'সব খেলার সেরা বাঙালির, সে যে ফুটবল!' বললেই হবে? বাঙালির ক্রিকেট প্রীতি এখন সর্বজনবিদিত। আর সেই উন্মাদনা যদি হয় কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, তাহলে তো কথাই নেই। এবার কেকেআর-এর সঙ্গে অংশীদারত্বে যাচ্ছে কোকাকোলা। বুধবার শহরের গ্র্যান্ড হোটেলে ছিল তারই আনুষ্ঠানিক ঘোষণা।
সেই লক্ষ্যে কলকাতার সঙ্গে আত্মিক বন্ধন আরও দৃঢ় করতে বদ্ধপরিকর কোকাকোলা। তাই এবার বাংলার সমস্ত পানীয় অর্থাৎ কোকাকোলা, স্প্রাইট, থামস আপ, ফান্টা, মাজা, লিমকা, কিনলে এবং মিনিট মেড-এর গায়ে বাংলাতেই থাকবে পণ্যের নাম।
সদ্য পেরোনো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলার মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কোকাকোলা একটি বিশেষ প্রচারের ব্যবস্থা করেছিল, যেটি যথেষ্ট সফল হয়েছে। এবং বাংলার বাজার সম্প্রসারনের ক্ষেত্রে এখানকার স্থানীয় ভাষাকেই ব্যবহার করতে চাইছে সংশ্লিষ্ট সংস্থা।
বাংলার খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, গান, সংস্কৃতি, সব কিছুর সঙ্গে জুড়ে রয়েছে কোকাকোলা। এবার সেই আবেগকেই একটু জোরদার করার লক্ষ্যে এ রাজ্যের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে অংশীদারত্বে যাচ্ছে কোকাকোলা সংস্থা।
সাংবাদিক বৈঠকের মঞ্চে কোকাকোলা ইন্ডিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার সভাপতি টি কৃষ্ণকুমার বললেন, "এই বিশেষ উদ্যোগ আমরা কলকাতায় পরীক্ষামূলক ভাবে চালু করলাম। ভালো ফল পেলে আগামী দিনে দেশের সব রাজ্যেই এই উদ্যোগ নেওয়া হবে"।