Advertisment

ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর, বাড়তে পারে ছুটির দিন

author-image
IE Bangla Web Desk
New Update
banks will be closed for 11 days in month of may 2023 , মে মাসে ১১ দিনই ব্যাঙ্ক বন্ধ, বাংলায় কবে কবে ছুটি?

মে মাসে ১১ দিন ব্যাঙ্ক বন্ধ।

ব্যাঙ্ক কর্মীদের সাপ্তাহিক ছুটির দিন বাড়তে পারে। বর্তমানে মাসের প্রথম ও তৃতীয় শনিবার ব্যাঙ্ক খোলা থাকে। বন্ধ থাকে দ্বিতীয় ও চতুর্থ শনিবার। ব্যাঙ্ক কর্মীদের বহুদিনের দাবি সপ্তাহে দু'দিন করে ছুটি হোক। সম্প্রতি সেই দাবি মেনে নিয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোয়িয়েশন (আইবিএ)। এই নিয়ে আলোচনায় এবার আইবিএ 'ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক এম্পলয়িজ' (ইউএফএ)-এর সঙ্গে বৈঠকে বসবে।

Advertisment

তবে সপ্তাহিক ছুটির দিন বাড়লে ব্যাঙ্ককর্মীদের প্রত্যেকদিন অতিরিক্ত সময় কাজ করতে হবে। সূত্রে খবর, সপ্তাহিক ছুটির সংখ্যা বাড়ালে প্রতিদিন কাজের সময় ৪০ মিনিট করে বাড়ানো হতে পারে। গ্রাহকদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে আগেই ছুটি বৃদ্ধির ফলে কাজের সময় বাড়ানো নিয়ে আইবিএ এবং ইএফএ-র মধ্যে আলোচনা হয়েছে। বর্তমানে, একমাসে মাসে একজন ব্য়াঙ্ক কর্মী যত ঘণ্টা গ্রাহক পরিষেবা পেয়ে থাকেন, কাজের সেই সময়সীমাই বজায় থাকবে।

মাসে দু'দিন করে ছুটি বাড়লে মোট ১৩ ঘণ্টা কাজ কম হওয়ার কথা ব্যাঙ্ক কর্মীদের। যা রোজ বাড়তি ৪০ মিনিট করে কাজ করলে গ্রাহক পরিষেবার সময়ে কোনও কাটছাঁট হবে না। যা মানতে সম্মত ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোয়িয়েশন। মাসের সব শনিবার ছুটি চালু হলে, কর্মীদের প্রতিদিন সকাল ৯.৪৫ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত কাজ করতে হবে। অর্থাৎ, ৪০ মিনিট অতিরিক্ত কাজ করতে হবে ব্যাঙ্ক কর্মীদের।

উল্লেখ্য, স্টেট ব্যাঙ্ক অউ ইন্ডিয়া সপ্তাহে পাঁচদিন কর্মদিবস এবং প্রতি সপ্তাহে দু'দিন ছুটির নীতি কার্যকর করেছে। এই আবহে অন্যান্য ব্যাঙ্কের কর্মীরাও এই নীতি লাগুর দাবি তুলেছেন।

bank Banking Service Bank Holidays
Advertisment