Advertisment

Budget 2023 Updates: 'উন্নত ভারত তৈরির ভিত', বাজেটের প্রশংসায় পঞ্চমুখ মোদী

India Budget 2023 Updates: লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

author-image
IE Bangla Web Desk
New Update
budget 2023, budget 2023 india, budget 2023 news, budget in india, union budget 2023, union budget of india, union budget 2023 income tax, income tax union budget, income tax slab live updates, income tax, budget live updates, budget 2023 live, nirmala sitharaman, nirmala sitharaman budget 2023, finance minister nirmala sitharaman

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গ্রাফিক্স- প্রত্যুষ রায়

Nirmala Sitharaman Budget Speech, India Budget 2023 Live Updates: পরের বছরই লোকসভা নির্বাচন। তার আগে বুধবার, ১ ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে পঞ্চমবার অর্থমন্ত্রী হিসাবে সংসদে বাজেট পড়ে শোনালেন নির্মলা। একাধিক ক্ষেত্রে বিরাট ছাড় ঘোষণা করল সরকার।

Advertisment

একনজরে দেখে নিন কী কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী-

নয়া করকাঠামোয় ছাড়

৩ লক্ষ টাকা পর্যন্ত নয়া করকাঠামোয় কোনও কর দিতে হবে না। ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। ৬ থেকে ৯ লক্ষ পর্যন্ত আয়ে ১০ শতাংশ এবং ৯ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫ শতাংশ কর দিতে হবে।

মহিলাদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প

মহিলাদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এতে মহিলারা ২ লক্ষ টাকার সঞ্চয়ের উপর ৭.৫ % সুদ পাবেন।

করকাঠামোয় ছাড়

করকাঠামোয় ছাড় ঘোষণা কেন্দ্রের। আয়কর ছাড়ের উর্ধ্বসীমা বেড়ে ৭ লক্ষ টাকা। আগে ছিল ৫ লক্ষ টাকা পর্যন্ত করশূন্য।

কর্মসংস্থান নিয়ে বড় বার্তা

কর্মসংস্থান তৈরি আমাদের প্রধান লক্ষ্য, পাশাপাশি মহিলদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করে চলেছে।

স্টার্ট আপদের বিশেষ সুযোগ

স্টার্ট আপদের উৎসাহ দেওয়ার জন্য, একাধিক উদ্যোগ। স্টার্ট আপদের উৎসাহ দেওয়ার ক্ষেত্রে ভারতের স্থান বিশ্বে তৃতীয়

পশুপালন, মৎস্যচাষের উপর বিশেষ নজর

৬ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ বরাদ্দ করা হচ্ছে। ছোট এবং মাঝারি কৃষকদের জন্য সমবায় অর্থনৈতিক মডেলের কথা ভাবছে সরকার।

কর ব্যবস্থা আরও সহজ

সিগারেটে প্রত্যক্ষ কর বাড়ল ১৬ শতাংশ। আরও সহজ কর ব্যবস্থার প্রস্তাব। ৭২ লক্ষ রিটার্ন একদিনে গ্রহণ করছে আয়কর বিভাগ। এমএসএমই-দের কড় ছাড়ের ঘোষণা।

জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা

জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা রাখা যাবে। আগে ৯ লক্ষ পর্যন্ত রাখা যেত।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে টাকা জমা রাখার ঊর্ধ্বসীমা বাড়ল। ৪.৫ লক্ষ থেকে বেড়ে হল ৯ লক্ষ টাকা।

মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প

মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প চালু হবে। মহিলারা ২ বছরে ২ লক্ষ টাকা রাখলে ৭.৫ শতাংশ হারে সুদ।

পর্যটনে জোর

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের সময় বলেন, মিশন মোডে পর্যটনের প্রচার করা হবে।

MSME ঋণ আরও সহজলভ্য

MSME ঋণ আরও সহজলভ্য করতে জোর। আরও ৯ হাজার কোটি বরাদ্দ।

আরও পড়ুন ভোটের আগে মোদী সরকারের শেষ পুর্ণাঙ্গ বাজেট, নির্মলার ‘অর্থ-পরীক্ষায়’ নজর বিশ্বের

৩০টি স্কিল ইন্ডিয়া প্রশিক্ষণ কেন্দ্র

দেশজুড়ে আরও ৩০টি স্কিল ইন্ডিয়া প্রশিক্ষণ কেন্দ্র গড়া হবে।

হাইড্রোজেন মিশনে ১৯,৭০০ কোটি টাকা বরাদ্দ

দেশি-বিদেশি পর্যটকরা পর্যটনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পর্যটনের প্রসারকে নতুন মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। হাইড্রোজেন মিশনের জন্য সরকার ১৯,৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে। যানবাহন প্রতিস্থাপন নীতি সহজ করা হয়েছে।

তটরেখা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য

তটরেখা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদ্যোগ নেওয়া হবে

আয়কর রিটার্ন দাখিল এবং কেওয়াইসি প্রক্রিয়া সহজ করা হচ্ছে

আয়কর রিটার্ন দাখিল করার প্রক্রিয়া এবং কেওয়াইসি প্রক্রিয়া সহজ করা হচ্ছে বলে উল্লেখ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

আর্থিক বৃদ্ধির হার ৭% ছুঁতে পারে

বিশ্বমন্দার মধ্যেও এগিয়ে চলেছে ভারতীয় অর্থনীতি। আর্থিক বৃদ্ধির হার ৭% ছুঁতে পারে ঘোষণা অর্থমন্ত্রীর

'৯ বছরে রেলেখাতে বরাদ্দ বাড়ল ৯ গুণ'

রেল খাতে ২.৪ লাখ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। যা ২০১৩-১৪ অর্থবর্ষের তুলনায় নয় গুণ বেশি।

প্যানকার্ড নিয়ে বড় ঘোষণা

‘সব সরকারি জায়গায় ডিজিটাল সিস্টেমের পরিচয়পত্র হবে প্যানকার্ড’ঘোষণা সীতারমণের। এর পাশাপাশি ডিজিটাল অর্থনীতির উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

পুরনো গাড়ি ও অ্যাম্বুল্যান্স বাতিল

সরকারি পুরনো গাড়ি ও অ্যাম্বুল্যান্স বাতিলে জোর দেওয়া হবে।

৫০টি বিমানবন্দরের আধুনিকীকরণ

৫০টি বিমানবন্দরের আধুনিকীকরণ এবং হেলিপ্যাড তৈরি করা হবে।

পঞ্চায়েত ক্ষেত্রে শিক্ষা ঢেলে সাজানোর ঘোষণা

পঞ্চায়েত ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্যের উন্নতিতে আরও জোর দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শিক্ষকদের প্রশিক্ষণে বিশেষ জোর। ওষুধ গবেষণার ক্ষেত্রে বিশেষ প্রকল্প গড়ার ঘোষণা

কিষাণ ক্রেডিট কার্ডে বরাদ্দ বৃদ্ধি

কিষাণ ক্রেডিট কার্ডে বরাদ্দ ২০ লক্ষ কোটি টাকা

প্রায় ৪০ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ করবে কেন্দ্র

আগামী তিন বছরে ৭৪০টি স্কুলের জন্য ৩৮,৮০০ শিক্ষক ও সাপোর্ট স্টাফ নিয়োগ করবে কেন্দ্র।

১৫৭ টি নতুন নার্সিং কলেজ গড়ে তোলার ঘোষণা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, ২০১৪ সাল থেকে ১৫৭ টি মেডিকেল কলেজের সঙ্গে গড়ে তোলা হবে ১৫৭ টি নতুন নার্সিং কলেজ।

আদিবাসী উন্নয়নের জন্য ‘PMBPTG উন্নয়ন মিশন’ চালুর ঘোষণা

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আদিবাসী শ্রেণির আর্থ-সামাজিক উন্নতির জন্য ‘PMBPTG উন্নয়ন মিশন’চালু করা হবে। আগামী ৩ বছরে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ১৫ হাজার কোটি টাকা খরচ হবে

আবাস যোজনায় বরাদ্দ বাড়ল

প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বাড়ল ৬৬ শতাংশ। প্রায় ৭৯ হাজার কোটি টাকা।

মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব মোদীর, সংসদে হাজির প্রধানমন্ত্রী

সংসদে বাজেট অধিবেশন সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। মন্ত্রিসভা বাজেট  অনুমোদন করার পরে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে পেশ করবেন। সংসদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাজেটের আগে মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার বৈঠকের পর লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত হয়েছেন।

সংসদে হাজির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

সংসদে পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীও। বাজেট পেশ করার আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন। তারপর লোকসভায় বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ।

বাজেট পেশ করার আগে সীতারমণ-মুর্মু সাক্ষাৎ

বাজেট পেশের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ মন্ত্রকের শীর্ষ কর্তারা রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন।

  • Feb 01, 2023 12:34 IST
    সর্বোচ্চ করদাতাদের সুরাহা

    সর্বোচ্চ করদাতাদের জন্য কমানো হল সারচার্জ।



  • Feb 01, 2023 12:28 IST
    নয়া করকাঠামোয় ছাড়

    ৩ লক্ষ টাকা পর্যন্ত নয়া করকাঠামোয় কোনও কর দিতে হবে না। ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। ৬ থেকে ৯ লক্ষ পর্যন্ত আয়ে ১০ শতাংশ এবং ৯ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫ শতাংশ কর দিতে হবে।



  • Feb 01, 2023 12:26 IST
    মহিলাদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প

    মহিলাদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এতে মহিলারা ২ লক্ষ টাকার সঞ্চয়ের উপর ৭.৫ % সুদ পাবেন।



  • Feb 01, 2023 12:24 IST
    করকাঠামোয় ছাড়

    করকাঠামোয় ছাড় ঘোষণা কেন্দ্রের। আয়কর ছাড়ের উর্ধ্বসীমা বেড়ে ৭ লক্ষ টাকা।



  • Feb 01, 2023 12:21 IST
    কর্মসংস্থান নিয়ে বড় বার্তা

    কর্মসংস্থান তৈরি আমাদের প্রধান লক্ষ্য, পাশাপাশি মহিলদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করে চলেছে।



  • Feb 01, 2023 12:19 IST
    স্টার্ট আপদের বিশেষ সুযোগ

    স্টার্ট আপদের উৎসাহ দেওয়ার জন্য, একাধিক উদ্যোগ। স্টার্ট আপদের উৎসাহ দেওয়ার ক্ষেত্রে ভারতের স্থান বিশ্বে তৃতীয়



  • Feb 01, 2023 12:19 IST
    মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প

    মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প চালু হবে। মহিলারা ২ বছরে ২ লক্ষ টাকা রাখলে ৭.৫ শতাংশ হারে সুদ।



  • Feb 01, 2023 12:17 IST
    পশুপালন, মৎস্যচাষের উপর বিশেষ নজর

    ৬ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ বরাদ্দ করা হচ্ছে। ছোট এবং মাঝারি কৃষকদের জন্য সমবায় অর্থনৈতিক মডেলের কথা ভাবছে সরকার।



  • Feb 01, 2023 12:16 IST
    কর ব্যবস্থা আরও সহজ

    সিগারেটে প্রত্যক্ষ কর বাড়ল ১৬ শতাংশ। আরও সহজ কর ব্যবস্থার প্রস্তাব। ৭২ লক্ষ রিটার্ন একদিনে গ্রহণ করছে আয়কর বিভাগ। এমএসএমই-দের কড় ছাড়ের ঘোষণা।



  • Feb 01, 2023 12:15 IST
    জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা

    জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা রাখা যাবে। আগে ৯ লক্ষ পর্যন্ত রাখা যেত।



  • Feb 01, 2023 12:14 IST
    সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

    সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে টাকা জমা রাখার ঊর্ধ্বসীমা বাড়ল। ৪.৫ লক্ষ থেকে বেড়ে হল ৯ লক্ষ টাকা।



  • Feb 01, 2023 12:12 IST
    মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প

    মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প চালু হবে। মহিলারা ২ বছরে ২ লক্ষ টাকা রাখলে ৭.৫ শতাংশ হারে সুদ।



  • Feb 01, 2023 12:10 IST
    পর্যটনে জোর

    অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের সময় বলেন, মিশন মোডে পর্যটনের প্রচার করা হবে।



  • Feb 01, 2023 12:10 IST
    MSME ঋণ আরও সহজলভ্য

    MSME ঋণ আরও সহজলভ্য করতে জোর। আরও ৯ হাজার কোটি বরাদ্দ।



  • Feb 01, 2023 12:07 IST
    ৩০টি স্কিল ইন্ডিয়া প্রশিক্ষণ কেন্দ্র

    দেশজুড়ে আরও ৩০টি স্কিল ইন্ডিয়া প্রশিক্ষণ কেন্দ্র গড়া হবে।



  • Feb 01, 2023 12:05 IST
    হাইড্রোজেন মিশনে ১৯,৭০০ কোটি টাকা বরাদ্দ

    দেশি-বিদেশি পর্যটকরা পর্যটনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পর্যটনের প্রসারকে নতুন মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। হাইড্রোজেন মিশনের জন্য সরকার ১৯,৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে। যানবাহন প্রতিস্থাপন নীতি সহজ করা হয়েছে।



  • Feb 01, 2023 12:04 IST
    তটরেখা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য

    তটরেখা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদ্যোগ নেওয়া হবে >



  • Feb 01, 2023 12:02 IST
    আয়কর রিটার্ন দাখিল এবং কেওয়াইসি প্রক্রিয়া সহজ করা হচ্ছে – অর্থমন্ত্রী

    আয়কর রিটার্ন দাখিল করার প্রক্রিয়া এবং কেওয়াইসি প্রক্রিয়া সহজ করা হচ্ছে বলে উল্লেখ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর



  • Feb 01, 2023 12:00 IST
    হাইড্রোজেন মিশনে ১৯,৭০০ কোটি

    পরিবেশবান্ধব হাইড্রোজেন মিশনে ১৯ হাজার ৭০০ কোটি বরাদ্দ।



  • Feb 01, 2023 12:00 IST
    আর্থিক বৃদ্ধির হার ৭% ছুঁতে পারে

    বিশ্বমন্দার মধ্যেও এগিয়ে চলেছে ভারতীয় অর্থনীতি। আর্থিক বৃদ্ধির হার ৭% ছুঁতে পারে ঘোষণা অর্থমন্ত্রীর



  • Feb 01, 2023 11:59 IST
    ৯ বছরে রেলেখাতে বরাদ্দ বাড়ল ৯ গুণ'

    রেল খাতে ২.৪ লাখ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। যা ২০১৩-১৪ অর্থবর্ষের তুলনায় নয় গুণ বেশি।



  • Feb 01, 2023 11:57 IST
    প্যানকার্ড নিয়ে বড় ঘোষণা

    ‘সব সরকারি জায়গায় ডিজিটাল সিস্টেমের পরিচয়পত্র হবে প্যানকার্ড’ঘোষণা সীতারমণের। এর পাশাপাশি ডিজিটাল অর্থনীতির উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী



  • Feb 01, 2023 11:56 IST
    মহিলাদের আর্থিক ক্ষমতায়নে বিশেষ জোর

    অমৃতকালে মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে দীনদয়াল যোজনা মিশনে গ্রামের ৮১ লক্ষ মহিলা উপকৃত



  • Feb 01, 2023 11:56 IST
    প্যানকার্ড নিয়ে বড় ঘোষণা

    ‘সব সরকারি জায়গায় ডিজিটাল সিস্টেমের পরিচয়পত্র হবে প্যানকার্ড’ঘোষণা সীতারমণের। এর পাশাপাশি ডিজিটাল অর্থনীতির উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী



  • Feb 01, 2023 11:56 IST
    পুরনো গাড়ি ও অ্যাম্বুল্যান্স বাতিল

    সরকারি পুরনো গাড়ি ও অ্যাম্বুল্যান্স বাতিলে জোর দেওয়া হবে।



  • Feb 01, 2023 11:55 IST
    মহিলাদের আর্থিক ক্ষমতায়নে বিশেষ জোর

    অমৃতকালে মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে দীনদয়াল যোজনা মিশনে গ্রামের ৮১ লক্ষ মহিলা উপকৃত



  • Feb 01, 2023 11:55 IST
    ৫০টি বিমানবন্দরের আধুনিকীকরণ

    ৫০টি বিমানবন্দরের আধুনিকীকরণ এবং হেলিপ্যাড তৈরি করা হবে।



  • Feb 01, 2023 11:53 IST
    পঞ্চায়েত ক্ষেত্রে শিক্ষা ঢেলে সাজানোর ঘোষণা

    পঞ্চায়েত ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্যের উন্নতিতে আরও জোর দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শিক্ষকদের প্রশিক্ষণে বিশেষ জোর। ওষুধ গবেষণার ক্ষেত্রে বিশেষ প্রকল্প গড়ার ঘোষণা



  • Feb 01, 2023 11:52 IST
    কিষাণ ক্রেডিট কার্ডে বরাদ্দ বৃদ্ধি

    কিষাণ ক্রেডিট কার্ডে বরাদ্দ ২০ লক্ষ কোটি টাকা।



  • Feb 01, 2023 11:51 IST
    প্রায় ৪০ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ করবে কেন্দ্র

    আগামী তিন বছরে ৭৪০টি স্কুলের জন্য ৩৮,৮০০ শিক্ষক ও সাপোর্ট স্টাফ নিয়োগ করবে কেন্দ্র।



  • Feb 01, 2023 11:50 IST
    রেলে বিরাট লগ্নি নয়া অর্থবর্ষে

    কেন্দ্র ২ লক্ষ ৪০ হাজার টাকা বিনিয়োগ করবে রেলে।



  • Feb 01, 2023 11:48 IST
    ১৫৭ টি নতুন নার্সিং কলেজ গড়ে তোলার ঘোষণা

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, ২০১৪ সাল থেকে ১৫৭ টি মেডিকেল কলেজের সঙ্গে গড়ে তোলা হবে ১৫৭ টি নতুন নার্সিং কলেজ।



  • Feb 01, 2023 11:46 IST
    আদিবাসী উন্নয়নের জন্য ‘PMBPTG উন্নয়ন মিশন’ চালুর ঘোষণা

    অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আদিবাসী শ্রেণির আর্থ-সামাজিক উন্নতির জন্য ‘PMBPTG উন্নয়ন মিশন’চালু করা হবে। আগামী ৩ বছরে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ১৫ হাজার কোটি টাকা খরচ হবে



  • Feb 01, 2023 11:44 IST
    আবাস যোজনায় বরাদ্দ বাড়ল

    প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বাড়ল ৬৬ শতাংশ। প্রায় ৭৯ হাজার কোটি টাকা।



  • Feb 01, 2023 11:43 IST
    কৃষি ঋণের লক্ষ্যমাত্রা বাড়ানোর পরিকল্পনা

    ‘কৃষি ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২০ লক্ষ কোটি টাকা করা হবে’। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বড় ঘোষণা



  • Feb 01, 2023 11:40 IST
    আবাস যোজনায় বরাদ্দ বাড়ানোর ঘোষণা

    প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য বরাদ্দ ৬৬% বাড়ানোর প্রস্তাব। বরাদ্দ বেড়ে হল ৭৯,০০০ কোটি টাকা।



  • Feb 01, 2023 11:36 IST
    জাতীয় ডিজিটাল লাইব্রেরি স্থাপনের প্রস্তাব

    জাতীয় ডিজিটাল লাইব্রেরি স্থাপনের ওপর ফোকাস করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি রাজ্য স্তরেও আলাদা লাইব্রেরি গড়ে তোলার ওপর জোর দেওয়ার কথা বলেন নির্মলা সীতারমণ



  • Feb 01, 2023 11:34 IST
    প্রধানমন্ত্রী ‘বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা’ শুরুর প্রস্তাব

    ক্ষুদ্র শিল্পে কর্মসংস্থান এবং কারিগরদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা শুরুর প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর



  • Feb 01, 2023 11:31 IST
    তরুণ উদ্যোক্তাদের ‘এগ্রি-স্টার্টআপকে’ উৎসাহিত করার ওপর জোর অর্থমন্ত্রীর

    অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “আমাদের অর্থনৈতিক এজেন্ডা নাগরিকদের আরও বেশি সুযোগ সুবিধা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে শক্তিশালী করা"। তরুণ উদ্যোক্তাদের এগ্রি-স্টার্টআপকে উৎসাহিত করার জন্য এগ্রিকালচার এক্সিলারেটর ফান্ড গঠন করার ওপর জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী



  • Feb 01, 2023 11:13 IST
    অমৃতকালের প্রথম বাজেট

    সংসদে বাজেট পড়ে শোনাচ্ছেন নির্মলা। অর্থমন্ত্রী বললেন, এটা অমৃতকালের প্রথম বাজেট।



  • Feb 01, 2023 11:04 IST
    বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন

    বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন।



  • Feb 01, 2023 10:36 IST
    বাজেটে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

    কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় বাজেটকে অনুমোদন দেওয়া হল। সকাল এগারোটায় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।



  • Feb 01, 2023 10:23 IST
    ডিজিটাল বহি-খাতা নিয়ে সংসদে যাচ্ছেন নির্মলা

    পরনে লাল শাড়ি, হাতে লাল ডিজিটাল বহি-খাতা নিয়ে সংসদের উদ্দেশে রওনা হলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।



  • Feb 01, 2023 10:21 IST
    সংসদে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক

    সংসদে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক।



  • Feb 01, 2023 10:09 IST
    রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নির্মলার

    বাজেট পেশের আগে রাইসিলা হিলসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং অর্থমন্ত্রকের অন্যান্য আধিকারিকরা।



  • Feb 01, 2023 10:08 IST
    সংসদে নির্মলা

    একটু পরেই সংসদে বাজেট পড়ে শোনাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।



  • Feb 01, 2023 09:44 IST
    রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নির্মলার

    বাজেট পেশের আগে রাইসিলা হিলসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং অর্থমন্ত্রকের অন্যান্য আধিকারিকরা।



  • Feb 01, 2023 09:41 IST
    ঊর্ধ্বমুখী শেয়ার বাজার

    বাজেট পেশের আগেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। বড় লাফ মারল সেনসেক্স এবং নিফটি। সেনসেক্স বাড়ল ৫১৬.৯৭ পয়েন্ট এবং নিফটি বাড়ল ১৫৩.১৫ পয়েন্ট।



  • Feb 01, 2023 09:38 IST
    ডিজিটাল বহি-খাতা নিয়ে সংসদে যাচ্ছেন নির্মলা

    পরনে লাল শাড়ি, হাতে লাল ডিজিটাল বহি-খাতা নিয়ে সংসদের উদ্দেশে রওনা হলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।



  • Feb 01, 2023 09:22 IST
    আত্মনির্ভর ক্ষুদ্র ও মাঝারি শিল্প

    ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে আরও সমৃদ্ধ এবং আত্মনির্ভর করতে বড় ঘোষণা থাকতে পারে বাজেটে।



PM Narendra Modi Nirmala Sitharaman Budget Session Budget
Advertisment