২০১৯-এর শেষ মাসে দেশের গাড়ি বাজারে বিক্রি কমেছে ৮.৪ শতাংশ। ভারতীয় অর্থনীতির জিডিপি বৃদ্ধির হার ৫ শতাংশের নীচে নেমে যাওয়ায় এই আশঙ্কা ছিলই।
২০১৮ সালের ডিসেম্বরে সারা দেশে মোট গাড়ি বিক্রি হয়েছে ১৫৫১৫৯টি। ২০১৯ সালের ডিসেম্বরে দেশ জুড়ে বিক্রি হয়েছে ১৪২১২৬টি গাড়ি।
আরও পড়ুন, মধ্যবিত্তের জন্য আয়করে বড় ছাড়ের সম্ভাবনা
যাত্রীবাহী গাড়ির বিক্রি পড়েছে ১২.৪ শতাংশ। সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে।
২০১৮ এবং ২০১৯-এর ডিসেম্বরে দেশ জুড়ে বিক্রি হওয়া মোটর সাইকেলের সংখ্যা যথাক্রমে ৭৯৩,০৪২ এবং ৬৯৭৮১৯। দু'চাকার যান বিক্রির পরিমাণ কমেছে ১৬.৬ শতাংশ।
আরও পড়ুন, ‘মোদী সরকারের নতুন বছরের উপহার’, দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের
বাণিজ্যিক যান বিক্রির পরিমাণ কমেছে ১২.৩২ শতাংশ। ২০১৮ এর তুলনায় ২০১৯ -এর মোট গাড়ি বিক্রির পরিমাণ কমেছে ১৩.৭৭ শতাংশ।
মারুতি সুজুকি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে তাদের সংস্থার গাড়ি বিক্রি গত এক বছরে ২.৪ শতাংশ বেড়েছে।