/indian-express-bangla/media/media_files/2024/11/18/kEGh5RlX5JjaQz7IU0xT.jpg)
Amazon's Jeff Bezos and Lauren Sanchez to get married: জেফ বেজোস এবং লরেন সানচেজের বিয়ের খবর
Amazon's Jeff Bezos and Lauren Sanchez to get married: ফের বিয়ের পিঁড়িতে বসছেন ই-কমার্স জায়েন্ট Amazon-এর কর্ণধার তথা এক্সেকিউটিভ চেয়ারম্যান জেফ বেজোস। দীর্ঘ ৮ বছরের প্রেমের পর বান্ধবী লরেন স্যাঞ্চেজের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন নাকি ধনকুবের। এমনটাই গুঞ্জন সংবাদমাধ্যমে।
জেফ বেজোসের বয়স এখন ৬০। আর তাঁর বান্ধবীর ৫৫। কিন্তু প্রেম কি আর বয়স মানে? গত বছর বেজোস এবং লরেন দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাতে গিয়ে বিয়ের বিষয়টি পাকাপাকি করে ফেলেন। সেখানে নিজের প্রমোদতরীতে লরেনকে প্রায় ২২ কোটি টাকা দামের গোলাপি হীরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন অ্যামাজন কর্তা। বিরল সেই গোলাপি হীরেটি ছিল ২০ ক্যারেটের।
জেফ বেজোস এবং লরেন স্যাঞ্চেজ অ্যাস্পেন ক্রিসমাস অনুষ্ঠানে বিয়ে করবেন
সূত্রের খবর, আসছে ক্রিসমাসে ঘনিষ্ঠদের সাক্ষী রেখে এক জমকালো বিয়ের অনুষ্ঠানে চার হাত এক হবে দুজনের। আপাতত বিয়ের প্রস্তুতি নিয়ে তাঁরা ব্যস্ত। দ্য সান-এর একটি প্রতিবেদনে বেজোস-লরেনের বিয়ে নিয়ে চর্চাও হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কলোরাডোর অ্যাস্পেনে তারকা দম্পতির বিয়ের আসর বসবে। এই শহরেই মাঝেমাঝে বেজোস-লরেনকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। প্রিয় শহরেই নিজেদের নতুন জীবন শুরু করতে চলেছেন বেজোস-লরেন।
আরও পড়ুন স্মার্টফোন, ল্যাপটপে পান দুর্দান্ত ডিসকাউন্ট, Amazon Sale-র সেরা ডিল অবাক করবেই
বেজোস-লরেনের বাগদান অনুষ্ঠানও জমকালো হয়েছিল। প্রায় ৪ হাজার কোটি টাকার প্রমোদতরী কোরুতে আংটিবদল করেন দুজনে। বিশ্বের অন্যতম এই ধনকুবেরের সেই বিলাসবহুল প্রমোদতরীতে কী নেই! সুইমিং পুল থেকে হেলিপ্যাড, গার্ডেন, গলফ কোর্স সবই আছে। বাগদান অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস, লিওনার্দো ডি ক্যাপ্রিও, জর্ডনের রানি রানিয়ার মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বরা।
বেজোসের বান্ধবী লরেন ১৯৬৯ সালে নিউ মেক্সিকোতে জন্মেছিলেন। ৫৫ বছর বয়সী লরেন একসময় লস অ্যাঞ্জেলেসে একটি টিভি চ্যানেলে ডেস্ক অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন। তার পর টিভি অ্যাঙ্কর, সাংবাদিক হিসাবে কাজ করেছেন। অভিনয়ও করেছেন টিভি শো-তে। ২০১৬ সাল থেকে জেফের সঙ্গে পরিচয় লরেনের। ধীরের ধীরে একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তাঁরা। তবে অ্যামাজন কর্ণধারই তাঁর জীবনে প্রথম পুরুষ নন। তার আগে একাধিক সম্পর্কে ছিলেন তিনি।
আরও পড়ুন মাত্র ৩০ মিনিটে দিল্লি থেকে আমেরিকা..! স্বপ্ন নয়, বাস্তবে পরিণত করার ভাবনা মাস্কের
এর আগে দুটি বিয়ে ভেঙেছে লরেনের। তিনি তিন সন্তানের মা। প্রথম সন্তান নিক্কো প্রথম স্বামীর তরফে। বাকি দুই সন্তান দ্বিতীয় স্বামীর। তিন সন্তানের বয়স যথাক্রমে ২১, ১৮ এবং ১৬। অন্যদিকে, জেফ বেজোসও আগে বিয়ে করেছেন। ২৫ বছর ধরে তাঁর সঙ্গী ছিলেন ম্যাকেঞ্জি স্কট। জেফ এবং ম্যাকেঞ্জির বিচ্ছেদ ছিল দুনিয়ার সবচেয়ে দামি ডিভোর্স। বিচ্ছেদের দরুন ম্যাকেঞ্জি প্রায় ৩১৪ কোটি ৩২ লক্ষ টাকা খোরপোশ পেয়েছিলেন। তার সঙ্গে অ্যামাজনের যৌথ মালিকানার ২০০ লক্ষ শেয়ার।
গত বছর মার্চে পাকাপাকি ভাবে ডিভোর্স হয় দুজনের। বেজোসেরও তিন সন্তান রয়েছে। লরেনকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন বেজোস। সেই বাড়ির ভাড়া প্রায় ৫ কোটি টাকা। এই বিয়েও না টিকলে বিশাল অঙ্কের খোরপোশ পাবেন লরেন।