Advertisment

Union Budget 2022: এয়ার ইন্ডিয়ার ঋণশোধে আরও ৫১,৯৭১ কোটি টাকা বাজেটে বরাদ্দ

১৮ হাজার কোটি টাকায় এই বিমান সংস্থা কিনে নিয়েছে টাটা গ্রুপ।

author-image
IE Bangla Web Desk
New Update
Tata Sons wins bid for acquiring national carrier Air India

এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা সন্স

গত মাসেই হাতবদল হয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। ১৮ হাজার কোটি টাকায় এই বিমান সংস্থা কিনে নিয়েছে টাটা গ্রুপ। তারপরও এয়ার ইন্ডিয়ার জন্য করা ঋণের বোঝা থেকে মুক্তি মেলেনি। মঙ্গলবার পেশ হওয়া ২০২২-২৩ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে তাই বরাদ্দ হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এয়ার ইন্ডিয়ার ঋণশোধ বাজেটে আরও ৫১,৯৭১ কোটি টাকা বরাদ্দ করলেন।

Advertisment

মঙ্গলবার তাঁর বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, '২০২১-২২ অর্থবর্ষে বাজেটে মোট ব‍্যয়-বরাদ্দ ধরা হয়েছিল ৩৪.৮৩ লক্ষ কোটি টাকা। সংশোধিত বরাদ্দ ৩৭.৭০ লক্ষ কোটি টাকা। সংশোধিত মূলধনী ব‍্যয় ৬.০৩ লক্ষ কোটি টাকা। এর মধ‍্যে এয়ার ইন্ডিয়ার বিভিন্ন অঙ্গীকার এবং বকেয়া ঋণ মেটাতে ৫১,৯৭১ কোটি টাকা বরাদ্দ করা হল।'

এর আগে গত ২৭ জানুয়ারি এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার টাটাদের কাছে হস্তান্তরিত হয়েছে। টাটা গ্রুপ এজন্য সরকারকে ২,৭০০ কোটি টাকা নগদ দিয়েছে। বাকি ১৫,৩০০ কোটি টাকা টাটারা দীর্ঘমেয়াদি সুদে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে ঋণ নিয়েছে।

টাটা ছাড়াও আরও এক বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের কর্ণধার অজয় সিংহ এয়ার ইন্ডিয়ার শেয়ার কেনার জন্য দরপত্র জমা দিয়েছিলেন। ১৫ হাজার কোটি টাকায় মালিকানা পেতে চেয়েছিলেন তিনি। কিন্তু, টাটারা সেই দরপত্রকে ছাপিয়ে যায়। তাই শেষ পর্যন্ত রতন টাটার দরপত্রেই ছাড়পত্র দেয় কেন্দ্র।

আরও পড়ুন Union Budget 2022-23: কোন জিনিসের দাম বাড়ল-কোনগুলির কমল? একনজরে…

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার বকেয়া ঋণকে বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত যানবাহনের খরচের সঙ্গে যুক্ত করেছে। সেই হিসেবে ২০২১-২২ অর্থবর্ষে বাজেটে সংশোধিত ব্যয় বরাদ্দ বলছে, এয়ার ইন্ডিয়া অ‍্যাসেট হোল্ডিং লিমিটেড মোট ৬২,০৫৭ কোটি টাকা সরকারের থেকে পেয়েছে।

দীর্ঘদিন ধরেই আর্থিক ক্ষতিতে চলা এয়ার ইন্ডিয়ার জন্য সরকারের বোঝা বাড়ছিল। আর এয়ার ইন্ডিয়ার বিরাট অঙ্কের ঋণের কারণেই ব্যাহত হচ্ছিল বেসরকারিকরণ। শেষ পর্যন্ত সংস্থাটি বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলে কেন্দ্র। তারপর গত দু'বছর ধরে বন্ধ ছিল এয়ার ইন্ডিয়ায় বিনিয়োগ।

আরও পড়ুন Union Budget 2022-23: আয়কর কাঠামো অপরিবর্তিত, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা

ঋণের বোঝা থাকা সত্ত্বেও এয়ার ইন্ডিয়া দেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থা। বর্তমানে দেশের সব বিমানবন্দরের মধ্যে এয়ার ইন্ডিয়ার ডোমেস্টিক বিমানের জন্য বরাদ্দ ৪,৪০০টি ল্যান্ডিং ও পার্কিং স্লট। আন্তর্জাতিক বিমানের জন্য বরাদ্দ ১,৮০০ টি ল্যান্ডিং ও পার্কিং স্লট। এছাড়া দেশের বাইরে ৯০০টি স্লট রয়েছে এয়ার ইন্ডিয়ার জন্য।

Air India Tata Sons Union Budget 2022
Advertisment