/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_b08edd.jpg)
সাংসদদের প্রতি প্রধানমন্ত্রীর আবেদন
আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। মোদী সরকারের দ্বিতীয় মেয়াদে এটাই শেষ বাজেট অধিবেশন। অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বেলা ১১টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয় কক্ষে ভাষণ দেবেন এবং সংসদের সামনে ভারত সরকারের রূপরেখা পেশ করবেন। তার পরেই সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবে বিজেপি সরকার। ১ ফেব্রুয়ারি দেশের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
সাংসদদের প্রতি প্রধানমন্ত্রীর আবেদন
সংসদের বাজেট অধিবেশনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বিরোধী সাংসদদের, যারা গত অধিবেশনে তাদের আচরণের কারণে বহিষ্কৃত হন তাদের 'আত্মদর্শনের' অনুরোধ করেন। তিনি বলেন, 'বিরোধী দলের সাংসদদের এহেন আচরণ কেউ মনে রাখবে না'। মোদী বলেন, 'বাজেট অধিবেশন হল সেই সাংসদের জন্য অনুশোচনার সুযোগ। এটা একটা ভালো পদচিহ্ন রেখে যাওয়ার সুযোগ। আজকে এই সুযোগকে হাতছাড়া করবেন না। দেশের স্বার্থে হাউসের কাজ সুষ্ঠভাবে পরিচালনা করতে দেওয়া সকল সাংসদের দায়িত্ব এবং কর্তব্য'। পাশাপাশি মোদী বলেন, 'নির্বাচনের সময় ঘনিয়ে এলে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়না। আমরাও নতুন সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করব'। মোদী তাঁর ভাষণে বলেন, 'যারা সংসদে হাঙ্গামা করেছেন, তাঁদের কেউ মনে রাখবে না। সংসদে যারা ভালো কাজের ক্ষেত্রে অবদান রেখেছেন তাদেরই মানুষ মনে রাখবে।'
প্রধানমন্ত্রী মোদী এদিন ভাষণে বলেন, 'আমি অবশ্যই বলব যারা অভ্যাসগতভাবে সংসদে হট্টগোল সৃষ্টি করেছেন। যারা অভ্যাসগতভাবে গণতান্ত্রিক মূল্যবোধকে ছিন্নভিন্ন করেছেন। আজ যখন শেষ অধিবেশনে সকল মাননীয় সংসদ সদস্যরা মিলিত হবেন, তারা অবশ্যই 'আত্মদর্শন' করবেন'।
#WATCH | Budget Session | PM Narendra Modi says, "...At the end of the first session that was convened in this new Parliament building, the Parliament took a graceful decision - Nari Shakti Vandan Adhiniyam. After that, on 26th Jan we saw how the country experienced the… pic.twitter.com/Oa84GNftCX
— ANI (@ANI) January 31, 2024
বাজেট অধিবেশন নারী শক্তির উৎসব: প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের বাইরে বলেছেন, "এই নতুন সংসদ ভবনে অনুষ্ঠিত প্রথম অধিবেশনের শেষে, একজন সাংসদ একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তটি ছিল নারীশক্তি বন্দনা আইন। এর পরে ২৬ জানুয়ারি, আমরা দেখেছি কীভাবে কর্তব্যপথে নারী শক্তি দাপিয়ে বেড়িয়েছে। নারী শক্তির শক্তি, সাহসিকতা এবং সংকল্পের শক্তি দেশ অনুভব করেছে। আজ যখন বাজেট অধিবেশন শুরু হচ্ছে, যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্দেশনায় তা শুরু হতে চলেছে এবং আগামীকাল নর্মলা সীতারামনের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন, একভাবে এটা নারী শক্তি উপলব্ধির উৎসব।"
আজ থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে। উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি সংসদে কেন্দ্রীয় সরকারের কার্যকারিতা এবং অর্থনৈতিক নীতির রূপরেখা পেশ করবেন। ভাষণ শেষে আজ অর্থনৈতিক সমীক্ষাও উপস্থাপন করবে সরকার।