Advertisment

টিকে থাকতে এমএনটিএল'র সঙ্গে জোট বাঁধছে বিএসএনএল

বিনামূল্যে ডেটা ও আনলিমিডেট কলিং নিয়ে এসে একচেটিয়া বাজার করে নিয়েছে রিলায়েন্স জিও। ব্যবসা করতে কাল ঘাম ছুটেছে বাকি নেটওয়ার্ক পরিষেবা কোম্পানিগুলোর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থাগুলি পুনর্নির্মাণের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার মহানগর টেলিফোন নিগম লিমিটেডের (এমএনটিএল) সঙ্গে ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) সংযুক্তিকরণের অনুমোদন দিয়েছে।

Advertisment

কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, “এমটিএনএল, বিএসএনএলকে বন্ধ করা হচ্ছে না, বরং আরও সচল করা হবে''।

আরও পড়ুন: ৮০০০ টাকা দাম কমল স্যামসাংয়ের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের

মন্ত্রিসভায় দুটি ক্ষতিগ্রস্থ টেলিকম সংস্থার পুনরুদ্ধারের জন্য ২৯,৯৩৭ কোটি বরাদ্দ করা হয়েছে।

ব্যয় হ্রাস করতে, রবি শঙ্কর প্রসাদ জানিয়েছেন, কর্মীদের আকর্ষণীয় স্বেচ্ছাসেবী অবসর প্রকল্পের প্রস্তাব দেওয়া হবে। সংযুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এমটিএনএল বিএসএনএলের সহায়ক সংস্থা হিসাবে কাজ করবে।

আরও পড়ুন: New All-in-One packs: খরচ বাড়ল জিও’তে? জেনে নিন ভোডাফোন ও এয়ারটেলের ‘অল-ইন-ওয়ান’ প্ল্যান

বিনামূল্যে ডেটা ও আনলিমিডেট কলিং নিয়ে এসে একচেটিয়া বাজার করে নিয়েছে রিলায়েন্স জিও। ব্যবসা করতে কাল ঘাম ছুটেছে বাকি নেটওয়ার্ক পরিষেবা সংস্থাগুলোর। কয়েকমাস আগেই বাজারে টিকে থাকতে ব্যাবসায়িক গাঁটছড়া বেঁধেছে ভোডাফোন ও আইডিয়া টেলিকম পরিষেবা।

Read the full story in English

bsnl plan bsnl
Advertisment