Advertisment

Elon Musk: ভারত সফর স্থগিত করে হঠাৎ বেজিং সফরে ইলন মাস্ক, বিশ্বকে চমকে দিলেন টেসলার সিইও

চলতি মাসের ২১-২২ তারিখ ভারতে আসার কথা ছিল টেসলার সিইও ইলন মাস্কের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করার কথা ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
auto,elon musk,PM Modi,PM Modi,Tesla,Elon Musk In China

ভারত সফর স্থগিত করে হঠাৎ বেজিং সফরে ইলন মাস্ক, বিশ্বকে চমকে দিলেন টেসলার সিইও

ভারত সফর স্থগিত করে হঠাৎ বেজিং সফরে ইলন মাস্ক, বিশ্বকে চমকে দিলেন টেসলার সিইও।

Advertisment

টেসলার সিইও এলন মাস্ক চলতি মাসে ভারতে আসার কথা থাকলেও তিনি শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করেন। এখন তিনি বেইজিং পৌঁছেছেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে মাস্কের এই সফর সম্পর্কে কারুর কাছে কোন তথ্য ছিল না।

চলতি মাসের ২১-২২ তারিখ ভারতে আসার কথা ছিল টেসলার সিইও ইলন মাস্কের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করার কথা ছিল। টেসলা প্ল্যান্ট নিয়ে বিনিয়োগের জল্পনা ঘিরে বাণিজ্যমহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাস্কের এই সফর ঘিরে নানা ধরনের প্রস্তুতিও নেওয়া হয়। তবে শেষ মুহূর্তে তার যাত্রা স্থগিত করেন।

টেসলার সিইও বর্তমানে চিন সফরে এসেছেন বলেই খবর। বৈদ্যুতিক যানবাহন খাতে জায়ান্ট কোম্পানির জন্য চিন দ্বিতীয় বৃহত্তম বাজার। ভারতের পরিবর্তে মাস্কের চিন সফর নিয়ে চলছে নানা জল্পনা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের এই সফরের কথা কারোরই জানা ছিল না। সবাইকে অবাক করে বেইজিং পৌঁছেছেন তিনি। এখানে তিনি চিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। চিনে সম্পূর্ণ স্ব-ড্রাইভিং সফ্টওয়্যার চালু করার বিষয়ে কথা বলতে তিনি বেইজিং পৌঁছেছেন বলে ধারণা করা হচ্ছে। টেসলার স্বায়ত্তশাসিত ড্রাইভিং প্রযুক্তি যাতে উন্নত করা যায় সেজন্য তিনি এই সফ্টওয়্যার থেকে প্রাপ্ত ডেটা বিদেশে ব্যবহার করার জন্য চিন সরকারের কাছে অনুমতিও চাইবেন বলেও খবর।

গত কয়েক মাস ধরে, ইলন মাস্ক ভারতে একটি টেসলা প্ল্যান্ট স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। ভারত সরকার সম্প্রতি তার নতুন ইভি নীতিতে বিদেশী কোম্পানিগুলোকে অনেক ছাড় দিয়েছে। এর পরে, মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল যে টেসলার একটি দল খুব শীঘ্রই ভারত সফরে আসতে চলেছে। এই দলটি টেসলা প্ল্যান্ট স্থাপনের সঠিক জায়গা খুঁজতে ভারতে আসতে চলেছে। অনেক রাজ্য সরকারও টেসলা প্ল্যান্ট স্থাপনে উৎসাহ দেখিয়েছে। এমনকি প্ল্যান্ট নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং টেসলার মধ্যে আলোচনাও হয়েছে বলেও একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে।

Elon Musk
Advertisment