Advertisment

একের পর এক চ্যানেল বন্ধ, টিভি দেখতে পাচ্ছেন না বহু দর্শক, কিন্তু কেন?

দেশের প্রায় ৪ কোটি দর্শক এতে মনের মতো চ্যানেল দেখতে পারছেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
television broadcasters vs cable operators, cable operators tarif row, cable operators tarif protest, tariff hike cable TV, Disney Star tariff hike , Zee Entertainment tariff hike , Sony Pictures Networks tariff hike , indian express

কেবল ব্যবসায় ব্যাপক ক্ষতির আশঙ্কা

চ্যানেলের মূল্যবৃদ্ধি নিয়ে এবার সম্মুখ সমরে কেবল অপারেটর এবং টিভি সম্প্রচারকরা। নামী সম্প্রচারক Disney Star, Zee Entertainment এবং Sony Pictures Networks India-র মতো সংস্থাগুলি সিদ্ধান্ত নিয়ে সিগন্যাল বন্ধ করে দেওয়ার। যা নিয়ে দেশের বড় কেবল অপারেটর সংস্থাগুলি ফাঁপড়ে পড়েছে। দেশের প্রায় ৪ কোটি দর্শক এতে মনের মতো চ্যানেল দেখতে পারছেন না।

Advertisment

উল্লেখ্য, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের নয়া সুপারিশ অনুযায়ী, সম্প্রচার সংস্থাগুলি চ্যানেলের খরচ প্রায় ১০-১৫ শতাংশ বাড়ানো হয়েছে। কিন্তু তা নিয়ে অসন্তুষ্ট কেবল অপারেটররা। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত গ্রাহকদের উপর প্রভাব ফেলবে। সেই সঙ্গে তাঁদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে। তবে কেবল ব্যবসার ভিতরের খবর, দেশের সব বড় বড় ডিটিএইচ সংস্থা যেমন এয়ারটেল, টাটা প্লে-র মতো সংস্থাগুলি ইতিমধ্যেই ব্রডকাস্টারদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। তা-ও আবার ট্রাইয়ের নয়া সুপারিশ মেনে। কিন্তু এখনও কিছু কেবল অপারেটর এই সিদ্ধান্ত মানতে নারাজ।

প্রসঙ্গত, সর্বভারতীয় ডিজিটাল কেবল ফেডারেশনের (AIDCF) ছাতার তলায় থাকা নটি সংগঠন কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাঁদের দাবি, ট্রাই টিভি চ্যানেলগুলির দাম বেঁধে দেওয়ার দায়িত্বে ব্যর্থ। কিন্তু পাল্টা ট্রাইয়ের বক্তব্য, কেবল অপারেটরদের ব্যবসায় কী ভাবে ক্ষতি হবে তা দেখাতে ব্যর্থ তাঁরা। সেক্ষেত্রে ব্যবসার ক্ষতির বিষয়টি গৌণ। ট্রাইয়ের আরও দাবি, AIDCF চায় সমস্ত চ্যানেল ১৯ টাকায় বেঁধে দেওয়া হোক। যা প্রায় অসম্ভব।

আরও পড়ুন বিরাট সুখবর! এখন থেকে আরও বেশি পেনশন পাবেন গ্রাহকরা

জানা গিয়েছে, শুক্রবারই Sony, Zee এবং Disney Star তাঁদের পরিষেবা বন্ধ করে দিয়েছে। রিলায়েন্সের মালিকানাধীন Viacom18 Media এখনও চলছে। রিলায়েন্সের নিজস্ব কেবল অপারেটর সংস্থা ডেন নেটওয়ার্ক, হ্যাথওয়ে কেবল এবং ডেকাকম রয়েছে। তারাও এই ব্রডকাস্টারদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে।

Disney+ Sony Netwrok Zee Entertainment Cable Operator DTH Services
Advertisment