষ্ঠানে নতুন সিরিজের কয়েনের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, গত মার্চ মাসে গেজেট বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে নতুন ২০ টাকার কয়েন আনা হচ্ছে।
আরও পড়ুন: একনজরে বাজেট হাইলাইটস, দেখে নিন গুরুত্বপূর্ণ দিকগুলি
কেমন হবে ২০ টাকার কয়েন?
* ২০ টাকার কয়েন ঠিক বৃত্তাকার হবে না। নতুন ২০ টাকার কয়েনে থাকবে ১২টি ভূজ বা বাহু।
* নতুন কয়েনটির ওজন হবে ৮.৫৪ গ্রাম। বাজারে এই মুহূর্তে যে সমস্ত কয়েন রয়েছে, তার থেকে ভারী হবে ২০ টাকার কয়েন।
* ২০ টাকার কয়েনে থাকবে অশোক স্তম্ভ, আর এর নীচে খোদাই করা থাকবে ‘সত্যমেব জয়তে’। কয়েনের বাঁ দিকের অংশে হিন্দিতে লেখা থাকবে ‘ভারত’। ডান দিকের অংশে ইংরেজিতে লেখা থাকবে ‘ইন্ডিয়া’।
* নতুন কয়েনে টাকার প্রতীকও থাকবে। ১ ও ৫ টাকার কয়েনের মতো এই কয়েনে কোনও প্রান্তভাগ থাকছে না।
* কয়েনটি ২৭ মিমি ব্যাস (ডায়ামিটার) বিশিষ্ট হতে চলেছে।
Read the full story in English