ফেসবুকের পর রিলায়েন্স জিওতে বিনিয়োগ করতে চলেছে মার্কিন সংস্থা সিলভার লেক। সোমবার একটি বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে রিলায়্যান্স ইনডাস্ট্রিজ। জানানো হয়েছে জিও-তে ৫ হাজার ৬৫৬ কোটি টাকা বা ৭৪৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সংস্থাটি।
এপ্রিল মাসে ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকায় রিলায়েন্স জিও-র ৯.৯ শতাংশ শেয়ার কিনে নেয় ফেসবুক। মার্ক জুকারবার্গ জানান, বিশ্বজুড়ে ফেসবুকের গ্রাহক সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যে জিও’র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। এবার একই পথে হাঁটল মার্কিন বেসরকারি ইকুইটি সংস্থা সিলভার লেক। জিও-র কর্ণধার মুকেশ অম্বানি বলেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আমি সিলভার লেক-কে স্বাগত জানাচ্ছি। এই পদক্ষেপের ফলে ভারতের ডিজিটাল ইকোসিস্টেম ও ডিজিটাল প্লাটফর্মের ভারতীয় গ্রাহকরা লাভবান হবেন।”
রিল্যায়েন্সের সঙ্গে এই চুক্তি সম্পর্কে সিলভার লেকের কো-সিইও এবং ম্যানেজিং পার্টনার এগন ডারবান জানিয়েছেন, ‘মুকেশ আম্বানি এবং রিল্যায়েন্স টিমের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমরা গর্বিত।’
Read the full story in English