নির্বাচনের আগে পূর্ণাঙ্গ ভোটে কল্পতরু মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় বাজেটে করছাড়ের ঘোষণায় মধ্যবিত্তের মুখে হাসি চওড়া হল। বেতনভোগীদের আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হল। আগে যা ছিল বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত তা এবার বেড়ে হল ৭ লক্ষ টাকা। অর্থাৎ বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর।
Advertisment
৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ৪৫ হাজার টাকা কর দিতে হবে। যা আগের তুলনায় ২৫ শতাংশ কম। নির্মলা সীতারমণ এদিন সংসদে জানান, ১৫ লক্ষ টারকা বার্ষিক আয়ে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা। নয়া করকাঠামোয় বিরাট ঘোষণা কেন্দ্রের।
৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও ব্যক্তিগত কর দিতে হবে না। ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। ৬ থেকে ৯ লক্ষ পর্যন্ত আয়ে ১০ শতাংশ এবং ৯ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫ শতাংশ কর দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে ২০ শতাংশ কর। আর বার্ষিক আয় যদি ১৫ লক্ষের বেশি হয় তাহলে দিতে হবে ৩০ শতাংশ কর।