Advertisment

Bank holiday in February 2025: ফেব্রুয়ারির ২৮ দিনের ১৪ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক, জরুরি কাজের আগে দেখে নিন ছুটির সম্পুর্ণ তালিকা

Bank holiday in February 2025: ফেব্রুয়ারি মাসে ব্যাংকের সম্পুর্ণ ছুটির সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে আরবিআই। চলতি মাসে মোট ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। দেশের কোন কোন রাজ্যে কবে কবে ব্যাংক কখন বন্ধ থাকবে তা জেনে নেওয়া যাক?

author-image
IE Bangla Web Desk
New Update
bank holiday

ফেব্রুয়ারির ২৮ দিনের ১৪ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক, জরুরি কাজের আগে দেখে নিন ছুটির সম্পুর্ণ তালিকা Photograph: (ফাইল ছবি)

Bank holiday in February 2025: ফেব্রুয়ারি মাসে ব্যাংকের সম্পুর্ণ  ছুটির সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে আরবিআই। চলতি মাসে মোট ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। দেশের কোন কোন রাজ্যে কবে কবে ব্যাংক কখন বন্ধ থাকবে তা জেনে নেওয়া যাক?

Advertisment

১ ফেব্রুয়ারি দেশের সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গোটা দেশের নজর বাজেটের দিকে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে আরবিআই।   চলতি ফেব্রুয়ারিতে আপনার যদি ব্যাঙ্কের কোন জরুরি কাজ থাকে তাহলে আগেভাগেই জেনে নিন কবে কবে ব্যাংক বন্ধ থাকবে। ফেব্রুয়ারি মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক।  তবে একটানা ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না। রাজ্য অনুসারে ছুটির তালিকাও ভিন্ন।  

ব্যাংক বন্ধ থাকাকালীন এই কাজগুলি করা যেতে পারে

আপনার রাজ্যে ব্যাংক বন্ধ থাকে তাহলে আপনি অনলাইনে কিছু কাজ অনায়াসেই করতে পারেন। যদি আপনার ব্যাংকে কিছু কাজ করার প্রয়োজন পড়ে যেমন চেক বা ড্রাফট জমা দেওয়া, পাসবুকে কিছু সংশোধন করা, ব্যাংক লকার সম্পর্কিত কোনও কাজ করা তাহলে আপনাকে ব্যাংক খোলার জন্য অপেক্ষা করতে হবে। তবে, আপনি অনলাইন ব্যাংকিং সুবিধার মাধ্যমে লেনদেন করতে পারেন। এর জন্য, আপনাকে ব্যাংক খোলার জন্য অপেক্ষা করতে হবে না

Advertisment

দেখে নেওয়া যাক ফেব্রুইয়ারি মাসের সম্পুর্ণ ছুটির তালিকা 

  • ২ ফেব্রুয়ারি রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৩ ফেব্রুয়ারি (সোমবার): ত্রিপুরায় বসন্ত পঞ্চমীতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৮ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় শনিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৯ ফেব্রুয়ারি রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
  • ১১ফেব্রুয়ারি তামিলনাড়ুতে (চেন্নাই) থাইপুসাম উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১২ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মদিন উপলক্ষে হিমাচলের  ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৫ ফেব্রুয়ারি লুই-এনগাই-নি উপলক্ষে মণিপুরে (ইম্ফল) ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • ১৬ ফেব্রুয়ারি রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
  • ১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকী উপলক্ষে মহারাষ্ট্রে  ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২০ ফেব্রুয়ারি মিজোরাম, অরুণাচল প্রদেশে (আইজল, ইটানগর) রাজ্য দিবস উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • ২২ ফেব্রুয়ারি মাসের চতুর্থ শনিবারের কারণে, সারাদেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • ২৩  ফেব্রুয়ারি 2025 রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
  • ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে কয়েকটি রাজ্য ছাড়া সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • ২৮ ফেব্রুয়ারি লোসার উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
Bank Holidays
Advertisment