কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন জালিয়াতিতে নিয়ন্ত্রণ আনতে আধার আর ড্রাইভিং লাইসেন্স সংযুক্তিকরণের পথে হাঁটবে কেন্দ্র।
রবিবার সন্ধেয় এক অনুষ্ঠানে প্রসাদ বলেছেন, "আধার-ড্রাইভিং লাইসেন্স সংযুক্তিকরণ করা থাকলে ড্রাইভিং লাইসেন্স নকল করা সম্ভব হবে না। দুর্নীতি দমনে আধার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধারের মাধ্যমে ডিজিটাল পরিচয়পত্র থাকার দরুন ১ লক্ষ ৪৭ হাজার ৬৭৭ কোটি টাকা বাঁচানো গিয়েছে"।
আরও পড়ুন, এবার একটা কার্ডেই ভোটার আইডি-পাসপোর্ট-আধার সবকিছু, প্রস্তাব শাহের
সুপ্রিম কোর্টের ২৬ সেপ্টেম্বর, ২০১৮-এর নির্দেশ মেনে কেন্দ্র কিন্তু ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের জন্য আধার কার্ড খতিয়ে দেখা বন্ধ করেছে। চলতি বছরের জুলাই মাসে রাজ্যসভাকে চিঠি লিখে সে কথা জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতীন গড়করি। আরটিও কেন্দ্রে বায়োমেট্রিক প্রদানের পদ্ধতিও বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
২০১৮ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, আধার না থাকার কারণে দেশের কোনও নাগরিকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
Read the full story in English