Advertisment

ভারতীয় বিমান চলাচলে এবার নতুন ঢেউ, অনেকগুলো বিমান কিনছে এই ভারতীয় সংস্থা

গত ১৭ বছরে সংস্থাটি নতুন কোনও বিমান কেনেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Air_India

টাটা গ্রুপের সংস্থা এয়ার ইন্ডিয়া ২৫০ বিমান কিনবে। তার মধ্যে ৪০টি বড় আকারের বিমান। এই বিমানগুলো কেনা হবে আন্তর্জাতিক বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাসের থেকে। এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করার পর থেকেই টাটা গ্রুপ তার সম্প্রসারণে জোর দিয়েছে। বিমানের সংখ্যা বাড়ানো হচ্ছে। জোর দেওয়া হচ্ছে তার চলাচলেরও ওপরও।

Advertisment

টাটা কোম্পানির এই পরিকল্পনার সূত্র ধরে এয়ার ইন্ডিয়া নতুন সূর্য দেখছে। গত ১৭ বছরে নতুন করে কোনও বিমান কেনার পরিকল্পনা এয়ার ইন্ডিয়া করেনি। এবার তারা সেটাই করছে। টাটা গ্রুপের অধীনে আসার পর এটাই এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান কেনার অর্ডার দেওয়া। মঙ্গলবার এই সুখবরের কথা জানিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। তিনি জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার সঙ্গে ইতিমধ্যেই এয়ারবাসের চুক্তি হয়েছে।

সেই চুক্তি অনুযায়ী, এয়ার ইন্ডিয়া এয়ারবাসের থেকে ২৫০ বিমান কিনতে চলেছে। তার মধ্যে ৪০টি বড় চেহারার এ৩৫০ বিমান। আর, ২৫০ ছোট আকারের বিমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ-সহ অন্যান্যদের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক চলাকালীন চন্দ্রশেখরন জানিয়েছেন যে বড় আকারের বিমানগুলো দীর্ঘ দূরত্বে যাতায়াতের জন্য ব্যবহার করা হবে।

সাধারণত, যে বিমানগুলোর গন্তব্যে পৌঁছতে ১৬ ঘণ্টার বেশি সময় লাগে, সেগুলোকে দীর্ঘ দূরত্বে যাতায়াতকারী বিমান বলা হয়। দীর্ঘদিন ধরেই এয়ার ইন্ডিয়া সংস্থা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তারপরই ২০২২ সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়াকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাটা গোষ্ঠী অধিগ্রহণ করে।

আরও পড়ুন- ‘গোয়েন্দা ব্যর্থতা’তেই পুলওয়ামায় জওয়ানদের প্রাণ গিয়েছিল, ফের অভিযোগ দিগ্বিজয়ের

এই সংস্থাকে পুনরুজ্জীবিত করতে টাটা গোষ্ঠী একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে। ১৭ বছর আগে এয়ার ইন্ডিয়া যে বিমান কেনার অর্ডার দিয়েছিল, তার সংখ্যা ছিল ১১১। তার মধ্যে ৬৮টি বিমান বোয়িং সংস্থা থেকে কিনেছিল। আর, ৪৩টি কিনেছিল এয়ারবাসের থেকে। ২০০৫ সালের সেই বিমান কেনাকাটায় এয়ার ইন্ডিয়ার খরচ হয়েছিল ১,০৮০ কোটি মার্কিন ডলার।

গত ২৭ জানুয়ারি টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়া কেনার একবছর পূর্তি হয়েছে। তখনই টাটা গ্রুপ জানিয়েছিল, তারা বিপুল সংখ্যক বিমান কিনতে চলেছে। সেই বিমান কেনার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিমান সংস্থাটি আগামী পাঁচ বছরের জন্য Vihaan.AI-এর অধীনে একটি রোডম্যাপ তৈরি করেছে। বিমানের অভ্যন্তরীণ অংশ সংস্কারের জন্য ৪,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি-সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

Read full story in English

Air India tata modi
Advertisment