Advertisment

৩০ হাজার কোটির লোকসান, পদত্যাগ করলেন অনিল আম্বানি

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি) অনিল অম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনস কে দেউলিয়া ঘোষণা করে৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রিলায়েন্স কমিউনিকেশনস-এর ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিলেন অনিল ধিরুভাই আম্বানি। সংস্থার তরফে জানানো হয়েছে অনিল আম্বানির পাশাপাশি ছায়া ভিরানি, রায়না কারানি, মঞ্জরি ক্যাকার, সুরেশ রাঙ্গাচার সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন।

Advertisment

সম্প্রতি বিপুল ব্যবসায়িক ক্ষতির কারনে রিলায়েন্স কমিউনিকেশন সংস্থাটি দেউলিয়া হয়েছে। ২০১৯ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ  জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ৩০ হাজার ১৪২ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে সংস্থাটি। প্রসঙ্গত, গত অর্থ বর্ষে ১১৪১ কোটি টাকার লাভ করেছিল এই সংস্থা।

আরও পড়ুন,  ভারতে ক্ষতবিক্ষত ভোডাফোন আইডিয়া, হাত গোটাচ্ছে মূল ব্রিটিশ সংস্থা?

সংস্থার তরফে জানানো হয়েছে এর আগেই সংস্থার ডিরেক্টর এবং সিএফও পদ থেকে ইস্তফা দিয়েছেন মনিকান্থন ভি।

মে মাসে সরকারি ভাবে আর কমকে দেউলিয়া ঘোষণা করা হয়। দেউলিয়া প্রক্রিয়ার ক্ষেত্রে মামলা চলাকালীন ৩৫৭টি দিন বাদ দেওয়ার জন্য সংস্থার তরফে আবেদন করা হয়। সেই আবেদন খারিজ করে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি) অনিল অম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনস কে দেউলিয়া ঘোষণা করে৷

Read the full story in English

Advertisment