Advertisment

আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ল, কিন্তু এই শর্তগুলি মানতে হবেই

এতদিন এইচআরএ, গৃহ ঋণের সুদ, এলটিএ, আর স্বাস্থ্যবিমা বেতন থেকে বাদ দিয়ে তবেই হিসেব করা হত বার্ষিক আয়। নতুন করছাড়ের সুবিধে নিতে চাইলে সেটা হবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অলংকরণ-অভিজিৎ বিশ্বাস

দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আয়কর ছাড়ের খবর শুনে স্বস্তি পেয়েছে দেশের মধ্যবিত্ত বেতনভোগী শ্রেণি। কিন্তু শনিবারের এই ঘোষণা কিন্তু শর্তসাপেক্ষ। অর্থাৎ নির্দিষ্ট কিছু শর্ত মানলে তবেই এই নতুন কর স্ল্যাবের আওতায় পড়বেন বেতনভোগীরা।

Advertisment

আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ল বাজেটে, সবচেয়ে বেশি স্বস্তির খবর এটাই। ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ বার্ষিক ৫ লক্ষ টাকার নীচে যাঁরা আয় করেন এবার তাঁদের আর আয়কর দিতে হবে না। ৫ লক্ষ থেকে সাড়ে ৭ লক্ষ টাকা আয়ে- ১০ শতাংশ কর লাগু হবে। সাড়ে ৭ থেকে ১০ লক্ষ টাকা আয়ে আয়কর ১৫ শতাংশ হবে। ১০ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা আয়- ২০ শতাংশ কর দিতে হবে। সাড়ে ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয় চাপবে ২৫ শতাংশ কর। এ তো গেল নতুন আয়কর বিন্যাসের ঘোষণা। তবে এবার জানা যাক, এই নয়া কর কাঠামোর আওতায় আসতে গেলে যেসব শর্ত মানতে হবে সেগুলি।

আরও পড়ুন, ধুকতে থাকা অর্থনৈতিক আবহে আশা-নিরাশার বাজেট

চলতি নিয়মে এইচআরএ (বেতনের অন্তর্গত হাউজ রেন্ট অ্যালাওয়েন্স), গৃহ ঋণের সুদ, এলটিএ (বেতনের লিভ ট্র্যাভেল অ্যালাওয়েন্স), স্বাস্থ্যবিমার প্রিমিয়াম বাবদ ব্যায়ের মতো বিভিন্ন উপাদান মোট আয় থেকে বাদ দিয়ে বার্ষিক করযোগ্য আয়ের হিসাব কষা হয়। কিন্তু, নতুন ব্যবস্থায় কর ছাড়ের সুবিধা নিতে চাইলে এইসব বিভিন্ন উপাদান বাদ দেওয়া যাবে না। আর কেউ যদি চলতি স্ল্যাবে আয়কর দিতে চান, সে ক্ষেত্রে বিভিন্ন উপাদান বাদ দেওয়ার যে ব্যবস্থা রয়েছে তা জারি থাকবে। নতুন কর স্ল্যাবের আওতায় আসতে গেলে অবশ্য উল্লেখ্য হিসেব সমেত আয় ধরা হবে।

নতুন কর স্ল্যাবের সুবিধে নেওয়ার জন্য কী কী করতে হবে:

আয়কর আইনের ১০ নম্বর অনুচ্ছেদের ৫ নম্বর ধারায় উল্লেখ থাকা লিভ ট্র্যাভেল ছাড় দাবি করা চলবে না।

আয়কর আইনের ১০ নম্বর অনুচ্ছেদের ১৩ এ ধারায় উল্লেখ থাকা হাউজ রেন্ট অ্যালাওয়েন্স দাবি করা যাবে না।

স্ট্যান্ডার্ড ডিডাকশন, বিনোদন এবং আয়কর আইনের ১৬ নম্বর অনুচ্ছেদে উল্লেখ থাকা প্রফেশনাল ট্যাক্স বাবদ ছাড় দাবি করা যাবে না।

আয়কর আইনের ২৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত সম্পত্তি থেকে সুদ আদায় করা চলবে না।

আয়কর আইনের ৩৫ এ ডি অনুচ্ছেদ এবং ৩৫ সিসিসি এবং ৬-এ অধ্যায়ের আওতায় পড়া সমস্ত রকম (যেমন অনুচ্ছেদ ৮০সি, ৮০সিসিসি, ৮০সিসিডি, ৮০ডি, ৮০ডিডি, ৮০ডিডিবি, ৮০ই, ৮০ইই, ৮০ইইএ, ৮০ইইবি, ৮০জি, ৮০জিজি, ৮০জিজিএ, ৮০জিজিসি ইত্যাদি) কর ছাড়ের দাবি মান্যতা পাবে না।

আয়কর আইনের উপঅনুচ্ছেদ দুইয়ের ৮০ সিসিডি (পেনশন স্কিম) এবং ৮০জেজেএএ (নয়া নিয়োগের ক্ষেত্রে)-তে উল্লিখিত যাবতীয় সুবিধা গ্রহণ করা যাবে।

Nirmala Sitharaman Union Budget 2020
Advertisment