Advertisment

Bank Holiday January: ছুটি দিয়ে শুরু হবে নতুন বছর! জানুয়ারিতে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

Bank Holiday January: জানুয়ারিতে মোট ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে রয়েছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের পাশাপাশি প্রতি সপ্তাহের সাপ্তাহিক ছুটি রবিবারও রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bank Holiday January:

আগামী বছরের প্রথম মাসেই টানা ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক Photograph: (ফাইল ছবি)

Bank Holiday January: জানুয়ারি মাসে টানা ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সব ছেড়ে এখনই পড়ুন এই বিশেষ প্রতিবেদন।

Advertisment

হাতে গোণা আর মাত্র কয়েকটা দিন। তার পরই বর্ষবরণের আনন্দে মাতোয়ারা হবে সারা বিশ্বের মানুষ। কিন্তু জানেন কী আগামী বছরের প্রথম মাসেই টানা ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

হ্যাঁ! জানুয়ারিতে মোট ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে রয়েছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের পাশাপাশি প্রতি সপ্তাহের সাপ্তাহিক ছুটির রবিবারও রয়েছে। ছুটি দিয়ে শুরু হবে নতুন বছর ও নতুন মাস

দেখে নিন ২০২৫-এর জানুয়ারির  জন্য ব্যাঙ্ক ছুটির তালিকা

Advertisment
  • ১ জানুয়ারি (নতুন বছরের প্রথম দিন) - সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২ জানুয়ারি (নবরবর্ষ) - মিজোরামে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৬ জানুয়ারি সোমবার - গুরু গোবিন্দ সিং জয়ন্তী (হরিয়ানা ও পাঞ্জাব)-এ ব্যাঙ্ক বন্ধ থাকবে। 
  • ৭ জানুয়ারি (রবিবার) - সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) - মিজোরামে মিশনারি ডে পালিত হবে।
  • ১৩ জানুয়ারি (দ্বিতীয় শনিবার) - সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৪ জানুয়ারি (রবিবার) - সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৫ জানুয়ারি (সোমবার) - মকর সংক্রান্তি উৎসব/পোঙ্গল/মাঘ বিহু উপলক্ষে বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৬ জানুয়ারি (মঙ্গলবার) - তিরুভাল্লুভার দিবস উপলক্ষে চেন্নাইয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৭ জানুয়ারি (বুধবার) - উঝাভার থিরুনাল উপলক্ষে চেন্নাইয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২১ জানুয়ারি (রবিবার) - সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২২ জানুয়ারি (সোমবার) - ইমইনু ইরাতপা উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৩ জানুয়ারি (মঙ্গলবার) - নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) - মহম্মদ হজরত আলির জন্মদিন উপলক্ষে চেন্নাই, কানপুর এবং লখনউয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৬ জানুয়ারি (শুক্রবার) - প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৭ জানুয়ারি (দ্বিতীয় শনিবার) - সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৮ জানুয়ারি (রবিবার) - সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এখনও ২০২৫ সালের জন্য অফিসিয়াল ব্যাঙ্ক ছুটির তালিকা ঘোষণা করেনি।  তবে আপনার সুবিধার জন্য, আমরা ইতিমধ্যেই জানুয়ারি মাসের ব্যাঙ্ক ছুটির বিষয়ে তথ্য প্রদান করেছি। ব্যাঙ্ক বন্ধ থাকলেও ATM, UPI, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা এই দিনগুলিতে চালু থাকবে। ফলে ব্যাঙ্ক বন্ধ থাকলেও আপনাকে  খুব একটা সমস্যায় পড়তে হবে না। 

 

Bank Holidays
Advertisment