Advertisment

করোনা-লকডাউনের জের! বাড়ছে না কেন্দ্রের মহার্ঘ্য ভাতা  

কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ্য ভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে ২১ শতাংশ হওয়ার কথা ছিল। কিন্তু আপতত সংকটকালীন পরিস্থিতিতে সেই বর্ধিত ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চলতি বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাড়ছে না। দেশজুড়ে লাগাতার দেড় মাসের লকডাউনের জেরে আর্থিক  টালমাটালের কারণেই এই সিদ্ধান্ত। ২০২১ এর জুলাই পর্যন্ত বর্তমান হারেই মহার্ঘ্য ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি চাকুরেরা। চাকুরিরত এবং পেনশনভোগী, উভয়ের ক্ষেত্রেই এই নিয়ম লাগু হচ্ছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisment

চলতি বছরের মার্চ মাসে ৪ শতাংশ ডিএ (ডিয়ারনেস অ্যালাওয়েন্স) বাড়ানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র। ফলে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ্য ভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে ২১ শতাংশ হওয়ার কথা ছিল। কিন্তু আপতত সংকটকালীন পরিস্থিতিতে সেই বর্ধিত ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। মোদি সরকারের এই সিদ্ধান্ত ৪৯.২৬ লাখ কেন্দ্র সরকারি কর্মী ও ৬১.১৭ লাখ পেনশনভোগীর উপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন, তেল কিনলে ডলার ফ্রি! মার্কিন যুক্তরাষ্ট্রে নজিরবিহীন ঘটনা

আর্থিক মন্দার জেরে  সেই ডিএ তিন মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রক। পরবর্তী ক্ষেপে আগামী জুলাই মাসে মহার্ঘ্য ভাতা বাড়ার কথা।

Advertisment