Advertisment

'বাজেট শেষে বড় হতাশাই সঙ্গী আম-আদমির', কেন্দ্রকে চূড়ান্ত আক্রমণ চিদাম্বরমের  

মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হওয়ায় জনগণ এবং কর্পোরেট সেক্টরের বাজেট ঘিরে যথেষ্ট প্রত্যাশা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Nirmala Sitharaman, Siddaramaiah, P Chidambaram, Finance Minister, Mallikarjun Kharge,Congress On Budget-2023,

বাজেট শেষে বড় হতাশাই সঙ্গী আম-আদমির, কেন্দ্রকে চূড়ান্ত আক্রমণ চিদাম্বরমের

ভোটের আগে মোদী সরকারের শেষ পুর্ণাঙ্গ বাজেট, নির্মলার অর্থ-পরীক্ষায় নজর বিশ্ববাসীর। তার ঠিক আগেই অর্থমন্ত্রীকে কটাক্ষা ছুঁড়ে দিলেন, প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। কী বলেছেন তিনি? প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সাংবাদিকদের দেওয়া এক বিবৃতিতে বলেন, 'বাজেট থেকে জনসাধারণের উচ্চ প্রত্যাশা থাকলেও, বাজেট শেষে সঙ্গী সেই বড় হতাশা’। কেন এমন বললেন প্রবীণ কংগ্রেস নেতা? চিদাম্বরমের যুক্তি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বেকারত্ব, ছাঁটাই এবং মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলিতে আগে থেকে ফোকাস করা উচিত ছিল। তিনি তা করেননি। পাশাপাশি এবারের বাজেটেও বিশেষ কোন চমক থাকবে না বলেও মনে করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম।  

Advertisment

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সংসদে ২০২৩ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছে। কোভিডে ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরছে দেশের অর্থনীতি। তার মাঝেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চিনের সাম্প্রতিক কোভিড পরিস্থিতি, আরও বেশ কিছু চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে বিশ্বঅর্থনীতিকে। ভারতেও যার প্রভাব পড়েছে। মূল্যবৃদ্ধির ঝোড়ো হাওয়া কাটিয়ে অর্থনীতিকে চাঙ্গা করা, কর্মসংস্থান সৃষ্টি করা, অনগ্রসর শ্রেনীর কল্যানে বাজেটে আরও আর্থিক বরাদ্দ বাড়ানো এসবের জন্য বাজেটে যথেষ্ট খরচ প্রয়োজন। লোকসভা নির্বাচনের আগে এনডিএ সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট৷ গত দুই বছরের মতো এবারের কেন্দ্রীয় বাজেটও কাগজবিহীন আকারে পেশ করা হবে৷ মঙ্গলবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বিশ্বব্যাপী সংকটের মধ্যে ভারতের বাজেটের দিকে বিশ্বের নজর রয়েছে। অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে, ভারতের বাজেট জনগণের আশা-আকাঙ্খা পূরণে সচেষ্ট হবে এবং বিশ্বের জন্য আশার আলো হয়ে থাকবে’,মোদীর এই আশ্বাস কতটা পূরণ হবে আজকের বাজেটে সেদিকেই পাখির চোখ আম-আদমির।

লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট রিপোর্ট অনুসারে আগামী (২০২৩-২৪) অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৬ শতাংশ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। মোটামুটি ভাবে গড় বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ। কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী যে ভাবে মূল্যবৃদ্ধি ও বেকারত্বের মতো বাস্তব সমস্যা নিয়ে বার বার মোদী সরকারকে নিশানা করেছেন, তাতে মূল্যবৃদ্ধি-বেকারত্বের ক্ষতে প্রলেপ দিতে কিছু জনমোহিনী পদক্ষেপ আজকের এই বাজেটে নেওয়া হতে পারে মনে করা হচ্ছে।

বাজেট থেকে প্রত্যাশা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, প্রবীন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেন, "আমার বাজেট থেকে কোনও প্রত্যাশা নেই কারণ এই বছরও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থাপন করা বাজেট অপূর্ণ প্রতিশ্রুতিতে পূর্ণ হবে।" পাশাপাশি কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বলেছেন, ‘এই বাজেটই হবে তাঁর শেষ বাজেট’।

প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম পিটিআইকে বলেন, ‘কেন্দ্রীয় বাজেটে উচ্চ বেকারত্বের হার, ছাঁটাই এবং মুদ্রাস্ফীতির দিকেও ফোকাস করা উচিত। চিদাম্বরম আরও বলেন, ‘বাজেট ঘিরে সকলের উচ্চ প্রত্যাশা থাকলেও বড় হতাশার জন্যও সকলকেই প্রস্তুত থাকতে হবে।

"মুদ্রাস্ফীতি, বেকারত্বের সমস্যা নিয়ে সরব"

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে মঙ্গলবার বলেছেন যে তিনি সংসদের বাজেট অধিবেশনে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং চিনের সঙ্গে সীমান্ত বিরোধের বিষয়গুলি উত্থাপন করবেন। জম্মু ও কাশ্মীর থেকে ফিরে আসা খাড়গে দিল্লি বিমানবন্দরে বলেন, "আমরা রাষ্ট্রপতির প্রথম ভাষণে যোগ দিতে চেয়েছিলাম, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দেরিতে পৌঁছাতে পেরেছি, যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এই বাজেট অধিবেশনে আমরা মূদ্রাস্ফীতির বিষয়টি নিয়ে আলোচনা করব, পাশাপাশি বেকারত্ব এবং সীমান্ত বিরোধের বিষয়গুলি উত্থাপন করবে।"

বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে সকাল ১১টায় লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রথম ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ১লা ফেব্রুয়ারি ভোটের আগে মোদী সরকারের শেষ পুর্ণাঙ্গ বাজেট পেশ করবেন।

Budget Session P Chidambaram Nirmala Sitharaman
Advertisment