/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/UPDOWN.jpg)
বাজেটে বেশ কিছু জিনিসের দাম যেমন বেড়েছে, তেমনই সস্তা হয়েছে বেশ কিছু সামগ্রী। ছবি: অলঙ্করণ, অরিত্র দে।
দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় বাজেটকে ‘গ্রিন বাজেট’ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বিরোধীদের কটাক্ষ, বাজেটে নতুন করে কিছু নেই। বাজেটে বেশ কিছু জিনিসের দাম যেমন বেড়েছে, তেমনই সস্তা হয়েছে বেশ কিছু সামগ্রী।
আরও পড়ুন: একনজরে বাজেট হাইলাইটস, দেখে নিন গুরুত্বপূর্ণ দিকগুলি
একনজরে জেনে নিন, এবার থেকে কোন জিনিসগুলি দামী...
* পেট্রোল-ডিজেল
* বছরে ব্যাঙ্ক থেকে নগদ ১ কোটি টাকা তুললে কাটা যাবে ২ শতাংশ টিডিএস
* আমদানিকৃত অটোর যন্ত্রাংশ
* আমদানিকৃত সোনা ও ধাতু
* আমদানিকৃত কাগজ
* আমদানিকৃত লাউডস্পিকার
* স্প্লিট এসি
* প্লাগ, সকেট, সুইচ
* সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা
* পিভিসি
* টাইলস
* কাজু
* অপটিক্যাল ফাইবার কেবল
*সিগারেট, বিড়ি, তামাকজাত দ্রব্য
আরও পড়ুন:Union Budget 2019 LIVE: গৃহঋণে সাড়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড়, ঘোষণা নির্মলা সীতারমণের
একনজরে জেনে নিন, এবার থেকে কোন জিনিসগুলি সস্তা...
* বৈদ্যুতিন গাড়ি
* গৃহঋণ
* প্রতিরক্ষার সরঞ্জাম
* বিদ্যুৎচালিত গাড়ি
* কৃত্রিম কিডনি তৈরির আমদানিকৃত কাঁচামাল
*উল ফাইবার
Read the full story in English