টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বুধবারের পর ফের সোমবার খুলবে রাজ্যের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

বুধবারের পর ফের সোমবার খুলবে রাজ্যের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চলতি সপ্তাহে এক, দু'দিন নয়, টানা চার দিন বন্ধ থাকতে পারে রাজ্যের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ওই চারদিন ব্যাহত হতে পারে ব্যাঙ্কিং পরিষেবা। তাই ব্যাঙ্ক থেকে টাকা তোলা, জমা দেওয়া বা অন্যান্য জরুরি কাজ থাকলে সেরে ফেলুন আগামী বুধবারের মধ্যেই।

Advertisment

সরস্বতী পুজোর জন্য রাজ্যের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে ৩০ জানুয়ারি। কেন্দ্রীয় সরকারি সংস্থায় ২৯ জানুয়ারি সরস্বতী পুজোর ছুটি দেওয়া হলেও রাজ্যের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং বিমা সংস্থায় ছুটি দেওয়া হয়েছে ৩০ জানুয়ারি। আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ২ ফেব্রুয়ারি আবার রবিবার। অর্থাৎ বৃহস্পতি থেকে রবিবার টানা বন্ধ থাকবে ব্যাঙ্ক।  নতুন সপ্তাহের শুরুতে সোমবার আবার ব্যাঙ্ক খোলা থাকবে। তাই দেরি না করে আজই বাড়িতে মজুত রাখুন নগদ। ধর্মঘটের প্রভাব পড়লে এটিএম-এও অধিকাংশ ক্ষেত্রে টাকার জোগান কমে যায়।

আরও পড়ুন, জালিয়াতি রুখতে ডেবিট-ক্রেডিট কার্ডের নিয়ম কড়া করছে আরবিআই

Advertisment

বেতন কাঠামো পুনর্বিন্যাস-সহ একাধিক দাবিতে আইবিএ-র সঙ্গে আলোচনার পর ধর্মঘটের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর।

মূলত, বেতন কাঠামো পুনর্বিন্যাস ও সপ্তাহে ৫দিন কাজের দাবিতে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স-এর তরফে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ অল ইন্ডিয়ান ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (এআইবিওসি) -এর তরফে সৌম্য দত্ত ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন,  “মার্চের তিনদিন ১১, ১২ ও ১৩ মার্চ অবস্থান বিক্ষোভ করবে ব্যাঙ্ক কর্মীরা ৷ দাবি মানা না হলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট হবে”।