আগামী বছর ২০২৪-এর লোকসভা নির্বাচন। ঠিক তার আগেই আজ সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।বড় চমকের দিকেই তাকিয়ে রয়েছে কোটি কোটি ভারতীয়। লোকসভা নির্বাচনের আগে আজই শেষ পুর্ণাঙ্গ বাজেট পেশ, নির্মলার অর্থ-পরীক্ষার দিকে তাকিয়ে বিশ্ববাসী। কী চমক থাকছে সাধারণ মানুষের জন্য? সেদিকেই নজর সকলের। বিশ্বব্যাপী আর্থিক মন্দায় কী কী চমক থাকছে আজকের পুর্ণাঙ্গ বাজেটে? ভোট ও অর্থনীতি এই দুইয়ের মেলবন্ধন করাই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে। সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সেদিনই লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
২০২৪ এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি। একই সঙ্গে চলতি বছরেই কর্নাটক, তেলঙ্গানা মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থানের মত ৯টি বিধানসভা নির্বাচন। পাশাপাশি জম্মু-কাশ্মীরের নির্বাচনের সম্ভাবনাও রয়েছে চলতি বছরেই। এই সবের মধ্যেই মোদী সরকারের তুরুপের তাস হয়ে উঠতে পারে আজকের এই পূর্ণাঙ্গ বাজেট। সকাল ১১টা সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট রিপোর্ট অনুসারে আগামী (২০২৩-২৪) অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৬ শতাংশ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। মোটামুটি ভাবে গড় বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ। কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী যে ভাবে মূল্যবৃদ্ধি ও বেকারত্বের মতো বাস্তব সমস্যা নিয়ে বার বার মোদী সরকারকে নিশানা করেছেন, তাতে মূল্যবৃদ্ধি-বেকারত্বের ক্ষতে প্রলেপ দিতে কিছু জনমোহিনী পদক্ষেপ আজকের এই বাজেটে নেওয়া হতে পারে মনে করা হচ্ছে। পাশাপাশি চাকরিজীবী এবং ব্যক্তিগত আয়করদাতাদের আয়করের কাঠামোর কোনও বদল করা হয় কি না, তাই নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মধ্যে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সংসদে ২০২৩ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছে। কোভিডে ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরছে দেশের অর্থনীতি। তার মাঝেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চিনের সাম্প্রতিক কোভিড পরিস্থিতি, আরও বেশ কিছু চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে বিশ্বঅর্থনীতিকে। ভারতেও যার প্রভাব পড়েছে। মূল্যবৃদ্ধির ঝোড়ো হাওয়া কাটিয়ে অর্থনীতিকে চাঙ্গা করা, কর্মসংস্থান সৃষ্টি করা, অনগ্রসর শ্রেনীর কল্যানে বাজেটে আরও আর্থিক বরাদ্দ বাড়ানো এসবের জন্য বাজেটে যথেষ্ট খরচ প্রয়োজন। লোকসভা নির্বাচনের আগে এনডিএ সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট৷ গত দুই বছরের মতো এবারের কেন্দ্রীয় বাজেটও কাগজবিহীন আকারে পেশ করা হবে৷ মঙ্গলবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বিশ্বব্যাপী সংকটের মধ্যে ভারতের বাজেটের দিকে বিশ্বের নজর রয়েছে। অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে, ভারতের বাজেট জনগণের আশা-আকাঙ্খা পূরণে সচেষ্ট হবে এবং বিশ্বের জন্য আশার আলো হয়ে থাকবে’,মোদীর এই আশ্বাস কতটা পূরণ হবে আজকের বাজেটে সেদিকেই পাখির চোখ আম-আদমির।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কিছুক্ষণের মধ্যে সংসদে দেশের সাধারণ বাজেট (বাজেট 2023) পেশ করবেন। আগামী বছর লোকসভা নির্বাচনের কারণে এই বাজেট মোদী সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ নির্বাচনের আগে আজকের এই বাজেট মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হওয়ায় জনগণ এবং কর্পোরেট সেক্টরের বাজেট ঘিরে যথেষ্ট প্রত্যাশা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এবার বড় অর্থনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি সাধারণ মানুষকেও বড় ধরনের স্বস্তি দিতে পারে মোদী সরকার।
দেশের জন্সাধারণের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদেরও আজকের এই বাজেট থেকে ইতিবাচক প্রত্যাশা রয়েছে, কারণ গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গোটা বিশ্বের নজরে ভারতের বাজেট। আর্থিক বিশেষজ্ঞরা আরও বলছেন, কৃষি, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প, রেল এবং প্রায় সব গুরুত্বপূর্ণ খাতে কর অব্যাহতি থেকে শুরু করে সরকার এমন ঘোষণা করবেন যা জনগণকে স্বস্তি দেওয়ার পাশাপাশি দেশের অগ্রগতিকে আরও ত্বরানিত করবে।