প্যান বা আধার, যে কোনও একটাতেই আয়কর

বাজেট ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "১২০ কোটি ভারতীয়ের এখন আধার কার্ড রয়েছে, ফলে আয়করদাতাদের সুবিধার জন্য আমি প্রস্তাব করছি যে প্যান কার্ড না থাকলে আধার কার্ডের মাধ্যমে তাঁর কর জমা দিতে পারবেন।"

বাজেট ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "১২০ কোটি ভারতীয়ের এখন আধার কার্ড রয়েছে, ফলে আয়করদাতাদের সুবিধার জন্য আমি প্রস্তাব করছি যে প্যান কার্ড না থাকলে আধার কার্ডের মাধ্যমে তাঁর কর জমা দিতে পারবেন।"

author-image
IE Bangla Web Desk
New Update
PAN, AADHAAR

যাঁদের প্যান কার্ড নেই তাঁরা আয়কর দিতে পারবেন আধার কার্ডের মাধ্যমে। প্রথম বাজেট ভাষণে এ প্রস্তাব করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমণ।

Advertisment

বাজেট ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "১২০ কোটি ভারতীয়ের এখন আধার কার্ড রয়েছে, ফলে আয়করদাতাদের সুবিধার জন্য আমি প্রস্তাব করছি যে প্যান কার্ড না থাকলে আধার কার্ডের মাধ্যমে তাঁর কর জমা দিতে পারবেন। যেখানে প্রয়োজন সেখানে আধার নম্বর বা প্যান যে কোনও একটির উল্লেখ করলেই চলবে।"

আরও পড়ুন, একনজরে বাজেট হাইলাইটস, দেখে নিন গুরুত্বপূর্ণ দিকগুলি

Advertisment

একই সঙ্গে সীতারমণ প্রস্তাব দিয়েছেন ভারতীয় পাসপোর্ট সহ অনাবাসী ভারতীয়রা দেশে পৌঁছন মাত্রই তাঁদের আধার কার্ড দেওয়া হবে। বর্তমান নিয়মে, আধার কার্ডের জন্য় অনাবাসী ভারতীয়দের ১৮০ দিন অপেক্ষা করতে হয়।

২০১৯ সালের মে মাস পর্যন্ত দেশের মোট ১২৩.৮২ কোটি বাসিন্দাকে আধার কার্ড দেওয়া হয়েছে।

Union Budget 2024