union budget 2024: সোনা, রুপা, মোবাইলের দাম কমল, জেনে নিন এবাবারের বাজেটে কী সস্তা আর কোনটা দামি?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে মোবাইল ফোন এবং চার্জার সস্তার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি সোনা-রূপা প্ল্যাটিনামের মত মূল্যবান ধাতুর দাম কমার কথা জানিয়েছেন।
বাজেটে মোবাইল ফোন ও চার্জার সস্তার বিরাট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
সোনা, রুপা এবং প্লাটিনাম সস্তা হবে
সোনা ও রুপো ওপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে, যার ফলে এবার থেকে কমবে সোনা রুপোর দাম। এর পাশাপাশি সস্তা হবে প্ল্যাটিনামও। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় সোনা এবং রুপোর উপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ করার প্রস্তাব করেছেন। এছাড়া প্লাটিনামের শুল্ক ৬ দশমিক ৪ শতাংশে নামিয়ে আনার কথাও জানান তিনি। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে সোনা, রূপা ও প্লাটিনামের দাম কমবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে মোবাইল ফোন এবং চার্জারগুলিতে ১৫ শতাংশ শুলক কমানো হয়েছে। এ কারণে কমতে চলেছে মোবাইল ফোন চার্জারের দাম। সস্তা লিথিয়াম ব্যাটারি। যার কারণে ইভির বিক্রিতে আরও গতি আসবে বলেই মনে করা হচ্ছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি সস্তা হওয়ার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন - < Gold Silver Cheaper: দাম কমল সোনা, রুপো, প্ল্যাটিনামের মত মূল্যবান ধাতুর, বিয়ের কেনাকাটা এখন টেনশন ফ্রি >
এবারের বাজেটে সস্তা হয়ে যাওয়া পণ্যগুলির তালিকা দেখে নিন
মোবাইল, চার্জার, ক্যানসারের ৩ ওষুধ, এক্স রে মেশিন, সোনা, রূপা, প্ল্যাটিনাম, চর্মজাত পণ্য, ২৫টি খনিজ পদার্থ
বৈদ্যুতিন সামগ্রী, দাম কমল ক্যামেরার লেন্সের, সস্তা হচ্ছে লিথিয়াম-আয়ন ব্যাটারি , বৈদ্যুতিক গাড়ি, সামুদ্রিক খাবার, জুতো,
এবারের বাজেটে দাম বাড়ল
প্লাস্টিক, পিভিসি ফ্লেক্স, নির্দিষ্ট কিছু টেলিকম সামগ্রীর।