দেশজুড়ে চতুর্থ দফার লকডাউন চলছে। বেশ কিছু ক্ষেত্রে শিথিল হয়েছে কড়াকড়ি। অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিলের মতো ই কমার্স সংস্থা অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও অন্যান্য পণ্যের অর্ডার নেওয়া শুরু করেছে ইতিমধ্যে। রেড জোন থেকেও আসছে প্রচুর অর্ডার। প্রেশার কুকার, বেডশিট, তোয়ালে, ঝাঁটার বরাত আসছে ঘনঘন।
আরও পড়ুন, লকডাউন! তাতে কী? কেনাকাটার উইশ লিস্ট ভরে উঠছে লুডো থেকে হেয়ার ট্রিমারে
ফ্লিপকার্টের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, "স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেই আমরা এলাকাভিত্তিক ডেলিভারি চালু করার সিদ্ধান্ত নিয়েছি"। ই কমার্শ সংস্থা স্ন্যাপডিল জানিয়েছে, বিগত ১৫ দিনের তুলনায় সোমবার বিকেল থেকে অনলাইন ব্যবসা প্রায় আড়াই গুণ বেড়েছে। বিগত ৪ থেকে ৬ সপ্তাহ অনেক ক্রেতাই কার্টে তাঁদের সম্ভাব্য কেনাকাটার তালিকা তৈরি করে গিয়েছেন"। জানা গিয়েছে দিল্লি, মুম্বই, পুনে, কলকাতা, লখনউ, বেঙ্গালুরু, পাটনা, আমেদাবাদ, সুরাট, জয়পুর, হায়দেরাবাদ থেকেই অধিকাংশ অর্ডার এসেছে।
আ্যামাজনও বই, মোবাইল ফোনের মতো অনত্যাবশ্যকীয় পণ্যের অর্দার নেওয়া শুরু করেছে।