Advertisment

ঘুরে দাঁড়াচ্ছে এয়ার ইন্ডিয়া, বিপুল সংখ্যক বিমান কেনা নিয়ে জল্পনা

এখনই অবশ্য মুখ খুলতে নারাজ এয়ারবাস ও বোয়িং।

author-image
IE Bangla Web Desk
New Update
Snake found in cargo hold of plane, snake found on plane, air india express snake, snake on air india express, flights latest, air india international flights, Dubai- Karipur Air India service, snake spotted on flight, latest news

টাটা গ্রুপের অধীনে ক্রমশই ঘুরে দাঁড়াচ্ছে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। বেশ কিছুদিন হল টাটা গ্রুপ এই সংস্থার দায়িত্ব নিয়েছে। আর, তারপরই এল সুখবর। সংস্থাটিকে আরও ভালো করে চালানোর জন্য ৫০০টি বিমানের অর্ডার দিতে চলেছে এয়ার ইন্ডিয়া। যে বিপুলসংখ্যক বিমানের অর্ডার দেওয়া হচ্ছে, তার মধ্যে ৪০০টি ছোট আকারের জেট বিমান।

Advertisment

আর শতাধিক বড় আকারের বিমান কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। যার মধ্যে রয়েছে এ৩৫০এস এয়ারবাস, বোয়িং ৭৮৭এস এবং ৭৭৭এস বিমান। শীঘ্র এই বিপুল সংখ্যক বিমান কেনার ব্যাপারে এয়ার ইন্ডিয়া চুক্তিবদ্ধ হতে চলেছে বলেই শিল্পমহল সূত্রে জানা গিয়েছে। যদিও এয়ারবাস ও বোয়িং আসন্ন চুক্তির ব্যাপারে এখনও মুখ খোলেনি। টাটা গ্রুপও কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তবে, শিল্পমহল সূত্রে খবর, কয়েক বিলিয়ন ডলার মূল্যের অর্ডার দেবে টাটা গোষ্ঠী। আর, এই অর্ডার দেওয়া হবে এয়ারবাস এবং বোয়িং-এর মত বিশ্বের সেরা বিমান প্রস্তুতকারী সংস্থাগুলোকে। কারণ, টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবন ঘটানোর ব্যাপারে বদ্ধপরিকর।

স্বাধীনতার পর টাটাদের থেকেই এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার। তারপর থেকে দীর্ঘদিন ধরে সরকারি সংস্থা হিসেবেই কেটে গিয়েছে এয়ার ইন্ডিয়ার জীবন। কিন্তু, বেশ কিছুদিন ধরে এয়ার ইন্ডিয়া আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে চলে যায়। এই অবস্থায় টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়াকে কিনে নিতে চায়। সেই মত তাদের হাতেই তুলে দেওয়া হয় অলাভজনক বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে।

আরও পড়ুন- কাতার বিশ্বকাপে কে পাচ্ছেন গোল্ডেন বুট, জেনে নিন

এবার সেই সংস্থাকেই টাটা গ্রুপ নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা চালাচ্ছে। আর, সেই সাজিয়ে তোলার লক্ষ্যে আরও বিমান কেনার পরিকল্পনা করেছে এই সংস্থা। আর, সেই কেনা বিমানের সংখ্যাটা ঐতিহাসিক হতে চলেছে বলেই শিল্পমহল সূত্রে খবর। তবে, বিষয়টি নিয়ে রীতিমতো দৃঢ়তার সঙ্গ এগোতে বদ্ধপরিকর টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক দুনিয়ায় অন্যান্য সংস্থার সঙ্গে তাদের প্রতিযোগিতাও রয়েছে। সেই কারণে এখনই মুখ খুলতে নারাজ এয়ার ইন্ডিয়ার মালিক সংস্থা।

Read full story in English

Air India tata Airbus
Advertisment