Advertisment

Union Budget 2024: বাজেটে কলকাতা মেট্রোর জন্য বিরাট বরাদ্দ, কত টাকা বাড়াল কেন্দ্র?

Union Budget 2024: এবারের বাজেটে রেল মন্ত্রকের জন্য বিশেষ কিছু ঘোষণা না করলেও কলকাতা মেট্রোরেলের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro blue line streching last metro time

Kolakata Metro: কলকাতা মেট্রো।

Union Budget 2024: মঙ্গলবার সংসদে পেশ হয়েছে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে টানা সপ্তমবারের মতো সংসদে বাজেট পেশ করে ইতিহাস গড়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের বাজেটে রেল মন্ত্রকের জন্য বিশেষ কিছু ঘোষণা না করলেও কলকাতা মেট্রোরেলের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ ৬০০ কোটি থেকে বাড়িয়ে ৯০৬ কোটি করা হয়েছে।

Advertisment

জোকা-বিবাদী বাগ ভায়া মাঝেরহাট মেট্রো প্রকল্পের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। বিমানবন্দর-নিউ গড়িয়া ভায়া রাজারহাট প্রকল্পে মাত্র ৪১ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি হয়েছে। হাই স্পিড ট্রেনের জন্য বাজেটে বরাদ্দ বেড়ে ২১ হাজার কোটি টাকা করা হয়েছে। গত অর্থবর্ষে এই বরাদ্দ ছিল ১৮ হাজার ৫৯২ কোটি টাকা। সেটা এবার বাড়িয়ে করা হল ২১ হাজার কোটি টাকা।

বাজেটে মেট্রো রেলের দমদম এয়ারপোর্ট-নিউগড়িয়া ভায়া রাজারহাট নির্মাণ প্রকল্পে মাত্র ৪১ কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গতবার ১৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। চলতি বছরে বরাদ্দের পরিমাণ ১৭৯১.৩৯ টাকা বেড়ে হল। জোকা-বিবাদী বাগ ভায়া মাঝেরহাট মেট্রো প্রকল্পে ৪০০ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি হয়েছে। গতবার বরাদ্দ ছিল ৮০০ কোটি টাকা। এবার তা বাড়িয়ে করা হল ১২০৮.৬১ কোটি টাকা।

আরও পড়ুন Union Budget 2024: বেকারত্ব দূরে দুরন্ত উদ্যোগ মোদী সরকারের, কোটি কোটি যুবকের কর্মসংস্থানের নয়া দিশা

তবে এসবের মধ্যেও তাৎপর্যপূর্ণ বিষয় হল, এবারের বাজেটে রেলের জন্য আলাদা করে কোনও ঘোষণা হয়নি। ঘোষণা তো দূরের কথা, রেলের নামই উচ্চারণ করতে শোনা যায়নি অর্থমন্ত্রীকে। এক দশক আগেও রেলের জন্য আলাদা বাজেট বরাদ্দ ছিল। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর দুটি বড়সড় রেল দুর্ঘটনা হয়েছে। একটি উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আরেকটি চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা।

তবে রেল মন্ত্রক মঙ্গলবার আলাদাভাবে জানিয়েছে, এ বারের রেল বাজেটে পরিকাঠামো খাতে বরাদ্দ হয়েছে ২.৬২ লক্ষ কোটি টাকা। যার মধ্যে ১.০৮ লক্ষ কোটি টাকা ব্যয় হবে রেলের সুরক্ষা খাতে।

indian railway Union Budget 2024 Rail Ministry Budget
Advertisment