Interim Budget 2024: কেন্দ্রীয় অন্তবর্তীকালীন বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। বৃহস্পতিবার সীতারমণ ঘোষণা করেন যে, সরকার ৯ থেকে ১৪ বছর বয়সি মহিলাদের সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধের জন্য টিকা দেবে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের আয়ুষ্মান ভারত বীমা প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এর ফলে দেশের ৪০ শতাংশ মানুষ উপকৃত হবে। বড় স্বস্তি দেশের স্বাস্থ্য ব্যবস্থার চতুর্থস্তর বলে পরিচিত
দেশের স্বাস্থ্য ব্যবস্থার চতুর্থস্তর বলে পরিচিত অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা। এঁরা দেশের স্বাস্থ্য সংক্রান্ত নানা প্রকল্প বাড়ির দুয়ারে হাজির করেন। এই অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরাও এবার থেকে তারাও আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসছে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সাহায্যকারীরা শিশুর যত্ন ও পুষ্টি পরিষেবা প্রদানের দেখভাল করেন৷ কোভিডের সময় আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে ভেঙে পড়তে দেননি।
আরও পড়ুন- Budget 2024: প্রত্যক্ষ বা পরোক্ষ কর কাঠামোর ঊর্ধবসীমায় বদল? বাজেটে ঘোষণা সীতারমণের
২০১৮ সালে ২৩ সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়ুষ্মান ভারত নামটি তিনিই ঘোষণা করেছিলেন। প্রকল্পের ট্যাগলাইন, 'প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা'। গত পাঁচ বছর ধরে প্রকল্পটি এই নামেই পরিচিত ছিল। গত বছরের নভেম্বরে 'আয়ুষ্মান আরোগ্য মন্দির' নতুন নাম ঘোষণা করে কেন্দ্র। দেশে প্রায় ১০ কোটি পরিবার ওই প্রকল্পের আওতাধীন। কেন্দ্রীয় সরকারের দাবি, এই প্রকল্পের অধীনে গত পাঁচ বছরে দেশে ১.৬ লাখের বেশি স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে।
আরও পড়ুন- Budget 2024 Live Updates: বাজেটে আদৌ সুরাহা হবে মধ্যবিত্তের? নতুন কী ঘোষণা সীতারমণের?
গত দশ বছরে মেডিক্যালে আসনের সংখ্যা দ্বিগুণ হলেও অর্থমন্ত্রী বলেন, 'সরকার আরও মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা করছে। বর্তমানে এমবিবিএস আসন ছিল এক লাখের বেশি। অনেক যুবক ডাক্তার হওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষী। তাঁদের লক্ষ্য উন্নত স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে আমাদের জনগণকে সেবা করা। আমাদের সরকার বিভিন্ন বিভাগের অধীনে বিদ্যমান হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করে আরও মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা করছে। এই উদ্দেশ্যে একটি কমিটি গঠন করা হবে, সমস্যাগুলি পরীক্ষা করে প্রাসঙ্গিক সুপারিশ করার জন্য।'
সমস্ত মেডিকেল কলেজগুলিকে সম্পূর্ণরূপে বিভিন্ন পর্যায়ের সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত করা হবে। জেলা হাসপাতালগুলিকে মেডিক্যাল কলেজে উন্নীত করার জন্য সরকারের ইতিমধ্যেই একটি পরিকল্পনা রয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন যে, একটি ভ্যাকসিন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম U-Vin কোভিড টিকাদানের জন্য সারা দেশে চালু করা হবে। মিশন ইন্দ্রধনুষের ব্যবহার দেশজুড়ে চালু করা হবে। এছাড়া, মা ও শিশু স্বাস্থ্যের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের জন্য একটি ব্যাপক কর্মসূচি নেওয়া হচ্ছে।