Advertisment

Modi on Interim Budget 2024: তরুণ ভারতের আকাঙ্ক্ষাকে পূরণ করবে আজকের বাজেট, সীতারমণের প্রশংসা মোদীর

লোকসভার আগে এটাই দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট।

author-image
IE Bangla Web Desk
New Update
budget 2024, pm modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তীকালীন বাজেট 2024-এ তার মন্তব্য প্রদান করেছেন, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী 1, 2024, নয়াদিল্লিতে। (পিটিআই ছবি)

বৃহস্পতিবার সংসদে অন্তবর্তী বাজেট পেশ করার সময়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গরিব, যুব, মহিলা এবং কৃষকদের উন্নয়নে বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন। তাঁর দাবি, এই তিন গোষ্ঠীর উন্নতিই দেশের উন্নতি। সীতারমণের কথায়, ‘আমাদের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে দেশের সব মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া।’ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, ‘গত ১০ বছরে ২৫ কোটি মানুষ সুবিধা পেয়েছে। সরাসরি অ্যাকাউন্টে জমা পড়েছে ৩৪ লক্ষ কোটি টাকা। এর সবটাই প্রধানমন্ত্রী জনধন যোজনায়।’ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার কিছুক্ষণ পরেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্তর্বর্তী বাজেটের জন্য তার দলের প্রশংসা করেছিলেন যা তিনি বলেছিলেন যে "তরুণ ভারতের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে"।

Advertisment

বাজেট শেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'এই বাজেট তরুণ ভারতের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। মোদী এদিন বলেন, 'এই বাজেটে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গবেষণা এবং উদ্ভাবনের জন্য, এক লক্ষ কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্টার্ট-আপগুলির জন্য কর ছাড়ের ঘোষণা করা হয়েছে'। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আরও এককদম বলেও ঘোষণা করেন মোদী। এক্স-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্তর্বর্তী বাজেটকে "প্রধানমন্ত্রী মোদীর ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের স্বপ্ন অর্জনের একটি রোডম্যাপ" বলে অভিহিত করেছেন।

এদিকে কংগ্রেস বাজেট বক্তৃতাকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেছে। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, "আমি মনে করি বাজেট বক্তৃতাটি সংক্ষিপ্ত এবং হতাশাজনক। কংগ্রেস নেতা মণীশ তেওয়ারিও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "উদ্বেগজনক বিষয় হল ১৮ লক্ষ কোটি টাকার বাজেট ঘাটতি রয়েছে। এর অর্থ হল সরকার তার ব্যয়ের জন্য ঋণ নিচ্ছে। এই সংখ্যাটি পরের বছরই বাড়তে চলেছে।"

লোকসভার আগে এটাই দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট। প্রশাসনের প্রতি মানুষের আস্থার কথা তুলে ধরতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন যে, ‘আমরা এমন প্রশাসন চাই যার উপরে মানুষের বিশ্বাস থাকবে। মানুষ আগের তুলনায় বেশি রোজগার করছেন। প্রকৃত আয় ৫০ শতাংশ বেড়েছে। মানুষ আগের তুলনায় ভাল রয়েছেন। গত ১০ বছরে মানুষ নিজেদের আশা আকাঙ্খা বেশি করে মেটাতে পারছেন।’

বাজেটে দেশের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিয়েছে মোদী সরকার। সীতারমণ বলেছেন যে, ‘আমরা দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনতে চাই। পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়া হবে। আবাস যোজনায় তিন কোটি বাড়ি তৈরি হয়েছে। আর দু’কোটি বাড়ি তৈরি হবে আগামী পাঁচ বছরে। এক কোটি বাড়ির ছাদে সৌরশক্তি প্রকল্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযোধ্যার রামমন্দির উদ্বোধনের পবিত্র দিনে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : < Health Budget 2024: স্বাস্থ্যক্ষেত্রে তিন বড় ঘোষণা সীতারমণের, দেখুন একনজরে…>

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন, আবাস যোজনায় তিন কোটি বাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে। আগামী ৫ বছরে আরও ২ কোটি বাড়ির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হল সব আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের।

যোগাযোগের উন্নতিতে সীতারমণ বাজেটে ঘোষণা করেছেন- তিনটি রেলওয়ে করিডর তৈরি হবে। শক্তি, খনিজ এবং সিমেন্ট করিডর হবে। এছাড়া বন্দরের সঙ্গে যোগাযোগের করিডর এবং ট্রাফিক ডেনসিটি করিডরও তৈরি হবে। এখন আমাদের ১৪৯টি বিমানবন্দর রয়েছে। ভারতীয় সংস্থারা এক হাজারেরও বেশি বিমানের অর্ডার দিয়েছে। আগামী দিনে আরও সস্তা হবে বিমান সফর। রেলের ৪০ হাজার সাধারণ বগি বন্দেভারত এক্সপ্রেসের মতো হবে। ট্রেনের গতি বাড়বে। মেট্রো রেলকে সব রকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। গোটা দেশের মেট্রো রেলের উন্নয়ন হবে।

Union Budget 2024
Advertisment