মারুতি উদ্যোগের প্রাক্তন এমডি জগদীশ খট্টরকে আটক করল সিবিআই। ১১০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে মঙ্গলবার জগদীশ খট্টরকে আটক করা হয়েছে।
জগদীশ খট্টরের বিরুদ্ধে সম্প্রতি দায়ের করা অভিযোগে বলা হয়েছে তাঁর সংস্থা কারনেশন অটো ইন্ডিয়া লিমিটেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১১০ কোটি টাকার ঋণ নিয়েছিল। সোমবার সন্ধে বেলা ৭৭ বছরের পুরোন সংস্থার চত্বরেই তল্লাশি চালিয়েছে সিবিআই।
১৯৯৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত মারুতি উদ্যোগ সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের পদে ছিলেন জগদীশ খট্টর। অবসর গ্রহনের পর কারনেশন অটো ইন্ডিয়া লিমিটেড সংস্থা তৈরি করেন তিনি। সংস্থার জন্য ২০০৯ সালে ১৭০ কোটি টাকা ঋণ দেয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ওই ঋণকে অনাদায়ী ঋণ হিসেবে ঘোষণা করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে অভিযোগ জানানো হলে ভারতীয় দণ্ডবিধির আওতায় সংস্থার প্রাক্তন এমডি খট্টরের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
খট্টর এবং তাঁর সংস্থা অসৎ উপায়ে ব্যাঙ্কের অনুমতি না নিয়ে ব্যাঙ্কের সম্পত্তি বিক্রি করেছে, প্রাক্তন মারুতি এমডি-র বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে সিবিআই।