Advertisment

উৎসবের আবহে বড় ঘোষণা কেন্দ্রের! পিএফ-এ সুদের হার ৮.৫% রাখার সিদ্ধান্ত

EPFO: গোটা প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগোলে নভেম্বর থেকেই ৮.৫% সুদ-সহ টাকা জমা পড়বে গ্রাহকদের অ্যাকাউন্টে।

author-image
IE Bangla Web Desk
New Update
Demonetization, Cash

ফাইল ছবি

EPFO: কালীপুজো এবং দীপাবলির আগে বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। পিএফ-এ সুদের হার ৮.৫% করার সিদ্ধান্ত নিয়ে হয়েছে। কেন্দ্রীয় অছি পরিষদের সুপারিশ মেনেই অর্থ দফতররের এই সিদ্ধান্ত। চলতি মাসের মধ্যেই এই মর্মে নির্দেশিকা জারি করবে শ্রম মন্ত্রক। গোটা প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগোলে নভেম্বর থেকেই ৮.৫% সুদ-সহ টাকা জমা পড়বে গ্রাহকদের অ্যাকাউন্টে। এর জেরে উপকৃত হবেন দেশের প্রায় সাড়ে ৬ কোটি বেতনভুক কর্মচারী। প্রায় ৭০ হাজার ৩০০কোটি টাকা জমা অর্থ এই সিদ্ধান্তে প্রভাবিত হবে। এমনটাই মন্ত্রক সূত্রে খবর।

Advertisment

প্রতি অর্থবর্ষে কেন্দ্রীয় অছি পরিষদ সুদের হার নির্ণয় করে অর্থমন্ত্রককে সুপারিশ পাঠায়। সেই সুপারিশ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় মন্ত্রক। ২০১৯-২০ অর্থবর্ষে সুদের হার ছিল ৮.৫%। ২০২০-২১ অর্থবর্ষে সেই হার অপরিবর্তিত রাখতে অর্থ মন্ত্রককে গত মার্চ মাসে সুপারিশ পাঠানো হয়। সেই সুপারিশ এদিন গ্রহণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।    

চলতি মাসেই উৎসবের মরশুমে খুশির খবর দিয়েছে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য। ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সেইসঙ্গে পেনশনারদেরও একই হারে ডিএ দেওয়া হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ডিএ এবং ডিআর ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। এবছর ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। কয়েক মাস আগেই কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে ১১ শতাংশ ডিএ এবং পেনশনারদের ডিআর বৃদ্ধির অনুমোদন দেয়। ১৭ থেকে একলাফে ২৮ শতাংশ হচ্ছে মহার্ঘ ভাতা। এই বৃদ্ধি চলতি বছর ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ৪৮ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনার।

বর্তমান কেন্দ্রীয় সরকারি ঘোষণার জেরে ডিএ এবং ডিআর বেড়ে হচ্ছে ৩১ শতাংশ। যার ফলে ৪৭.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮.৬২ লক্ষ পেনশনার উপকৃত হবেন। উৎসবের মরশুমে কেন্দ্রের এই উপহারে দারুণ খুশি সরকারি কর্মীমহল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Provident Fund EPFO Central Government Rate of Interest
Advertisment