Advertisment

Parliament Budget Session 2024: তৃতীয় মেয়াদের মোদী সরকারের পূর্ণ বাজেট, মোরারজি দেশাইয়ের রেকর্ড ভাঙার পথে সীতারমন

আজ থেকে শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন। ২২ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বিশেষ বাজেট অধিবেশন৷ ২৩ জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-২০২৫ অর্থবর্ষের এর জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করবেন৷

author-image
IE Bangla Web Desk
New Update
"Budget, Parliament Budget Session, Parliament, Indian Parliament News Today Live, Parliament News Live Today, Parliament News Today India, Today Parliament News Live, Parliament Of India, Parliament Members, Parliament Session, Lok Sabha, Rajya Sabha, India Budget, Budget, Budget 2024, Government Budget, Union Budget, Budget 2024 India, Budget Session, Budget Session Of Parliament, Budget Session 2024 Live, Budget Session Live, Budget Session Of Parliament 2024"

২৩ জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-২০২৫ অর্থবর্ষের এর জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করবেন৷

Parliament Budget Session 2024: আজ থেকে শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন। ২২ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বিশেষ বাজেট অধিবেশন৷ ২৩ জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-২০২৫ অর্থবর্ষের এর জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করবেন৷ লোকসভা নির্বাচনের ফলাফলের পরে ২৪ শে জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৮ তম লোকসভার প্রথম অধিবেশনে সাংসদরা শপথ নেওয়ার পরে এটি সংসদের প্রথম পূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। নতুন মেয়াদে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ- সরকারের প্রথম বাজেট ঘিরে রয়েছে বিস্তর জল্পনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন, মোদী সরকারের তৃতীয় মেয়াদ 'সাহসী সিদ্ধান্তের নতুন অধ্যায়'য়ের সূচনা হতে চলেছে।

Advertisment

১৮ তম লোকসভা গঠনের পরে সংসদের প্রথম অধিবেশনে NEET-UG পরীক্ষা সহ একাধিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুতে বিরোধী ইন্ডিয়া জোটের সঙ্গে সরকারপক্ষের তীব্র বাকযুদ্ধ হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২৭ জুন সংসদের উভয় কক্ষের যৌথ সভায় ভাষণ দেন। পার্লামেন্টের দুই কক্ষে ধন্যবাদ প্রস্তাবের বিতর্কের জবাব দেন প্রধানমন্ত্রী মোদী।

লোকসভা নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেছে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট। আগামী ২৩ জুলাই সংসদে মোদী সরকারের হয়ে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ছ'টি অধিবেশনে পেশের সম্ভাবনা রয়েছে বলেই সরকারি সূত্রের খবর। এর মধ্যে থাকতে পারে ৯০ বছরের পুরনো এয়ারক্র্যাফ্ট আইনের পরিবর্ত বিলটিও। ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক তাঁর দলের সাংসদদের রাজ্যের জন্য বিশেষ মর্যাদার দাবিতে সরব হওয়ার নির্দেশ দিয়েছেন।

সংসদের বাজেট অধিবেশন সোমবার থেকে শুরু হয়ে আগামী মাসের ১২ তারিখ পর্যন্ত চলবে। মঙ্গলবার সাধারণ বাজেট পেশ করা হবে। নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে এটি প্রথম বাজেট। গত মাসে, সংসদের উভয় কক্ষের যৌথ সভায় ভাষণ দেওয়ার সময়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন যে এই বাজেট হবে সরকারের সুদূরপ্রসারী নীতি এবং ভবিষ্যত দৃষ্টিভঙ্গির একটি কার্যকর দলিল।

এবারের বাজেটে বাজেটে এনপিএস, আয়ুষ্মান ভারত নিয়ে বেশ কিছু ঘোষণা হতে পারে, তবে আয়করে স্বস্তির আশা কম বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। সংসদের বর্ষাকালীন অধিবেশন ২২ শে জুলাই থেকে শুরু হচ্ছে। ২৩ জুলাই সংসদে সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মোদী সরকারের তৃতীয় মেয়াদে আয়করে স্বস্তির বিরাট আশা দেখছেন না অর্থনীতিবিদরা।

আরও পড়ুন - < Encounter in Jammu: রাজৌরির সেনা ছাউনি লক্ষ্য করে ভয়াবহ জঙ্গি হামলা, বুক ঠুকে রুখে দিল বাহিনী >

অর্থনীতিবিদরা বিশ্বাস করেন যে ২৩ জুলাই পেশ করা সাধারণ বাজেটে, নতুন পেনশন ব্যবস্থা এবং আয়ুষ্মান ভারত-এর মতো সামাজিক সুরক্ষা সম্পর্কিত প্রকল্পগুলির বিষয়ে বেশ কিছু ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে আয়করের ক্ষেত্রে স্বস্তির আশা কম। অর্থনীতিকে চাঙ্গা করতে গ্রামীণ ও কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পের উন্নয়নে পদক্ষেপের উপর জোর দেওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টানা সপ্তমবারের জন্য ২০২৪-২০২৫ সালের বাজেট এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট মঙ্গলবার, ২৩ জুলাই লোকসভায় উপস্থাপন করবেন। বাজেটে 'সামাজিক নিরাপত্তা স্কিম' সম্পর্কিত প্রত্যাশা সম্পর্কে জানতে চাওয়া হলে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি (এনআইপিএফসি) এর প্রখ্যাত অর্থনীতিবিদ এবং অধ্যাপক এন আর ভানুমূর্তি পিটিআইকে বলেন, "বাজেটে এনপিএস এবং আয়ুষ্মান ভারত নিয়ে ঘোষণা প্রত্যাশিত। কেন্দ্রীয় সরকার এনপিএস (নতুন পেনশন সিস্টেম) সম্পর্কিত একটি কমিটিও গঠন করেছিল। আয়ুষ্মান ভারত নিয়ে এর আগে কিছু কথা বলেছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে, উভয় প্রকল্পে কিছু ঘোষণা আশা করা যেতে পারে।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির তার ইস্তেহার প্রকাশ করার সময়, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে ৭০ বছরের বেশি বয়সী সমস্ত নাগরিককে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সার জন্য আয়ুষ্মান যোজনার আওতায় আনা হবে। তিনি আরও বলেছিলেন, যে বিনিয়োগের মাধ্যমে জনগণের মর্যাদা এবং উন্নত জীবন এবং কর্মসংস্থান নিশ্চিত করার দিকে ফোকাস রয়েছে সরকারের।

বাজেট পেশের আগে প্রথা অনুসারে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করবেন অর্থমন্ত্রী। বেকারত্ব, জিডিপি বৃদ্ধি, বাজেটে ঘাটতি, মূল্যবৃদ্ধির মতো একাধিক বিষয়ের উল্লেখ থাকবে এই সমীক্ষার রিপোর্টে। দেশের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট আজ লোকসভায় দুপুর ১ টায় এবং রাজ্যসভায় দুপুর ২টোয় পেশ করা হবে। অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই অধিবেশন চলাকালীন, বিরোধীরাও NEET প্রশ্ন ফাঁস এবং রেল নিরাপত্তার মতো ইস্যুতে সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি নিচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, "গতকাল আমরা একটি সর্বদলীয় বৈঠক করেছি এবং তাতে আমরা বিরোধীদের সমস্ত বিষয় নোট করেছি… সরকার আলোচনার জন্য প্রস্তুত…" । রাজনাথ সিং গতকাল বলেছিলেন, "হাউসে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করুন।" এটা আমাদের দায়িত্ব… উন্নত ভারত গড়ার লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করলে ভালো হবে…"।

মঙ্গলবার টানা সপ্তমবারের মতো সাধারণ বাজেট পেশ করে ইতিহাস সৃষ্টি করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি মোরারজি দেশাইয়ের টানা ছয়টি বাজেট পেশ করার রেকর্ডকে পিছনে ফেলে রেকর্ড গড়ার পথে। দেশাই ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত অর্থমন্ত্রী ছিলেন এবং টানা ছয়টি বাজেট পেশ করেছিলেন। এর মধ্যে পাঁচটি পূর্ণ এবং একটি অন্তর্বর্তী বাজেট। আগের কিছু বাজেটের মতো ২০২৪ সালের বাজেটও হবে কাগজবিহীন। লোকসভা নির্বাচনের কারণে চলতি বছরের ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়। সংসদও এই অধিবেশনে জম্মু ও কাশ্মীরের বাজেটের অনুমোদন পাবে।

modi Parliament Monsoon Session Union Budget 2024 Nirmala Sitharaman Budget Session Parliament
Advertisment