/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/mahindra.jpg)
আনন্দ মহিন্দ্রা
আগামী বছর পয়লা এপ্রিলে মহিন্দ্রা গোষ্ঠীর একজিকিউটিভ চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আনন্দ মহিন্দ্রা।
মহিন্দ্রা গোষ্ঠীর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে "১ এপ্রিল, ২০২০ থেকে মহিন্দ্রা লিমিটেড এবং বোর্ড অব মহিন্দ্রার নন একজিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আনন্দ মহিন্দ্রা"।
Delighted to announce our leadership transition plan which reflects the Group’s commitment to good governance. I am grateful to the board & nominations committee for conducting a diligent & rigorous year-long process that will ensure a seamless transition https://t.co/iw34PPxmCg
— anand mahindra (@anandmahindra)
Delighted to announce our leadership transition plan which reflects the Group’s commitment to good governance. I am grateful to the board & nominations committee for conducting a diligent & rigorous year-long process that will ensure a seamless transition https://t.co/iw34PPxmCg
— anand mahindra (@anandmahindra) December 20, 2019
20, 2019
ঠিক কী কারণে অনন্দ মহিন্দ্রা পদ থেকে সরছেন, তা জানা না গেলেও তিনি নিজে সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইট করেছেন।
আরও পড়ুন, টাটা সন্স-এর একজিকিউটিভ চেয়ারম্যান পদে ফিরছেন সাইরাস
মহিন্দ্রা গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টরকে গোষ্ঠীর ব্যবসা সম্পর্কে পরামর্শ দেওয়ার কাজেও সাহায্য করবেন তিনি।
সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে ২০২১ সালের ১ এপ্রিল অবসরের আগে পর্যন্ত গোষ্ঠীর এমডি এবং সিইও পদে ফেরানো হবে পবন গোয়েঙ্কা। তাঁর অবসরের পর দায়িত্ব নেবেন অনীশ শাহ।