Advertisment

Budget 2025 Expectations: কর ছাড় থেকে কর্মসংস্থানে জোর! বাজেটে বড় ঘোষণার অপেক্ষা! থেকে কী প্রত্যাশা আম-আদমির?

Budget 2025: কর্মসংস্থান, স্বাস্থ্য থেকে শুরু করে কর ব্যবস্থা, আগামীকাল পেশ হতে চলা বাজেট ২০২৫-এ এই ৫টি বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Budget 2025 Expectations

কর্মসংস্থান, স্বাস্থ্য থেকে শুরু করে কর ব্যবস্থা, আগামীকাল পেশ হতে চলা বাজেট ২০২৫-এ এই ৫টি বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। Photograph: (ফাইল চিত্র)

Budget 2025 Expectations: কর্মসংস্থান, স্বাস্থ্য থেকে শুরু করে কর ব্যবস্থা, আগামীকাল পেশ হতে চলা বাজেট ২০২৫-এ এই ৫টি বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 

Advertisment

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামীকাল সংসদে তার ৮ম বাজেট পেশ করতে চলেছেন। এই বাজেটে  মধ্যবিত্ত থেকে শুরু করে ব্যবসায়ী, শিল্পপতিদের প্রত্যাশা অনেক। আসন্ন বাজেটে কর স্ল্যাবে পরিবর্তন আনা হতে পারে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রেও অনেক বড় ঘোষণা করা হতে পারে বলেই আশা। আসুন জেনে নেওয়া যাক সরকার বাজেটে কী বিশেষ প্রস্তাব আনতে পারে।

নতুন কর স্ল্যাব
আগামীকালের বাজেটে সরকার কর স্ল্যাবে বেশ কিছু বদল আনতে চলেছে এমনটাই ধারণা অর্থনীতি বিশেষজ্ঞদের। সরকার ১০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত করার বড় ঘোষণা করতে পারে। যেখানে ১৫ থেকে ২০ লক্ষ বার্ষিক আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ কর আরোপের ঘোষণা করা হতে পারে। মূল ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কিস্তি
সরকার বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কিস্তিও বাড়াতে পারে। এতে, ৬,০০০ টাকার বার্ষিক কিস্তি ১২,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে।

Advertisment

স্বাস্থ্য খাতের জন্য বিশেষ কী? 
এই বাজেটে সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ বাড়াতে পারে। এর আগে সরকার স্বাস্থ্য খাতে ৯১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। এখন স্বাস্থ্য খাতে বরাদ্দ ১০ শতাংশ বাড়ানো হতে পারে। 

পেট্রোল ও ডিজেলের দাম কমবে
এই বাজেটে, সরকার মুদ্রাস্ফীতি কমাতে আবগারি শুল্ক কমাতে পারে, যার ফলে পেট্রোল ও ডিজেলের দাম কমবে বলে আশা।

বাড়ি কেনার ক্ষেত্রে স্বস্তি 
বাজেটে সস্তা বাড়ি কেনার মূল্যসীমা বাড়ানোর বড় ঘোষণা হতে পারে। মেট্রো শহরে এই সীমা ৪৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা করা হতে পারে। অন্যান্য শহরগুলির জন্য, এই সীমা ৫০ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। এছাড়াও, গৃহ ঋণের সুদের হারের উপর কর ছাড় ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হতে  পারে। 

আগামীকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অষ্টম বারের জন্য বাজেট পেশ করবেন। বাজেট ধিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এবারের বাজেট হতে চলেছে জনমোহিনী! বাজেটে সরকারের মূল লক্ষ্য থাকবে কর ছাড় এবং কর্মসংস্থান বৃদ্ধির উপর। আসন্ন বাজেটে ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের লক্ষ্য অর্জনের উপায়ের উপর বিশেষ জোর দেওয়া হবে। এবারের বাজেটে মিশন শক্তি, মাতৃবন্দনা যোজনা এবং জননী সুরক্ষা যোজনার মতো নারী-কেন্দ্রিক প্রকল্পে বরাদ্দের পরিমাণ বাড়ানো হতে পারে। দেশে পর্যটনের প্রসারে বেশ কিছু বড় ঘোষণা থাকতে পারে এবারের বাজেটে। 

দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের প্রচেষ্টার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে এবারের বাজেটে। 
উন্নত ভারতের লক্ষ্য অর্জনের জন্য, 'মেক ইন ইন্ডিয়া'কে আরও শক্তিশালী করতে এবং শিল্পের চাহিদা অনুসারে যুবসমাজকে প্রস্তুত করার জন্য, শিক্ষা ক্ষেত্রে উদ্ভাবনের উপর জোর দেওয়ার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে আসন্ন বাজেটে। বিশেষজ্ঞরা বলছেন যে দেশে প্রচুর সংখ্যক চাকরির সুযোগ রয়েছে। কিন্তু, তরুণদের মধ্যে দক্ষতার অভাবের কারণে, কোম্পানিগুলি নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তার মতো বিষয়ে সরকারের তরফে বেশ কিছু ঘোষণা করা হতে পারে আগামীকালের বাজেটে।

কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে কৃষি খাতে ব্যয় প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি করে ১.৭৩ লক্ষ কোটি টাকা করা হতে পারে বলেই জল্পনা। ডাল, তৈলবীজ, শাকসবজি এবং দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য কিছু ঘোষণাও করা যেতে পারে। ২০২৪ সালে ভারতের প্রতিরক্ষা বাজেট ছিল ৮৩.৬ বিলিয়ন ডলার। এবার বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ আরো বাড়তে পারে। পাশাপাশি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উৎপাদনে উৎসাহে বেশ কিছু ঘোষণা করতে পারে সরকার। 

 

 

Budget Session Budget
Advertisment