Advertisment

Stock Market Holiday: শুক্রবার বন্ধ থাকবে স্টক মার্কেট? কেন ট্রেড করা যাবে না, কারণ জানুন

Stock Market Holiday: শুধু ব্যাঙ্কই নয়, শেয়ার বাজারও বন্ধ থাকবে এই উপলক্ষ্যে। তাই শুক্রবার কোনও ট্রেডিং করা যাবে না। বন্ধ থাকবে স্টক মার্কেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Stock Market Holiday on November 15: শুক্রবার, ১৫ নভেম্বর কেন বন্ধ থাকবে শেয়ার বাজার?

Stock Market Holiday on November 15: শুক্রবার, ১৫ নভেম্বর কেন বন্ধ থাকবে শেয়ার বাজার?

Stock Market Holiday, November 15: শুক্রবার অর্থাৎ ১৫ নভেম্বর গুরু নানক জয়ন্তী। আর সেই উপলক্ষ্যে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। শুধু ব্যাঙ্কই নয়, শেয়ার বাজারও বন্ধ থাকবে এই উপলক্ষ্যে। তাই শুক্রবার কোনও ট্রেডিং করা যাবে না। বন্ধ থাকবে স্টক মার্কেট। কারণ এদিন গুরু নানক জয়ন্তী (Guru Nanak Jayanti) পালিত হবে সারা দেশে। সেই উপলক্ষ্যে শুক্রবার ১৫ নভেম্বর ব্যাঙ্ক এবং স্টক মার্কেটে ছুটি থাকবে।

Advertisment

Stock Market-এ তিনদিনের টানা ছুটি

১৫ নভেম্বর অর্থাৎ আগামীকাল, শুক্রবার বন্ধ থাকবে স্টক মার্কেট। কোনও ট্রেড নেওয়া যাবে না। Bombay Stock Exchange, National Stock Exchange, Commodity Market, Currency Exchange-ও বন্ধ থাকবে শুক্রবার। তার পরদিন শনিবার এবং পরের দিন রবিবার। ফলে এক ধরনের লম্বা ছুটি স্টক মার্কেটে। 

১৫ থেকে ১৭ নভেম্বর টানা ৩ দিন ছুটি পাবেন বাজারের সমস্ত ট্রেডার, বিনিয়োগকারী এবং ব্রোকাররা।

আবার কবে স্টক মার্কেট বন্ধ?

এর পরের সপ্তাহেও ব্যাঙ্ক এবং স্টক মার্কেটে ছুটি থাকবে। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের কারণে ওই রাজ্যে ব্যাঙ্ক এবং শেয়ার বাজার ট্রেড বন্ধ থাকবে। নির্বাচন উপলক্ষ্যে সারা রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন শেয়ার বাজারে বিরাট ধস, একদিন ৬ লক্ষ কোটি হারালেন বিনিয়োগকারীরা

এদিকে, বুধবার বিরাট ধস নামে শেয়ার বাজাের। বিগত কয়েকদিন ধরেই সেনসেক্স নিম্নমুখী। তবে সপ্তাহের শুরুতে গত সোমবার বাজার খানিকটা চাঙ্গা হয়েছিল। কিন্তু তার পর থেকেই পড়তে থাকে বাজার। বুধবার সপ্তাহের তৃতীয় দিনে ধারা অব্যাহত ছিল। বিরাট ধস নামে স্টক এক্সচেঞ্জে। 

BSE Share Market today Stock market Nifty Share Market NSE Guru Nanak Sensex
Advertisment